আজ আইপিএলের (IPL 2024) গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালস (RR)। চলতি মৌসুমে দুই দল আইপিএল ২০২৪ এর প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছে। তবে এখনও পর্যন্ত কোন দল প্রথম কোয়ালিফায়ার খেলবে তা এই ম্যাচের পরেই বোঝা যাবে। আজকের ম্যাচটি কলকাতা দলের কাছে খুব গুরুত্বপূর্ণ না হলেও ম্যাচটি রাজস্থান রয়্যালসের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতাকে হারাতে পারলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সমাপ্ত করবে রাজস্থান রয়্যালস।
আর দ্বিতীয় স্থানে সমাপ্ত করলে প্রথম কোয়ালিফায়ারে আবার একবার কলকাতার বিরুদ্ধে খেলতে হবে তাদেরকে। দুই দল চলতি মৌসুমে আগে একবার মুখোমুখি হয়েছে। যে ম্যাচে কলকাতা দল প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত প্রদর্শন দেখিয়েছিল। এমনকি অপ্রত্যাশিত ভাবে কলকাতা দলের ওপেনার ব্যাটসম্যান সুনীল নারায়ণের (Sunil Narine) ব্যাট থেকে অসাধারণ একটি শতরান দেখা গিয়েছিল। ৫৬ বলে ১৩ টি চার এবং ৬টি ছক্কার বিনিময়ে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সুনীল নারায়ন (Sunil Narine)।
পাশাপাশি বাকি ব্যাটসম্যানদের সহযোগে নির্ধারিত কুড়ি ওভারে ২২৩ সাল বানাতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। অবশ্য এই রান তাড়া করতে এসে সহজেই জিতে যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজস্থান দলের ওপেনার ব্যাটসম্যান জস বাটলারের (Jos Buttler) ব্যাট থেকে মৌসুমে তার দ্বিতীয় শতরানটি এসেছিল। ৬০ বলে ন’টি চার ও ছয়টি ছক্কার বিনিময়ে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে রাজস্থানকে জয়ের পথ দেখান তিনি।
Read More: IPL 2024: “এটা ঈশ্বরের অভিপ্রায়…” যশ দয়ালের দুরন্ত প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত রিঙ্কু সিং !!
RR vs KKR, MATCH 70, PITCH and WEATHER REPORT
আজকের ম্যাচটি গুয়াহাটির বাসরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠের কথা বলতে গেলে, গত ম্যাচেও রাজস্থান এই মাঠে তাদের শেষ ম্যাচ খেলেছিল পাঞ্জাবের বিরুদ্ধে। ওই ম্যাচে বেশ ধীরগতির উইকেট লক্ষ্য করা গিয়েছিল, ২ ইনিংসে কোনো দল ১৫০ রানের গন্ডি টপকাতে পারেনি। যে কারণে আজকেও মনে হচ্ছে ধীরগতির উইকেট দেখা যাবে এবং আজকের উইকেটে স্পিন বোলারদের পক্ষে সুবিধা দেখতে পাওয়া যাবে।
আজ গুয়াহাটিতে সর্বাধিক ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। ৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং ৯০% আপেক্ষিক আদ্রতার পাশাপশি ৯০% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
RR vs KKR, MATCH 70 দুই দলের একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (WK), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (C), রিংকু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকুল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার : বৈভব অরোরা, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভারত, শেরফেন রাদারফোর্ড।
রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (C/WK), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভমান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আভেশ খান, নন্দ্রে বার্গার।
ইমপ্যাক্ট প্লেয়ার: যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন, কেশব মহারাজ, শুভম দুবে, ডনোভান ফেরেরা।
RR vs KKR, MATCH 70, ম্যাচের পর ক্যাপ্টেনদের মন্তব্য
শ্রেয়স আইয়ার – আমরা প্রথমে বোলিং করতে চাই, মাত্র সাত ওভারের খেলা। এটাই সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়। আজ অনুকূল ও গুরবাজ দলে সুযোগ পেয়েছেন।
সঞ্জু স্যামসন- আমরাও বোলিং করতে চাইতাম, গত ম্যাচে পিচ শুস্ক ছিল, আজকে কিছুটা আদ্রতা রয়েছে। আমরা শেষ মুহূর্তে দলে পরিবর্তন করলাম, নান্দ্রে বার্গার দলে ফিরেছেন।