SA vs IND: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ড্র রাখতে পেরেছিলো টিম ইন্ডিয়া (Team India)। একদিনের ক্রিকেটে কে এল রাহুলের নেতৃত্বে এসেছিলো জয়। টেস্টেও ভারতের হাত থেকে সিরিজ কেড়ে নিতে পারলো না প্রোটিয়ারা। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে পরাজিত হওয়ার পরেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো রোহিত শর্মার দল। সেঞ্চুরিয়নে তিন দিনের মধ্যে হারতে হয়েছিলো ভারতকে। কেপ টাউনে ভারত প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো মাত্র দেড় দিনে। খেলা হলো কেবল পাঁচটি সেশন। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। সিরাজ সুনামিতে ছিন্নভিন্ন হয়ে যায় তারা। গুটিয়ে যায় ৫৫ রানে। ব্যাট করতে নেমে ভারতের ইনিংসও থামে ১৫৩তে। ৯৮ রানের লীড পায় টিম ইন্ডিয়া।
প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের ব্যবধানে করেছিলো ৬২ রান। আজ সকালে জসপ্রীত বুমরাহ’র আগুনে বোলিং-এর সুবাদে ফের চাপে পড়ে তারা। এইডেন মার্করামের অনবদ্য ১০৩ বলে ১০৬ রানের ইনিংস সত্ত্বেও ১৭৬ রানের বেশী এগোয় নি তাদের ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৭৯ রান। যশস্বী জয়সওয়ালকে শুরু থেকেই দেখা যায় ধুন্ধুমার ভঙ্গিতে ব্যাটিং করতে। রাবাডা, বার্গারদের মাথায় চড়ে বসতে দেন নি তিনি। ২৮ রানে যশস্বী ফেরর পর শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ১২ ওভারের মধ্যেই ৮০ রানে পৌঁছে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় ভারত।
Read More: SA vs IND: দ্বিতীয় টেস্টে হাতের মুঠোয় দুরন্ত জয়, পেসারদের দৌরাত্ম্যে কেপ টাউনের ‘কিং’ টিম ইন্ডিয়া !!
কেপ টাউন টেস্টে তৈরি হওয়া রেকর্ডসমূহ-
১) কেপ টাউনের মাঠে প্রথম জয় পেলো ভারতীয় দল। ছয় টেস্ট খেলে এতদিন ভারতের ঝুলিতে ছিলো ৪টি হার ও ২টি ড্র। ১৯৯৩ ও ২০১১ সালে ম্যাচ অমীমাংসিত থাকলেও ১৯৯৭,২০০৭, ২০১৮ ও ২০২২ সালে পরাজিত হয়েছিলো টিম ইন্ডিয়া। শাপমোচন হলো আজ। ৭ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো ভারত। প্রথম এশীয় দল হিসেবে কেপ টাউনে জয় হাসিল করলো ‘মেন ইন ব্লু।’
২) দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সেরা পাঁচ জয়ের মধ্যে থাকবে আজকের ৭ উইকেটের ব্যবধানে জয়।
- জোহানেসবার্গ, ২০০৬- ১২৩ রানের ব্যবধানে জয়
- ডারবান, ২০১০- ৮৭ রানের ব্যবধানে জয়
- জোহানেসবার্গ, ২০১৮- ৬৩ রানের ব্যবধানে জয়
- সেঞ্চুরিয়ন, ২০২১- ১১৩ রানের ব্যবধানে জয়
- কেপ টাউন, ২০২৪- ৭ উইকেটের ব্যবধানে জয়*
৩) কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্টে মাত্র ৬৪২টি ডেলিভারি খেলা হয়েছে। টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে এর থেকে কম বল কোনো ম্যাচে খেলা হয় নি। ৯২ বছরের রেকর্ড ভাঙলো ২০২৪-এর জানুয়ারি মাসে।
- ৬৪২ ডেলিভারি- দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, কেপ টাউন, ২০২৪*
- ৬৫৬ ডেলিভারি- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন, ১৯৩২
- ৬৭২ ডেলিভারি- ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ব্রিজটাউন, ১৯৩৫
৪) কেপ টাউনে চার ইনিংস মিলিয়ে উঠেছে মাত্র ৪৬৪ রান। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো টেস্টে এর আগে এত কম রান ওঠে নি।
- ৪৬৪- কেপ টাউন, ২০২৪*
- ৬৫২- নাগপুর, ২০১৫
- ৬৬০-ডারবান, ১৯৯৬
৫) SENA দেশগুলিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের তালিকায় সেরা পাঁচে সামিল হবে কেপ টাউনের মাঠে ভারতের ৭ উইকেটের ব্যবধানে জয়টি।
- ১০ উইকেটের ব্যবধানে জয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, হ্যামিল্টন, ২০০৯
- ৮ উইকেটের ব্যবধানে জয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ওয়েলিংটন, ১৯৬৮
- ৮ উইকেটের ব্যবধানে জয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, অকল্যান্ড, ১৯৭৬
- ৮ উইকেটের ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেলবোর্ন, ২০২০
- ৭ উইকেটের ব্যবধানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধে, নটিংহ্যাম, ২০০৭
- ৭ উইকেটের ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, কেপ টাউন, ২০২৪*
৬) এই নিয়ে তৃতীয়বার ভারতের কোনো টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলো দুই দিনের মধ্যে।
- ভারত বনাম আফগানিস্তান, বেঙ্গালুরু, ২০১৮
- ভারত বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ, ২০২১
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন, ২০২৪
৭) ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৩১ রান করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রানের তালিকায় দক্ষিণ আফ্রিকা জায়গা করে নিলো পঞ্চম স্থানে।
১৯৩- ইংল্যান্ড, আহমেদাবাদ, ২০১৯
২১২- আফগানিস্তান, বেঙ্গালুরু, ২০১৮
২২৯- নিউজিল্যান্ড, মুম্বই, ২০২১
২৩০- ইংল্যান্ড, লীডস, ১৯৮৬
২৩১- দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন, ২০২৪*
৮) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভারে ১৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতীয় বোলারদের মধ্যে তৃতীয় সফলতম স্পেলের মালিক এখন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিলেন তিনি।
- ৭/৬১, শার্দুল ঠাকুর, জোহানেসবার্গ, ২০২২
- ৭/১২০, হরভজন সিং, কেপ টাউন, ২০১১
- ৬/১৫, মহম্মদ সিরাজ, কেপ টাউন, ২০২৪*
- ৬/৫৩, অনিল কুম্বলে, জোহানেসবার্গ, ১৯৯২
- ৬/৬১, জসপ্রীত বুমরাহ, কেপ টাউন, ২০২৪*
৯) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেলো ৫৫ রানে। প্রোটিয়াদের ক্রিকেটে ইতিহাসে অষ্টম সর্বনিম্ন রানের ইনিংস এটি। বর্ণবাদের অন্ধকার কাটিয়ে ক্রিকেটে আঙিনায় প্রবেশ করার পর থেকে এত কম রানে দক্ষিণ আফ্রিকা কখনও গুটিয়ে যায় নি লাল বলের ফর্ম্যাটে।