IPL 2025: রবিবার দিনের প্রথম হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার। ফলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। রাজস্থানের অধিনায়ক ১৫ রানে আউট হয়ে গেলেও যশস্বী জয়সওয়াল দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাটিংয়ে ভর করে ১৭৩ রানে পৌঁছায় রাজস্থানের প্রথম ইনিংস।
Read More: IPL 2025: “সুযোগ নষ্ট করলো…” বেঙ্গালুরুর বিপক্ষে ১৭৩-এ থামলো রাজস্থান, ‘যথেষ্ট নয়’ বলছে নেটজনতা !!
যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ইনিংস-

আজ ম্যাচে ওপেনিং করতে নেমে যশস্বী প্রথম থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন। প্রথমে তিনি সঞ্জু স্যামসনের সঙ্গে ৪১ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন। সপ্তম ওভারে ক্রনাল পান্ডিয়ার করা বলে রাজস্থান অধিনায়ককে স্টাম্প আউট করে দেন উইকেটকিপার জিতেশ শর্মা। ফলে সঞ্জু মাত্র ১৯ বলে ১৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এরপর রিয়ান পরাগের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জয়সওয়াল। তারা ৩৯ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভরসা দেন। জয়সওয়াল আজ ৪৭ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার ও ২ টি ছয়। ১৬ তম ওভারে জশ হ্যাজেলউডের করা বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এই তরুণ তারকা।
ধ্রুব জুরেলের দুরন্ত লড়াই-

যশস্বী জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পর ধ্রুব জুরেল শিমরান হেটমায়ারের সঙ্গে ২৩ বলে ৪৩ রানের ভরসাযোগ্য পার্টনারশিপ গড়েন। প্রথম ইনিংসে ধ্রুব জুরেল আজ ২৩ বলে ৩৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ২ টি চার ও ২ টি ছয়। এর ফলে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নেয়। হেটমায়ারের ব্যাট থেকে এসেছে ৮ বলে অপরাজিত ৯ রান। অন্যদিকে বেঙ্গালুরুর হয়ে জশ হ্যাজেলউড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল একটি করে উইকেট সংগ্রহ করেছেন।