rohit-to-lead-india-in-england-series
Rohit Sharma | Image: Getty Images

Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্স টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে দৌড় শুরু করেছিলো তারা। এরপর পাকিস্তানের বিরুদ্ধেও ছিনিয়ে নেয় জয়। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড। ৪৪ রানের ব্যবধানে জিতে গ্রুপ শীর্ষে জায়গা করে নেয় ‘মেন ইন ব্লু,’ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফাইনালে আরও একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিলো ভারতকে। দ্বিতীয় বারও ভারতের অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরতে পারে নি ব্ল্যাক ক্যাপসরা। প্রথমে ব্যাটিং করে ২৫১ রান তোলে তারা। রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কঠিন পিচে তাঁর ৮৩ বলে ৭৬ রানের জমজমাট ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় । গত কয়েক মাস রোহিতের ফর্ম নিয়ে বিস্তর জলঘোলা চলেছে ক্রিকেটমহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সমালোচকদের জবাবটা ব্যাট হাতেই দেন তিনি।

Read More: IPL 2025: হার্দিকের জন্য কাল হয়ে উঠলেন এই তারকা, মুম্বাইয়ের নেতৃত্বে আসছেন জাতীয় দলের অধিনায়ক !!

সাফল্য পদ বাঁচালো রোহিতের-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিলো টিম ইন্ডিয়া। ২০১২’র পর প্রথমবার ঘরের মাঠে লাল বলের ফর্ম্যাটে কোনো সিরিজ হাতছাড়া হয়েছিলো ভারতের। “১২ বছরে একবার তো হতেই পারে,” সাংবাদিক সম্মেলনে বেশ অসহায়ই শুনিয়েছিলো অধিনায়ক রোহিতকে (Rohit Sharma)। ব্যর্থতার ছবিটা বদলায় নি অস্ট্রেলিয়ার মাটিতেও। বর্ডার-গাওস্কর ট্রফিতেও মুখ থুবড়ে পড়ে দল। নেতৃত্বের ভুলচুকের পাশাপাশি রোহিতকে ভুগিয়েছিলো অফ ফর্ম’ও। তিন টেস্টে মাত্র ৩১ রান করেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৬.২০। এমতাবস্থায় কার্যত বাধ্য হয়ে সিডনিতে পঞ্চম টেস্ট থেকে সরে দাঁড়ান রোহিত (Rohit Sharma)। তাঁর প্রায় দুই দশকের কেরিয়ারে পূর্ণচ্ছেদ কি পড়লো ব্যাগি গ্রিনদের বিপক্ষেই? উঠতে শুরু করেছিলো প্রশ্ন। নানা মহল থেকে কটাক্ষ, কটূক্তিও উড়ে এসেছে গত কয়েক মাসে। ফর্ম নিয়ে প্রশ্ন ঊঠেছে, ফিটনেস নিয়েও রোহিতকে কাঠগড়ায় তুলেছিলেন কেউ কেউ।

ভারতীয় দলের ব্যর্থতায় নড়েচড়ে বসেছিলো বিসিসিআই-ও। অস্ট্রেলিয়া সফর শেষে রীতিমত জবাবদিহি চাওয়া হয় বোর্ডের তরফ থেকে। মুম্বইতে ‘রিভিউ মিটিং’-এ অধিনায়ক রোহিতের (Rohit Sharma) সাথে উপস্থিত ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকার’ও। সেখানে পরবর্তী নেতা নির্বাচন নিয়েও আলোচনা হয়। টেস্টে বুমরাহ ও সাদা বলের দুই ফর্ম্যাটে হার্দিক অথবা শুভমানের নাম ভাসতে শুরু করেছিলো ক্রিকেটমহলে। অনন্ত চাপের মুখে পড়েও ভেঙে পড়েন নি রোহিত (Rohit Sharma)। বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল’কে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৪-এর জুনে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো টিম ইন্ডিয়া। মাস নয়েকের মধ্যেই এলো দ্বিতীয় সাফল্য। ‘ক্যাপ্টেন রোহিত’-এর পারফর্ম্যান্স নেতৃত্ব নিয়ে দ্বিতীয় বার ভাবতে বাধ্য করেছে বিসিসিআই-কে। সাদা বলের সাফল্যের সৌজন্যে টেস্ট দলের পদ’ও সম্ভবত ধরেই রাখছেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক থাকছেন রোহিত-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

আগামী ২০ জুন থেকে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে ‘মেন ইন ব্লু’র,। মাসখানেক আগেও জোর গুঞ্জন ছিলো যে রোহিতকে (Rohit Sharma) সরিয়ে পাকাপাকি ভাবে জসপ্রীত বুমরাহকেই লাল বলের ফর্ম্যাটে অধিনায়ক নির্বাচন করা হবে। এমনকি ওপেনার হিসেবেও রোহিতকে ইংল্যান্ডগামী বিমানে জায়গা দিতে রাজী ছিলেন না অনেক বিশেষজ্ঞই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফল পালটে দিয়েছে যাবতীয় ধারণা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আসন্ন সিরিজে অধিনায়ক বদলের পক্ষপাতী নয় বিসিসিআই। রোহিতের (Rohit Sharma) হাত ধরেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা করুক ভারত, চাইছেন তাঁরা। ইংল্যান্ড সফর নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে কোচ গম্ভীরেরও। পরিবেশ, পরিস্থিতির সাথে পরিচিত হওয়ার জন্য ক্রিকেটারদের অনেক আগেই ইংল্যান্ড উডে যাওয়ার কথা ভেবেছেন তিনি। সঙ্গী হতে পারেন ভারত-এ দলের।

Also Read: IPL 2025: চিন্তায় সানরাইজার্স হায়দরাবাদ, চোট সারিয়ে কি ফিরবেন নীতিশ কুমার রেড্ডি?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *