Team India: মসনদ থেকে সরছেন হার্দিক, টি-২০ বিশ্বকাপের জন্য অধিনায়ক বেছে নিলো BCCI !! 1

Team India: ২০২৩ সালে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলো ভারতীয় দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দাপটের সঙ্গে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে টানা দশ ম্যাচ জিতে পা রেখেছিলো ফাইনালে। কিন্তু শেষমেশ খেতাবী যুদ্ধে ফের একবার মুখ থুবড়ে পড়তেই হয় ভারতকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে স্বপ্ন ভাঙে বিরাট-রোহিতদের। ২০১১ সালে ভারতের মাটিতেই নিজেদের শেষ বিশ্বকাপ জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ সেই সাফল্যের পুনরাবৃত্তি আর করে ওঠার সুযোগ পায় নি দল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যে আইসিসি খেতাব জয়ের খরা জাঁকিয়ে বসেছে টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে, ২০২৩-এ এসেও তা থেকে মিললো না মুক্তির পথ।

২০২৩-এর ব্যর্থতাকে পিছনে ফেলে ২০২৪-এ নতুন উদ্যমে সাফল্যের সরণিতে হাঁটতে চায় ভারতীয় শিবির। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করছে তারা। কুড়ি-বিশের ফর্ম্যাটে ২০০৭-এর পর থেকে বিশ্বকাপ খেতাব আসে নি। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতছাড়া হয়েছে ট্রফি। ২০১৬ বা ২০২২-এ সেমিফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতে। এবারে খেতাব জিততে মরিয়া ভারতীয় শিবির কুড়ি-বিশের বিশ্বকাপকে  (T20 World Cup 2024) মাথায় রেখে বিশেষ পরিকল্পনা নিয়েছে। ২০২২-এর টুর্নামেন্টের পর থেকেই তরুণ মুখদের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আঙিনার সাথে তাঁদের পরিচয় করিয়ে দেওয়ার কাজ করেছেন জয় শাহ, রজার বিনি’রা। টুর্নামেন্টে দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও এখন তা কেটে যাওয়ার পথে।

Read More: নতুন বছরে সাফল্যের সন্ধানে মাঠে টিম ইন্ডিয়া, দেশে-বিদেশে রয়েছে একঝাঁক জমজমাট সিরিজ !!

রোহিত’ই নেতা টি-২০ বিশ্বকাপে-

Rohit Sharma | Team India | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের টি-২০ দলে দেখা গিয়েছিলো আমূল পরিবর্তন। রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুলদের মত সিনিয়র ক্রিকেটারদের সরিয়ে দেওয়া হয়েছিলো ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। বদলে সুযোগ দেওয়া হয় ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিং-দের। রোহিতের অবর্তমানে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষের বিরুদ্ধে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অনেকেই মনে করেছিলো গুজরাত টাইটান্সকে আইপিএল ট্রফি জেতানো হার্দিকই হতে চলেছেন টি-২০ ক্রিকেটে দেশের পূর্ণ সময়ের অধিনায়ক।

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ম্যাচে হার্দিক গোড়ালিতে চোট পাওয়ার পর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়কত্বের ভার দিয়েছিলো বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতেন তিনি। ড্র করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হার্দিক না সূর্য? আসন্ন মেগা টুর্নামেন্টে কে যাবেন ভারতের জার্সিতে টস করতে? প্রশ্ন ঘুরছিলো গত কয়েকদিন ধরে। ইনসাইড স্পোর্ট সূত্রে জানা গিয়েছে যে হার্দিক বা সূর্যকুমার (Suryakumar Yadav), টি-২০ বিশ্বকাপে দুজনের কারও কাঁধেই নেতৃত্বভার তুলে দিতে রাজী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং অভিজ্ঞ রোহিত শর্মাকেই (Rohit Sharma) টি-২০তে ফেরানোর পক্ষপাতী তাঁরা।

এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, “আমাদের সাথে রোহিতের দীর্ঘ কথাবার্তা হয়েছে। ও টি-২০ বিশ্বকাপ দলকে নেতৃত্ব দিতে তৈরি।” এর আগে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো রোহিত নাকি বোর্ডকে জানিয়েছেন যে তাঁকে বাদ দিয়ে টি-২০ দল ভাবা হলে তাঁর আপত্তি নেই। তবে বিসিসিআই যে সেই পথে হাঁটছে না তা বর্তমানে পরিষ্কার। চলতি জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। সেখানেই নেতার আসনে রোহিতের প্রত্যাবর্তনের সম্ভাবনার কথাও ইনসাইড স্পোর্ট’কে জানিয়েছেন জনৈক বিসিসিআই কর্তা।

Also Read: Team India: চোটের জন্য আইপিএলের পাশাপাশি টি-২০ বিশ্বকাপের বাইরে হার্দিক পান্ডিয়ার, অধিনায়কত্ব ফিরছে ফের রোহিতের হাতেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *