টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিত শর্মা, সোশ্যাল মিডিয়া পোস্টে আভাস দিলো খোদ ICC !! 1

২০২৩-এ ভারতের মাটিতে সাফল্যের সঙ্গে ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। ২০২৪-এ তাদের ‘ইভেন্ট ক্যালেন্ডারে’ রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নবরূপে সজ্জিত টুর্নামেন্ট আয়োজন করে সাড়া ফেলে দিতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এতদিন কুড়ি-বিশের বিশ্বকাপের মূলপর্ব শুরুর ঠিক আগে একটি প্রথম রাউন্ডের খেলা হত। সরাসরি মূলপর্বের যোগ্যতা অর্জন করা আট দলের সাথে সেই প্রথম রাউন্ডের খেলা থেকে যোগ দিত আরও চার দল। বারো দলকে নিয়ে হত সুপার টুয়েলভ পর্বের খেলা। সেই ফর্ম্যাট বদলে যাচ্ছে এবার। বদলে মূলপর্বে অংশ নিতে দেখা যাবে কুড়ি দলকে। সরাসরি অংশ নেওয়া দলগুলির পাশাপাশি আঞ্চলিক যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট থেকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) টিকিট পেয়েছে নেপাল, উগান্ডা, আয়ারল্যান্ডের মত দেশ।

অংশগ্রহণকারী ২০ দলকে পাঁচ দলের চারটি গ্রুপে ভাগ করা হবে গ্রুপের প্রত্যেক দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলতে চলেছে। এরপর গ্রুপ শীর্ষে থাকা দুই দল জায়গা করে নেবে একটি বিশেষ সুপার এইট পর্বে। সেই আট দলকে আব আবার ভাগ করা হবে চার দলের দুটি গ্রুপে। তারাও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নামতে চলেছে সম্মুখসমরে। দুই গ্রুপের দুটি করে সেরা দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে বিজয়ী দুই দেশকে দেখা যাবে খেতাবের দ্বৈরথে। ক্রিকেটের প্রসারের জন্য এই নতুন ফর্ম্যাট কার্যকরী হবে বলে ধারণা আইসিসি’র (ICC)। জুন মাসে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বছরের গোড়াতেই সম্পূর্ণ সূচি প্রকাশ করে দিলো তারা। গতকাল ক্রীড়াসূচির সাথে সাথে টিম ইন্ডিয়ার (Team India) সম্ভাব্য অধিনায়কের নামেরও ইঙ্গিত মিললো আইসিসি’র করা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

Read More: “আমি এখানে খেলতে পছন্দ…” ওপেনিং বা মিডিল অর্ডারে নয় এই পজিশনে ব্যাটিং করতে পছন্দ করেন KL রাহুল !!

একই গ্রুপে ভারত-পাক, সামনে ম্যাচের দিনক্ষণ-

IND vs PAK in T20 World Cup 2024 | Image: Twitter
IND vs PAK in T20 World Cup 2024 | Image: Twitter

ওয়েস্ট ইন্ডিজের ৭টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। গতকাল যে গ্রুপ বিন্যাস সামনে এনেছে আইসিসি, তাতে গ্রুপ-এ’তে রয়েছে ভারত ও পাকিস্তান। সাথে থাকছে আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ-সি’র সদস্য নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি ও গ্রুপ-ডি’তে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। প্রতিবারের মতই সকলের নজর রয়েছে ভারত-পাক (IND vs PAK) মহাম্যাচের দিকে। আইসিসি’র তরফে ইঙ্গিত মিলেছে যে উপমহাদেশের দুই হেভিওয়েট দলের ম্যাচ আয়োজিত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।

ম্যানহ্যাটানের উপকন্ঠে আইজেনহাওয়ার পার্কে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথ উপলক্ষে ৩৪০০০ আসন বিশিষ্ট একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করারও ভাবনা রয়েছে। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী ৯ জুন আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তার আগে ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে থাকছে দ্বিতীয় ম্যাচ। ১২ ও ১৫ তারিখ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। গ্রুপ বিন্যাস দেখে বিশেষজ্ঞদের ধারণা সুপার এইটে পর্বে ভারত ও পাকিস্তানেরই সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। উত্তর আমেরিকার দুই দেশ উপমহাদেশীয় দুই হেভিওয়েটের সামনে বাধা হতে পারে কিনা, নজর থাকবে সেইদিকে।

ভারতের নেতা কে? আভাস দিলো আইসিসি-

Rohit Sharma | T20 World Cup 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) টিম ইন্ডিয়া কি স্ট্র্যাটেজি নেবে? জল্পনা চলছে ক্রিকেটমহলে। ২০২২-এর কুড়ি-বিশ্বের বিশ্বখেতাব হাতছাড়া হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড় ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অব্যাহতি দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের মত সিনিয়র তারকাদের। বদলে একঝাঁক নতুন মুখকে সুযোগ দিয়ে আন্তর্জাতিক আঙিনার সাথে পরিচিত হয়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে। টি-২০ বিশ্বকাপে সেই সিনিয়রদের কি আবার ফেরানো হবে? নাকি তারুণ্যেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট? উত্তরের অপেক্ষায় সকলে। রোহিতের অবর্তমানে নেতৃত্বভার সামলাতে দেখা গিয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এছাড়াও সূর্যকুমার যাদব, এমনকি জসপ্রীত বুমরাহ’ও গত দেড় বছরে ভারতকে নেতৃত্ব দিয়েছেন টি-২০তে। শেষ অবধি বিশ্বকাপে নেতা কে হবেন, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই কারও কাছে।

দিনকয়েক আগেও জানা গিয়েছিলো রোহিত শর্মা (Rohit Sharma) নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি-২০ ক্রিকেটে তাঁকে বাদ দিয়ে দল ভাবা হলে আপত্তি নেই তাঁর। কিন্তু সম্প্রতি ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত খবর। বোর্ড নাকি টি-২০ প্রত্যাবর্তনে রাজী করিয়েছে রোহিতকে। নেতা হিসেবেও হার্দিকের (Hardik Pandya) আগ্রাসন নয়, বরং রোহিতের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা। দৌড়ে নেই সূর্যকুমার যাদব। আগামী আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হলে ধোঁয়াশা কাটবে অনেকখানি, তবে তার আগে আইসিসি’র বিশ্বকাপ সূচি সম্পর্কীত পোস্টেই অধিনায়কত্ব প্রশ্নের উত্তর মিললো অনেকখানি। পোস্টারে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিদের সাথে ভারতের জার্সিতে দেখা গিয়েছে রোহিতকে। ক্রিকেট নিয়ামক সংস্থার পোস্ট দেখে অনেকেই হিটম্যানের প্রত্যাবর্তনের ব্যাপারে নিশ্চিত।

দেখুন আইসিসি’র পোস্ট’টি-

Also Read: ICC T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন কবে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত !!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *