rohit-virat-set-to-retire-from-test

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানাতে পেরেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্টে তাঁদের কেরিয়ারের অন্তিম অধ্যায়টা তেমন বর্ণময় না হওয়ারই আশঙ্কা করছে ক্রিকেটজনতা। চলতি অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন দু’জনেই। কোহলি (Virat Kohli) এর আগে চারটি টেস্ট খেলেছেন। সাত ইনিংসের মধ্যে ছয়টিতে ২০’র গণ্ডী পেরোতে পারেন নি। আর রোহিতের পরিসংখ্যান আরও খারাপ। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে পাঁচ ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ৩১। ব্যাটিং গড় ৬.২০। বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) ইতিপূর্বে ভারতের জার্সিতে যাঁরা এক থেকে সাত নম্বরের মধ্যে ব্যাটিং করেছেন, তাঁদের মধ্যে কেউ এত খারাপ ব্যাটিং গড় বজায় রাখেন নি। অনন্ত চাপের মুখে রয়েছেন দুই কিংবদন্তি। বাধ্য হয়েই সরে দাঁড়াতে হতে পারে তাঁদের।

Read More: IND vs AUS 5th Test: সিডনি টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, কনফার্ম করলেন খোদ কোচ গম্ভীর !!

অফ ফর্মের অন্ধকারে রোহিত-বিরাট-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

২০১৬ থেকে ২০১৯-এই চার বছর লাল বলের ফর্ম্যাটে অসামান্য পারফর্ম করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটিং গড় ছিলো যথাক্রমে ৭৫.৯৩, ৭৫.৬৪, ৫৫.০৮ ও ৬৮.০০। ছবিটা বদলে গিয়েছে এরপর থেকেই। ২০২০-২৪ এই সময়কালে মুখ থুবড়ে পড়েছে তাঁর ব্যাটিং পরিসংখ্যান। পাঁচ বছরের মধ্যে একমাত্র ২০২৩-এ ছন্দে ফেরার আশা জাগিয়েছিলেন কোহলি (Virat Kohli)। ৮ টেস্টে ৫৫.৯১ গড়ে করেন ৬৭১ রান। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। ২০২৪-এই তাঁর ব্যাটিং গড় নেমে এসেছে ২৪.৫২তে। ১০টি টেস্ট খেলে করেছেন ৪১৭ রান। শতরান মাত্র ১টি, অর্ধশতকের সংখ্যাও ১। চলতি অস্ট্রেলিয়া সফরেও ব্যাট হাতে বেশ সমস্যার সম্মুখীন তিনি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে বারবার হারিয়ে এসেছেন উইকেট। ২০২৫-এর শুরুতে ফর্মের উন্নতি ঘটানোই বড় চ্যালেঞ্জ এখন বিরাটের সামনে।

রোহিতের (Rohit Sharma) ক্ষেত্রেও ছবিটা বিশেষ আশাব্যঞ্জক নয়। তাঁর টেকনিক, ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অ্যাডিলেড, ব্রিসবেনে ইনস্যুইং সামলাতে সমস্যায় পড়েছিলেন। মেলবোর্নে যেভাবে প্যাট কামিন্সের নির্বিষ বলে ক্যাচ তুলে এলেন তাতে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) অবধি হতাশ। এক সাক্ষাৎকারে তিনি ষ্পষ্ট জানিয়েছেন যে কেরিয়ার নিয়ে ভাবার সময় এসেছে রোহিতের। “সিরিজ শেষ হলে রোহিত শর্মাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। টপ-অর্ডারে খেলার ক্ষেত্রে আমার মনে হয় ওর ফুটওয়ার্ক আগের মত নেই। অনেকবারই শট খেলতে বেশ দেরী করে ফেলছে।” ২০২৪-এ কোহলির মত রোহিতেরও (Rohit Sharma) ব্যাটিং গড় ২৫-এর নীচে। ১৪ টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৬১৯ রান। শেষ ১৫টি ইনিংসে একবারও পঞ্চাশের গণ্ডী পেরোতে পারেন নি তিনি। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর কেরিয়ারের মেয়াদ নিয়েও।

সিডনি হতে পারে অন্তিম পরীক্ষা-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

এই মুহূর্তে রোহিত শর্মা’র (Rohit Sharma) বয়স ৩৮ পেরিয়েছে। গত নভেম্বরে ৩৬ সম্পূর্ণ করেছেন বিরাট’ও। নিজেদের ভুলত্রুটি শুধরে লাল বলের ক্রিকেটে আদৌ তাঁরা সেরা ছন্দে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। অবসরের পরামর্শও দিচ্ছেন অনেকে। রোহিতের সাথে নাকি ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি খেলার ব্যাপারে সবুজ সংকেত চেয়েছেন তিনি। তার পর সরে দাঁড়াতে চান হিটম্যান। আপাতত জানা গিয়েছে যে কোহলির’ও (Virat Kohli) ফোকাসে লর্ডসের ফাইনাল’ই। তবে সেই ছাড়পত্র পেতে হলে সিডনিতে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে ভারতকে। যদি দুজনেই ব্যর্থ হন এসসিজি’তে আর ভারত পরাজিত হয় ম্যাচে, তাহলে সিডনিতেই সম্ভবত টেস্টের আঙিনায় শেষ হবে দুই কিংবদন্তির পথচলা। আগামী জুনের ইংল্যান্ড সফরে তাঁদের ছাড়াই যাবে ভারত।

Also Read: শেষ টেস্টে ফিরছেন চেতেশ্বর পূজারা, দল নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন কোচ গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *