ভেস্তে যাচ্ছে রাজস্থানের ফাইনাল খেলার স্বপ্ন, বৃষ্টির কারণে KKR’এর সাথে ফাইনাল খেলবে SRH !! 1

আজ হতে চলেছে আইপিএলের (IPL 2024) অন্যতম বড় ম্যাচ, আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়ালস (SRH vs RR)। পয়েন্ট তালিকার শীর্ষ ২ স্থানে থাকার জন্য প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দল কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লজ্জাজনক পরিণতি হয়েছিল হায়দ্রাবাদ দলের যদিও ফাইনালে পৌঁছানোর জন্য। প্রথম ম্যাচে হেরে গেলেও তাদের কাছে রয়েছে আরও একটি সুযোগ। আজকের ম্যাচে তারা দ্বিতীয় সুযোগটি কাজে লাগাতে চাইবে। পাশাপাশি এলিমিনেটরে মুখোমুখি হতে হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়ালস ও বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দুই রয়ালের লড়াইয়ে বাজিমাত করে সঞ্জু-পরাগরা। রাজস্থানের কাছে চার উইকেটে পরাজিত হয়ে এলিমিনেটর থেকে বিদায় নিতে হয়েছে কোহলির দলকে। এলিমিনেটরে জিতলেও আজকের ম্যাচটি রাজস্থানের কাছে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে যদি বৃষ্টি কোনরকম হস্তক্ষেপ করে তাহলে রাজস্থান রয়েলস দলের আইপিএল ফাইনাল খেলার স্বপ্ন যেতে পারে ভেস্তে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে সমাপ্ত করার জন্যই সানরাইজার্স হায়দ্রাবাদ আজকের ম্যাচ ভেস্তে গেলেও রাজস্থান রয়্যালসের আগে তারাই করবে কোয়ালিফাই।

Read More: SRH vs RR, 2nd Qualifier, Dream 11 Prediction in Bengali: ফাইনালে পা রাখার যুদ্ধে মুখোমুখি হায়দ্রাবাদ-রাজস্থান, ফ্যান্টাসি ক্রিকেটে সম্ভাব্য সুপারস্টারদের চিনুন এক ক্লিকেই !!

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে আজকের ম্যাচ

Rajasthan Royals, ipl 2024
Rajasthan Royals | Image: Getty Images

আজকের ম্যাচটি (SRH vs RR) হতে চলেছে চেন্নাইয়ের চিপকে। চলতি আইপিএলে তুলনামূলক ভাবে ধীরগতির পিচ দেখা গিয়েছে এখানে। ধীরগতির উইকেটে স্পিনাররা হতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটি ৭নম্বর পিচে খেলা হতে চলেছে। ধারের পিচে খেলাটি সংঘটিত হওয়ার কারণে মাঠের একদিকে ছোট ও একদিকে বড় হতে চলেছে। দুই দলেই আক্রমণাত্মক ব্যাটসম্যান দেখা যাবে তাই পাওয়ার প্লের ফায়দা তুলতে পারলেই ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

আজ চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। সকালের দিকে সর্বাধিক ৩৬ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান ছিল খেলা চলাকালীন কিছুটা তাপমাত্রা কমে ২৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসবে এই সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের ম্যাচে ৬০ শতাংশ আপেক্ষিক আদ্রতা দেখা যাবে যদিও বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই , কেবলমাত্র ১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Read Also: IPL 2024, SRH vs RR, 2nd Qualifier: সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে যাওয়াই লক্ষ্য রাজস্থানের, সঞ্জুদের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *