SA vs IND: কেবের্হার সেন্ট জর্জেস পার্কে আজ একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত (SA vs IND)। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স মাঠে প্রথম খেলায় দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে তারুণ্যে ঠাসা ভারতীয় দল। স্বাগতিক দেশকে তারা হারিয়েছিলো ৮ উইকেটের ব্যবধানে। আজ পোর্ট এলিজাবেথের বাইশ গজেও সেই সাফিল্যের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া কে এল রাহুলের দল। আজ জিতলে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতবেন রাহুল। সেই কারণে বাড়তি তাগিদ নিশ্চয়ই রয়েছে অধিনায়কের মধ্যে। সিনিয়রদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে বাজিমাত করার প্রয়াস রয়েছে তিলক বর্মা, সাই সুদর্শনদের মত নতুন মুখদের’ও। অন্যদিকে গত ম্যাচের হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে প্রোটিয়ারা। কেবের্হায় টি-২০ ম্যাচে জিতেছিলো তারা। ওডিআইতেও সেই একই ফলাফলের আশায় এইডেন মার্করামের দল।
গত ম্যাচের মত আজও টসে জিতছিলো দক্ষিণ আফ্রিকা। আজ প্রথমে বোলিং বেছে নেয় তারা। ফের ব্যর্থই হলেন ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের গোড়াতেই ফেরেন তিনি। অভিষেক ম্যাচের মত দ্বিতীয় খেলাতেও বছর ২২-এর সাই সুদর্শন জাত চেনালেন। লড়াকু ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে। কঠিন পিচে অধিনায়ক কে এল রাহুলের সাথে জুটিও গড়েন তিনি। টানা দ্বিতীয় অর্ধশতক করে সাজঘরে ফেরেন তামিলনাড়ুর তরুণ। অর্ধশতক আসে অধিনায়কের ব্যাটেও। সাই ও রাহুল ছাড়া ভারতীয় ব্যাটিং-এর বাকিরা অবশ্য আজ বিশেষ সুবিধা করতে পারেন নি দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারির বিপক্ষে। রান পান নি তিলক বর্মা। ওয়ান ডে অভিষেকে নিষ্প্রভ রিঙ্কু সিং। নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, বিউরান হেনড্রিকসদের দাপটে ২১১ রানেই গুটিয়ে গেলো ভারতের ইনিংস।
Read More: IPL Auction 2024: নিলামের আঙিনায় জয়জয়কার আনক্যাপড খেলোয়াড়দের, কোটি টাকায় বাজি মারলেন এম সিদ্ধার্থ !!
ব্যর্থ ঋতুরাজ, টানা দ্বিতীয় অর্ধশতক সাইয়ের-
ঋতুরাজ গায়কোয়াড় আজ ইনিংসের শুরুটা চার মেরে করেছিলেন। কিন্তু দ্বিতীয় বলেই ফিরতে হয় সাজঘরে। নান্দ্রে বার্গারের বলে লেগ বিফোর উইকেট হন তিনি। শ্রেয়স আইয়ার না থাকায় ভারতের হয়ে তিন নম্বরে আজ ব্যাটিং করলেন তিলক বর্মা। বাম হাতি তরুণ ব্যাটার রানের মুখ দেখেন নি আজ। আউট হন মাত্র ১০ রান করে। ৪৬ রানের মধ্যে ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় সাই সুদর্শন ও কে এল রাহুলের ব্যাটে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করার পর সিনিয়র জাতীয় দলের দরজা খুলেছে তামিলমাড়ুর তরুণের সামনে। প্রথম ম্যাচে অপরাজিত ৫৫ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। আজও স্থিতধী ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। ৮৩ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে সাই সুদর্শন করেন ৬২ রান। কে এল রাহুলের সাথে ৬৮ রানের জুটি গড়েন তিনি।
সাই ফেরার পর ব্যাট হাতে লড়াই জারি রাখেন অধিনায়ক কে এল রাহুল। চারে নেমে কেরিয়ারের ১৮তম ওডিআই অর্ধশতক করলেন তিনি। ৭টি চারের সাহায্যে ৬৪ বলে করেন ৫৬। এক প্রান্ত আঁকড়ে রেখে রাহুল লড়াই চালিয়ে গেলেও অপর প্রান্তে পেলেন না তেমন কাউকে। ‘ফিনিশার’ হিসেবে কোচ রাহুল দ্রাবিড় জায়গা দিয়েছিলেন সঞ্জু স্যামসনকে। কিন্তু চাপের মুখে ফের ব্যর্থ কেরলের ক্রিকেটার। ২৩ বল খেলে মাত্র ১২ রানের বেশী স্কোরবোর্ডে যোগ করতে পারেন নি তিনি। বিউরান হেনড্রিকসের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। সঞ্জু আউট হওয়ার পর বেশী সময় ক্রিজে টেকেন নি রাহুল’ও। ১৬৭ রানের মধ্যেই ৫ উইকেট খুইয়ে ফেলেছিলো টিম ইন্ডিয়া।
অভিষেকে রান পেলেন না রিঙ্কু-
টি-২০ দুনিয়ায় ঝড় তুলেছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের আলিগড়ের তরুণ আইপিএলে অনবদ্য পারফর্ম করেছেন। এক ম্যাচে টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক আঙিনাতেও আয়ারল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তুলেছে তাঁর ব্যাট। এমনকি চলতি দক্ষিণ আফ্রিকা সফরে এই কেবের্হাতেই টি-২০ ম্যাচে অপরাজিত ৬৮ করেছেন তিনি। আজ শ্রেয়স আইয়ার না খেলায় ওডিআই অভিষেক হলো তাঁর। কিন্তু ওডিআই অভিষেকে টি-২০’র স্মৃতি ফেরাতে পারলেন না তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ২টি চার ও ১টি ছক্কাও মারেন। কিন্তু ১৪ বলে ১৭ রান করেই আউট হন তিনি। কেশব মহারাজের বলে রিঙ্কুকে স্টাম্পড করতে কোনো ভুলচুক করেন নি উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেন।
রিঙ্কু ফেরার পর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারতেন অক্ষর প্যাটেল। কিন্তু আজ ব্যাট হাতে রানের মুখ দেখেন নি তিনি। ৭ রান করে আউট হন। কুলদীপ যাদব, আবেশ খান’রাও ব্যাট হাতে স্কোরবোর্ডকে সচল রাখতে পারেন নি। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর আজ ব্যাট হাতে খানিক প্রয়াস চালালেন আর্শদীপ সিং। তাঁর ১৭ বলে ১৮ রানের ইনিংস ভারতের স্কোর’কে ২০০’র গণ্ডী পার করালো। ৪ রান করে আজ কেবের্হায় অপরাজিত রইলেন মুকেশ কুমার। ৩ ওভার ২ বল বাকি থাকতেই ২১১ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ৩ উইকেট পান নান্দ্রে বার্গার। ২ উইকেট জমা পড়ে বিউরান হেনড্রিকস ও কেশব মহারাজের ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন লিজাড উইলিয়ামস।