২০২১ সালে দেশের জার্সিতে প্রথমবার টি-২০ খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ২০২২-এ গায়ে চাপান ওয়ান ডে জার্সি। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও জাতীয় দলে নিয়মিত আর হয়ে উঠতে পারেন নি মহারাষ্ট্রের ডান হাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখালেও আন্তর্জাতিক আঙিনায় তাঁকে বারবার কার্যত উপেক্ষাই করেছেন নির্বাচকেরা। স্বল্প সুযোগে ভালোই পারফর্ম্যান্স করেছেন। পাশাপাশি কুড়ি-বিশের ফর্ম্যাটে ৫ বার পেরিয়েছেন পঞ্চাশের গণ্ডি। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুয়াহাটিতে একটি অসামান্য শতরানও সামিল রয়েছে। রয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে ধুন্ধুমার ৭৭ রানের ইনিংসও। কিন্তু গত বছরের জুলাই-এর পর আর সুযোগ আসে নি নীল জার্সিতে মাঠে নামার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে আগামী বছরের গোড়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত-এ’র হয়ে দেখা যেতে পারে ঋতুরাজকে (Ruturaj Gaikwad)।
Read More: শেষের পথে রোহিত-কোহলি অধ্যায়, ওয়ান ডেতেও তারুণ্যকেই অগ্রাধিকার বিসিসিআই-এর !!
কিউইদের বিপক্ষে নেতা ঋতুরাজ-

আগামী বছরের জানুয়ারিতে ভারতসফরে আসবে নিউজিল্যান্ড সিনিয়র দল (IND vs NZ)। তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এছাড়া নাগপুর, রায়পুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে পাঁচটি টি-২০ ম্যাচ খেলারও কথা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের। ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের আগে এই দুই সিরিজ প্রস্তুতির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে দুই দলের জন্যই। সাধারণত ভারতীয় সিনিয়র দল যে দলের সাথে সিরিজ খেলে তাদের যুব দলের সঙ্গেও ভারত-এ’র (IND-A vs NZ-A) সিরিজ আয়োজনের চেষ্টা করে থাকে বিসিসিআই। নতুন প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রে সুবিধা হয় তাতে। সূত্রের খবর নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ামক সংস্থার কাছেও তেমন প্রস্তাবই দিয়েছে ভারতীয় বোর্ড। সিনিয়র দলের সিরিজের সমান্তরালে অথবা কিছুদিন আগে বা পরে সম্মুখসমরে নামবে ভারত-এ ও নিউজিল্যান্ড-এ।
ইতিপূর্বে ২০২৩ সালে গুয়াংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তাঁর হাত ধরে সোনাও জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ নিউজিল্যান্ড-এ’র বিপক্ষে ভারত-এ দলের অধিনায়ক হিসেবেও থাকার সম্ভাবনা তাঁর। কিউইদের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করলে সিনিয়র জাতীয় দলেও ফেরার পথ সুগম হবে মহারাষ্ট্রের তারকার। এছাড়া সাই সুদর্শন, অংশুল কম্বোজ, মায়াঙ্ক যাদবদেরও দেখা যেতে পারে এই সিরিজে। এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন বিহারের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলে শতরান করেছেন বছর ১৪-এর ক্রিকেটার। বয়সভিত্তিক ক্রিকেটেও সাড়া ফেলে দিয়েছেন ইতিমধ্যেই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে করেছেন শতরান। নিউজিল্যান্ড-এ’র বিরুদ্ধে ভারত-এ দলের হয়ে সাদা বলের ক্রিকেটে অংশ নিতে পারেন বৈভব। দেখা যেতে পারে ঈশান কিষণকেও।
ঋতুরাজ গায়কোয়াড়ের পরিসংখ্যান-

দেশের হয়ে ৬টি ওয়ান ডে খেলেছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রায় ২০ গড়ে করেছেন ১১৫। অর্ধশতকের সংখ্যা ১। ২৩টি টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে ২০টিতে ব্যাটিং-এর সুযোগ পেয়েছেন। প্রায় ৪০ গড় ও ১৪৪ স্ট্রাইক রেটে করেছেন ৬৩৩ রান। একটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে। ঘরোয়া ক্রিকেটেও ঋতুরাজের রেকর্ড ঈর্ষণীয়। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.৭৭ গড়ে করেছেন ২৬৩২ রান। ৭টি শতরান ও তার দ্বিগুণ সংখ্যক অর্ধশতরান করেছেন মহারাষ্ট্রের তারকা। সাদা বলের দুই ফর্ম্যাটে ঋতুরাজের (Ruturaj Gaikwad) পরিসংখ্যান আরও চমকপ্রদ। লিস্ট-এ অর্থাৎ পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৮৬ ম্যাচে ৫৬.১৫ গড়ে করেছেন ৪৩২৪ রান। ১৬টি শতক ও ১৭ অর্ধশতক রয়েছে তাঁর। ১৫০ টি-২০ ম্যাচে প্রায় ৪০ গড়ে করেছেন ৪৯৯৬ রান। ৬টি শতক ও ৩৫টি অর্ধশতক করেছেন। ২০২১-এ জিতেছেন আইপিএলের কমলা টুপি।
Also Read: গরিবের মসীহা ঋষভ পান্থ, মেধাবী ছাত্রীকে সাহায্য করে দিলের বড়ো মনের পরিচয় !!