rohit-virat-not-in-bcci-world-cup-plan
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ভারত। বার্বাডোজের মাঠে দাঁড়িয়েই কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেদিনই সাংবাদিক সম্মেলনে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। এরপর ২০২৫-এর মে’তে মাত্র পাঁচ দিনের ব্যবধানে টেস্ট থেকেও অবসর নেন দুই মহারথী। ৭ তারিখ ইন্সটাগ্রাম স্টোরিতে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রোহিত। ১২ তারিখ বিদায় নেন বিরাট। শুধুমাত্র ওয়ান ডে’তে ফোকাস করার সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২৩-এ বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা ২০২৭-এ মিটিয়ে যে ব্যাট-গ্লাভস চিরতরে তুলে রাখতে চান, তা স্পষ্ট ছিলো সেই পদক্ষেপেই। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে তাঁদের পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে খোদ বিসিসিআই। আগামী ওয়ান ডে বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানো হবে কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত কর্তারা।

Read More: Asia Cup 2025: এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার, ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে শুভমান-যশস্বীরাও !!

বয়স বড় বাধা রোহিত-কোহলির জন্য-

Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

ইতিমধ্যেই ৩৮ পেরিয়ে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট’ও (Virat Kohli) ৩৬ ছুঁয়েছেন গত বছরের মার্চে। ২০২৭-এর নভেম্বরে যখন দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে বিশ্বকাপ ততদিনে ৪০ পেরিয়ে যাবেন হিটম্যান। ৩৯-এর দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন কোহলিও (Virat Kohli)। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য পর্যাপ্ত ফিটনেস বজায় রাখতে পারবেন তাঁরা? নিশ্চিত নয় বিসিসিআই। এছাড়া তাঁদের পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিসের অভাবও চিন্তায় রেখেছে কর্তাদের। গত মার্চে শেষবার দেশের হয়ে খেলেছেন তাঁরা। আইপিএলের পর থেকে রয়েছেন অখণ্ড অবসরে। অগস্টে বাংলাদেশ সফর থাকলে তিনটি ওয়ান ডে খেলার সুযোগ পেতেন। কিন্তু তা ভেস্তে যাওয়ায় পিছিয়ে গিয়েছে তাঁদের প্রত্যাবর্তন’ও। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন দু’জনে।

অস্ট্রেলিয়া সফরের পর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। ২০২৬-এর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে তিনটি ম্যাচ। এরপর ওয়ান ডে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই জুলাইতে। ২০২৬-এর বাকি অংশে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে আরও সাকুল্যে ৯টি একদিনের ম্যাচ রয়েছে ‘মেন ইন ব্লু’র। সারা বছরে এত অল্প সংখ্যক ম্যাচ খেলে আদৌ বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের প্রস্তুতি সম্ভব কিনা তা নিয়েও চিন্তা রয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থার অভ্যন্তরে। এমতাবস্থায় রোহিত (Rohit Sharma) ও বিরাটকে (Virat Kohli) ধীরে ধীরে ক্রিকেটের মূলস্রোত থেকে সরিয়ে দিয়ে তরুণদের উপর আস্থা রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন কেউ কেউ। টি-২০তে সেই নীতি নিয়ে সফল হয়েছে দল, এবার ওয়ান ডে’তেও  একই পদক্ষেপ নিতে চাইছে তারা।

বিজয় হাজারে খেলবেন দুই তারকা ?

Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

রোহিত (Rohit Sharma) ও বিরাটের (Virat Kohli) ওয়ান ডে ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা যে রয়েছে তা মেনে নিয়েছেন এক বোর্ড কর্তা। PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “হ্যাঁ, বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমাদের হাতে বিশ্বকাপের জন্য আরও দুই বছর সময় রয়েছে (২০২৭-এর নভেম্বর)। (বিরাট) কোহলি ও রোহিত (শর্মা)- দু’জনেই ৪০-এর দ্বারপ্রান্তে পৌঁছে যাবে তখন। তাই বড় প্রতিযোগিতার জন্য আমাদের একটা স্পষ্ট পরিকল্পনা থাকা দরকার, কারণ আমরা ২০১১তে শেষবার (বিশ্বকাপ) জিতেছি। এই সময়ের মধ্যে আমাদের বেশ কয়েকজন তরুণকে পরখ করে দেখে নিতে হবে।”  তবে সূত্রের খবর তাঁদের একেবারে বাদ দিয়ে দেওয়া হবে না। বরং যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া মারফত জানা গিয়েছে যে ফিটনেস ও ম্যাচ প্র্যাক্টিস বজায় রাখার জন্য বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারেন দুই মহারথী।

Also Read: Asia Cup 2025: এশিয়া কাপের আগে বড়ো চমক, আবারও একসঙ্গে গম্ভীর-ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *