SA vs IND: বিশ্বকাপ ফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। আজ থেকে সূর্যকুমার যাদবদের পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন এইডেন মার্করাম (Aiden Markram), হেনরিখ ক্লাসেন’রা (Heinrich Klaasen)। প্রথম ম্যাচটি আয়োজিত হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে। ক্যুইন্টন ডি কক খেলছেন না এই সিরিজে। প্রোটিয়াদের হয়ে ওপেনিং-এ দেখা যাবে রিজা হেনড্রিকস (Reeza Hendricks) ও ম্যাথিউ ব্রিৎজেকে। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক এইডেন মার্করাম। চমৎকার ছন্দে রয়েছেন তিনি। আজও ব্যাট হাতে নিজের দলের সাফল্যের কারিগর হয়ে উঠতে চাইবেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার হয়ে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে ডেভিড মিলার’কে (David Miller)। বাম হাতি ব্যাটার বিশ্বকাপে চমৎকার ব্যাটিং করেছিলেন। ফর্ম ধরে রাখার প্রচেষ্টা থাকবে তাঁর। পাঁচে থাকছেন অভিজ্ঞ হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। ডেথ ওভারে ঝড় তুলতে পারেন তিনি। নজর থাকবে ডোনোভান ফেরেইরা’র (Donovan Ferreira) দিকে। ঝোড়ো ব্যাটিং-এর সাথে অফস্পিনেও তফাৎ গড়ে দিতে পারেন তিনি। প্রোটিয়া বোলিং-এ দেখা যাবে মার্কো ইয়ানসেন’কে (Marco Jansen)। আইপিএল নিলামের আগে নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে যেতে চাইবেন তরুণ জেরাল্ড ক্যুৎসিয়ে’ও (Gerald Coetzee)। তৃতীয় পেসার হিসেবে ডারবানে দক্ষিণ আফ্রিকা জার্সিতে দেখা যাবে লিজাড উইলিয়ামসকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেশব মহারাজের মাঠে নামার সম্ভাবনা।
Read More: Top 3: এই ৩ খেলোয়াড়ের উপস্থিতি ডোবাতে চলেছে দিল্লি শিবিরকে, দলের হয়ে ফের হবেন চরম ফ্লপ !!
SA vs IND ম্যাচের সময়সূচি-
প্রথম টি-২০ ম্যাচ
তারিখ- ১০/১২/২০২৩
ভেন্যু- কিংসমিড স্টেডিয়াম, ডারবান
সময়- সন্ধ্যে ৭টা ৩০ (ভারতীয় সময়)
কিংসমিড স্টেডিয়াম পিচ রিপোর্ট (Pitch Report)-
দক্ষিণ আফ্রিকার অন্যান্য স্টেডিয়ামের মতই ডারবানের কিংমিডেও বাইশ গজ পেস সহায়ক হয়ে থাকে। এখানে ইনিংসের শুরু থেকেই সাহায্য পেয়ে থাকেন ফাস্ট বোলার’রা। আজকের ম্যাচেও তাই গতির ঝড় তুলতে দেখা যেতে পারে দুই পক্ষকে। তবে সাম্প্রতিক অতীতে সাদা বলের ফর্ম্যাটে কিংসমিডের বাইশ গজ ব্যাটিং বান্ধব হতে দেখা গিয়েছে। বড় রান উঠেছে অহরহ। আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এখনও অবধি ডারবানে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করে জয় এসেছে ৯ ম্যাচে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৮। মাত্র একটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
ডারবানে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ৬ উইকেট ২২৬ রান তুলেছিলো। এখানে সর্বনিম্ন রান করার নজির রয়েছে কেনিয়ার। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুটিয়ে গিয়েছিলো ৭৩ রানে। দক্ষিণ আফ্রিকা এখানে ১১ ম্যাচ খেলে জিতেছে ৫টিতে। অন্যদিকে ভারতের রেকর্ড এই মাঠে বেশ চমৎকার। কিংসমিডে ৫ ম্যাচ খেলে তারা জিতেছে ৪টিতে। ডারবানে টি-২০তে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৪৩ রানের আশেপাশে। যেহেতু বিকেলের ম্যাচ, সেহেতু শিশিরের সম্ভাবনা বিশেষ নেই পরিসংখ্যানের কথা মাথায় রেখে এখানে প্রথম ব্যাটিং বেছে নিতে পারেন টসজয়ী অধিনায়ক।
Durban Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
রবিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে সিরিজের প্রথম টি-২০ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (SA vs IND)। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৯ শতাংশ। রবিবারের ম্যাচ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। এদিন ডারবানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৯ শতাংশ। যা বাধা হয়ে দাঁড়াতে পারে ক্রিকেটের পথে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার– রিজা হেনড্রিকস, ম্যাথিউ ব্রিৎজকে
মিডল অর্ডার- এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস
ফিনিশার- ডোনাভন ফেরেইরা
বোলার- মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড ক্যুৎসিয়ে, লিজাড উইলিয়ামস
উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন
SA vs IND, প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
রিজা হেনড্রিকস, ম্যাথিউ ব্রিৎজকে, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, ডোনাভন ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড ক্যুৎসিয়ে, লিজাড উইলিয়ামস।