স্বপ্ন ভঙ্গ হলো বিরাট কোহলিদের। আইপিএল ২০২৪’এর (IPL 2024) এলিমিনেটরে রাজস্থান ও ব্যাঙ্গালুরুর ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো কোহলিদের। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রাজস্থান রয়্যালস দলের অধীনয়ায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ব্যাঙ্গালুরু দলের হয়ে ওপেনিং করতে আসেন ক্যাপ্টেন ফাফ ও বিরাট কোহলি।
১৭২’রানে শেষ হয় ব্যাঙ্গালুরুর ব্যাটিং
মেগা ম্যাচে ১৪ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন ফফ। ফফ আউট হতে ব্যাটিং করতে আসেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। গ্রিনের সঙ্গে একটি ছোট্ট পার্টনারশিপ হওয়ার পর চাহলের ফ্লাইটেড বল দেখে লোভ সামলাতে পারেননি কোহলি এবং ছক্কা হাঁকানোর প্রচেষ্টায় হারান নিজের উইকেট।
২৪ বলে ৩৩ রান বানান বিরাট।
ব্যাঙ্গালুরুর নতুন নম্বর ৩ আজকের ম্যাচে ২১ বলে ২৭ রান বানিয়র প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে আজকেও ফর্ম দেখালেন রজত পতিদার (Rajat Patidar), সর্বাধিক ২২ বলে ৩৪ রান বানান তিনি। তবে আজকের ম্যাচেও ফ্লপ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)
বানান ফেলেন ক্যামেরুন গ্রিন। দলের সর্বাধিক ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন রজত পতিদার (Rajat Patidar)। পাশাপাশি আজকেও আবার একবার শূন্য রানে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অশ্বিনের বলে প্রথম বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ধ্রুব জুড়েলের কাছে ক্যাচ তুলে দেন তিনি। মহিপাল লোমরার ৩২, কার্তিক (১১), স্বপ্নীল (৯) ও কর্ন শর্মার (৫) রানের দৌলতে ব্যাঙ্গালুরু দল ১৭২ রান বানাতে সক্ষম হয়েছে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছালো রাজস্থান
রান তাড়া করতে এসে, ১৫ বলে ২০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন টম কোহলার-ক্যাডমোর। আজকের ম্যাচে কিছুটা ফর্ম দেখালেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৩০ বলে ৮টি চারের বিনিময়ে ৪৫ রান বানিয়েছেন তিনি। ক্যাপ্টেন স্যামসনের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১৭ রান। পাশাপশি, রিয়ান পরাগ দলের হয়ে ২৬ বলে ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেলেন ও শিমরণ হিটমায়ার ১৪ বলে ২৬ রানের দ্রুত ইনিংস খেলেন ও ৮ বলে ২টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১৬ রান বানিয়ে দলের হয়ে বড় জয় সুনিশ্চিত করলেন রভম্যান পাওয়েলে (Rovman Powell)। ৬ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো রাজস্থান।