Asian Games 2022: এশিয়ার অলিম্পিক নামে পরিচিত এশিয়ান গেমসের (Asian Games) আসরে ক্রিকেটের পথ চলা শুরু হয়েছিলো ২০১০ সালে। প্রথমবার চীনের গুয়াংঝৌতে পুরুষদের ইভেন্টে সোনা জেতে বাংলাদেশ। রুপো জেতে আফগানিস্তান। মেয়েদের ইভেন্টে স্বর্ণপদক যায় পাকিস্তানের ঝুলিতে। রূপো জেতে বাংলাদেশ। এরপর ২০১৪ সালে কোরিয়ার ইঞ্চিয়নে দাপুটে পারফর্ম্যান্স করে সোনা জেতে শ্রীলঙ্কা। আর রূপোর পদক ফের জেতে আফগানিস্তান। মেয়েদের খেলায় হংকং’কে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। মেয়েদের খেলায় দ্বিতীয়বার সোনার মেডেল জেতে পাকিস্তান। রূপো যায় বাংলাদেশের ঝুলিতে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বন্ধ ছিলো ক্রিকেট। ২০২২ এশিয়ান গেমসে ফিরতে চলেছে ব্যাট-বলের দ্বৈরথ। চীনের হাংঝৌতে (Hangzhou) দেখা যাবে বাইশ গজের লড়াই।
এশিয়ান গেমসে (Asian Games) এর আগে দুইবার ক্রিকেট খেলা হলেও দল পাঠায় নি ভারতীয় বোর্ড। পুরুষ ও মহিলা-দুই ইভেন্ট থেকেই নিজেদের সরিয়ে নিয়েছিলো বিসিসিআই। তবে তাদের সিদ্ধান্ত যে অবশেষে বদলাতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিলো গতবছর। যখন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মেয়েদের দল পাঠায় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। দুর্দান্ত পারফর্ম্যান্স করে ফাইনালেও পৌঁছেছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। শেষমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রূপো নিয়েই টিম ইন্ডিয়া’কে সন্তুষ্ট থাকতে হলেও এই পদকজয় নয়া দিশা খুলে দেয় ভারতীয় ক্রিকেটে। তারই ফলস্বরূপ, ১৯তম এশিয়ান গেমসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই এপেক্স কাউন্সিল। এবার কেবল মহিলাদের দল নয়, সাথে পুরুষ দলও পাঠাচ্ছে বোর্ড। পুরুষ দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে অনুভূতি বর্ণনা করলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।
Read More: World Cup 2023: “বিশ্বকাপ জিতবে না ভারত…” টুর্নামেন্ট শুরুর আগেই চাঞ্চল্যকর মন্তব্য যুবরাজ সিং-এর !!
জাতীয় দলে প্রত্যাবর্তন ঋতুরাজের-

মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ২০২১ সালের আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের পিছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘কমলা টুপি’ নিজের নামে করেছিলেন। ডান হাতি ব্যাটারের প্রতিভার বিচ্ছুরণ নজর এড়ায় নি জাতীয় নির্বাচকদেরও। সেই সময় ভারতীয় দলে ডাক পান তিনি। আইপিএলের ফর্ম টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে প্রতিফলিত করতে পারেন নি তিনি। একটি একদিনের ম্যাচে মাত্র ১৯ রান করেন তিনি। আর ৯টি টি-২০ খেললেও মোট ১৩৫ রানের বেশী আসে নি তাঁর ব্যাট থেকে। একটি অর্ধশতক অবশ্য করেন কুড়ি-বিশের ক্রিকেটে। ধারাবাহিকতা না দেখাতে পারায় টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন তিনি। এরপর প্রায় এক বছর জাতীয় দলে ফেরা হয় নি তাঁর।
টিম ইন্ডিয়ায় ফেরার পথ সুগম করতে ঘরোয়া ক্রিকেটকেই বেছে নেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য পারফর্ম্যান্স করেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। ট্রফিতে মাত্র ৫ ম্যাচ খেলে করেছেন ৬৬০ রান। সবচেয়ে অবাক করা তাঁর ব্যাটিং গড়। ২২০ ব্যাটিং গড় নিয়ে তিনি খেলেছেন গোটা টুর্নামেন্ট। ৫ ম্যাচের মধ্যে ৪ টিতে শতরান বা তার চেয়ে বেশী করেছেন। করেছেন একটি দ্বিশতরান’ও। নিজের দল মহারাষ্ট্রকে ফাইনালেও নিয়ে গিয়েছিলেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। শেষমেশ ট্রফি না জিতলেও ফাইনালে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আইপিএলেও ফের একবার চেন্নাইকে ট্রফি জেতাতে বড় ভূমিকা নেন তিনি। করেন ৫৯০ রান। এরপর আর তাঁকে জাতীয় দলের বাইরে রাখতে পারে নি বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে দলে ফেরানো হয়েছে তাঁকে। এশিয়ান গেমসের দলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
হাংঝৌতে সাফল্য চান অধিনায়ক ঋতুরাজ-

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় চীনের হাংঝৌতে বসতে চলেছে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) আসর। যে সময় প্রতিযোগিতা চলবে তখন এশিয়া কাপ শেষ করে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে মনোনিবেশ করবে টিম ইন্ডিয়া। ফলে পুরুষদের প্রথম সারির দলকে এশিয়ান গেমসে পাঠানো সম্ভব হচ্ছে না বিসিসিআই-এর পক্ষে। পরিবর্তে যে দল বেছে নিয়েছেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সেখানে নতুন মুখের ছড়াছড়ি। মূলত যাঁরা আইপিএল বা সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত প্রতিযোগিতায় নিরন্তর ভালো পারফর্ম্যান্স করে গিয়েছেন, তাঁদেরই জায়গা দেওয়া হয়েছে এই দলে। নাইট রাইডার্সের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh) যেমন জায়গা পেয়েছেন, তেমনই রয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), তিলক বর্মারা (Tilak Varma)। জিতেশ শর্মা, রবি বিষ্ণোই, আবেশ খানদেরও ভাবা হয়েছে এশিয়ান গেমসের (Asian Games 2022) জন্য।
হাংঝৌতে ‘মেন ইন ব্লু’র যে দল যাবে তার নেতা নির্বাচন করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। মহারাষ্ট্রকে এর আগে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তউ ভারতের অধিনায়কত্ব করার অনুভূতি যে আলাদা, তা বিলক্ষণ টের পাচ্ছেন তিনি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন তিনি। সেখান থেকেই দিয়েছেন প্রতিক্রিয়া। নির্দিষ্ট করেছেন আগামীর লক্ষ্য। এশিয়ান গেমসে (Asian Games) প্রথমবার অংশ নিয়েই সোনা জিততে চান তিনি। বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এশিয়ান গেমসে দেশের জন্য সোনার পদক জিতে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে গলা মেলানোই আমার স্বপ্ন।” গতবার ৬৯ পদক-সহ তালিকায় অষ্টম স্থানে ছিলো ভারত। এবার পদকসংখ্যায় সেঞ্চুরি স্পর্শ করার লক্ষ্য নিয়ে চীনে যাচ্ছেন অ্যাথলিটরা।