Rohit

কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি টেস্ট সিরিজ হেরেছেন। ব্যাট হাতেও শিকার অফ ফর্মের। বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) তিনটি টেস্টে ৬.২০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে কেবল ৩১ রান। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে সিডনিতে শেষ ম্যাচটি থেকে সরে দাঁড়াতে হয়েছিলো খোদ ভারত অধিনায়ককে। খাদের কিনারে পৌঁছে যাওয়া রোহিত (Rohit Sharma) এই মুহূর্তে উপায় খুঁজছেন ঘুরে দাঁড়ানোর। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটেও ফিরেছিলেন তিনি। এক দশক পর গায়ে চাপান মুম্বই রঞ্জি দলের জার্সি। কিন্তু লাভ হলো না কিছুই। প্রথম শ্রেণির ক্রিকেটেও ব্যর্থতা পিছু ছাড়লো না তাঁর। ফিরতে হলো খালি হাতেই।

Read More: IND vs ENG: “ধারাবাহিক ভাবে প্রদর্শন…” ইংল্যান্ডকে প্রথম T20 ম্যাচে হারিয়ে খুশি ক্যাপ্টেন স্কাই, করলেন এই মন্তব্য !!

মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে প্যাট কামিন্সের (Pat Cummins) নির্বিষ শর্ট পিচ বল’কে অহেতুক পুল করতে গিয়ে আউট হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচেও ঠিক একইভাবে উইকেট ছুঁড়ে এলেন তিনি। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ওপেন করতে নেমেছিলেন রোহিত। তরুণ বাম হাতি শুরুতেই আউট হওয়ায় দলের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর দায়িত্ব ছিলো হিটম্যানের কাঁধে। কিন্তু তা পালনে সম্পূর্ণ ব্যর্থ তিনি। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরেই বলটি রেখেছিলেন উমর নাজির মীর (Umar Nazir Mir)। তাকে অনসাইডে পুল করতে চেষ্টা করেন রোহিত (Rohit Sharma)। সঠিক সংযোগ ঘটাতে পারেন নি। ব্যাটের উপরের দিকে লেগে আকাশে উঠে যায় বল। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেন নি পরশ ডোগরা (Paras Dogra)।

১৯ বল খেলে আজ রোহিত (Rohit Sharma) সাজঘরে ফিরলেন ৩ রান করে। তাঁর ব্যর্থতার পর সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। জম্মু-কাশ্মীরের মত দ্বিতীয় সারির রঞ্জি দলের বিরুদ্ধেও যদি রান করতে না পারেন তিনি, তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) কি করে ভালো পারফর্ম্যান্স আশা করা যাবে তাঁর থেকে? প্রশ্ন তুলেছেন ক্রিকেটজনতা। ‘আজ নিজেকে এভাবে অসম্মান কোরো না রোহিত, অনেক হয়েছে অবসরের কথা ভাবো,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক ‘বিরক্ত’ নেটিজেন। ‘এভাবে দিনের পর দিন কেরিয়ারকে টেনে নিয়ে গিয়ে নিজের লেগ্যাসিকে ছোটো করছে রোহিত,’ মন্তব্য আরেকজনের। ‘রঞ্জিতে সুবিধা করতে পারছে না। আন্তর্জাতিক ক্রিকেটে কি করবে? ফুরিয়ে গিয়েছে রোহিত,’ এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছেহ কিংবদন্তি তারকা, মত অনেকেরই।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: CT 2025: “BCCI-কে ধন্যবাদ…” চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়ে অকপট যোগরাজ, আশাবাদী রোহিত-কোহলিদের নিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *