World Cup 2023: গত ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছিলো বিশ্বকাপ (ICC World Cup 2023)। দেড় মাসের দীর্ঘ যাত্রাপথ শেষে সেই আহমেদাবাদের মাঠেই সমাপ্ত হলো ক্রিকেটের মহোৎসব। মাঠ একই থাকলেও শুধু বদলে গিয়েছিলো যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর ফাইনালে সম্মুখসমরে নামতে দেখা গেলো ভারত ও অস্ট্রেলিয়াকে। অজিরা বিশ্বকাপের যাত্রাপথের সূচনাটা করেছিলো জোড়া হার দিয়ে। প্রথমে টিম ইন্ডিয়া এবং পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়ে একটা সময় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়েছিলো প্যাট কামিন্সের দল। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা আর ভারতকে হারিয়েই খেতাব হাতে তুলে নিলো হলুদ জার্সিধারীরা।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। যে সহজাত আগ্রাসন নিয়ে গত বেশ কয়েকটি ম্যাচে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলো ওপেনিং জুটি। কিন্তু আজ শুভমান গিল দ্রুত আউট হওয়ায় মুখ থুবড়ে পড়ে সেই পরিকল্পনা। রোহিতের ৪৭, বিরাটের ৫৪ এবং কে এল রাহুলের ৬৬ রানের সুবাদে ২৪০ অবধি কোনোক্রমে পৌঁছেছিলো ভারত। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় বেশ বেকায়দায় ছিলো অজিরাও। ৪৭ রানের মধ্যে তারা হারিয়েছিলো ৩ উইকেট। কিন্তু শেষমেশ চাপ বজায় রাখতে পারেন নি শামি-বুমরাহ’রা। ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনের সুবাদে ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিয়ে আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার জনতাকে হতাশার সাগরে ডুবিয়ে দিলো অজিব্রিগেড।
Read More: World Cup 2023: “এই আক্ষেপ সহজে যাবে না…” তীরে এসে ফের ডুবলো তরী, টিম ইন্ডিয়ার যন্ত্রণায় সামিল নেটজনতাও !!
যন্ত্রণাবিদ্ধ বিরাট-রোহিতের চোখে জল-

এবারের বিশ্বকাপটা টিম ইন্ডিয়া বড় বেশী করে জিততে চেয়েছিলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য। নিঃসন্দেহে সাদা বলের ক্রিকেটে দুজনের ভারতের সর্বকালের সেরাদের তালিকায় উপরের দিকে থাকবেন। কোহলি বিশ্বকাপ জিতেছেন ঠিকই, কিন্তু তা নিতান্তই একজন তরুণ তুর্কি হিসেবে। দলের দায়িত্বভার কাঁধে নিয়ে বিশ্বকাপ জেতানোর যে অনুভূতি, তা উপভোগ করা হয় নি তাঁর। অন্যদিকে রোহিত বাদই পড়েছিলেন ২০১১ সালের টুর্নামেন্ট থেকে।বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসির উদাহরণ টেনে তিনি বুঝিয়েছিলেন কেরিয়ারের শেষ পর্যায়ে এসে বিশ্বজয়ের সোনালী সাফল্য কতটা গভীর ভাবে চাইছেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেলো তাঁর কাছে। আধুনিক ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে একসাথে ট্রফি হাতে উদযাপন করতে দেখার যে স্বপ্ন লালন করছিলেন সমর্থকেরা, তাও বাস্তবায়িত হলো না।
বিরাট-রোহিত, সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন দুজনেই। টুর্নামেন্টে ৭৬৫ রান করলেন কোহলি। শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশী রানের মালিক হলেন। ৩টি শতরান এবং ৯টি ৫০+ রান করেছেন তিনি। এও এক রেকর্ড।অন্যদিকে ডাকাবুকো ইনিংস খেলে রোহিতও বুঝিয়ে দিয়েছেন, নিজের থেকে দলের সাফল্যই তাঁর কাছে আগে। কিন্তু দিনের শেষে যাবতীয় প্রয়াস, আত্মত্যাগের বদলে ট্রফি ধরা দিলো না তাঁদের হাতে। পদকের রঙ রয়ে গেলো রূপোলী। ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার বিশ্বজয় নিশ্চিত হতেই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরেছিলো বিরাটকে। যন্ত্রণাক্লিষ্ট চোখে তাকিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’, এক দুই ফোঁটা জলও সম্ভবত বাসা বেঁধেছিলো চোখের কোণে। একই কথা সত্যি রোহিতের ক্ষেত্রেও। থমথমে মুখ নিয়ে জয়ী দলের সদস্যদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে। বিশ্বকাপের শেষে এসে ট্র্যাজিক নায়ক হয়েই রয়ে গেলেন ভারতের ‘হিটম্যান।’