আবারও রোহিতকে নিয়ে ছেলেখেলা MI'এর, হার্দিকের সামনে করতে হবে ‘জি স্যার’ !! 1

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) নাম মানেই এক আলাদা আবেগ। বিশেষ করে শেষ দুটি আইসিসি ট্রফি জেতার পর রোহিত শর্মার প্রতি ভারতীয় ক্রিকেটারদের একটি ভিন্ন আবেগ চলে এসেছে। ভারতীয় দলের সাফল্যের আগে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স দলের একজন সফল নেতা, তাঁর নেতৃত্বে আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ বারের চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রোহিতকে নিয়ে সাফল্যের কাহিনি অগণিত। কিন্তু গত মরসুম থেকেই বদলে গেছে সমীকরণ। অধিনায়কত্ব চলে গেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। এমনকি, এবছর রোহিতকে দলের লিডারশিপ গ্রুপেও রাখা হয়নি। আর সেই সিদ্ধান্তে এখনও ক্ষুব্ধ অনেকে।

নেতৃত্বর সাথে সাথে লিডারশিপ গ্রুপ থেকে বাদ রোহিত

রোহিত
Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images

এবার আবার নতুন করে আলোচনার কেন্দ্রে ‘হিটম্যান’। সোশ্যাল মিডিয়ায় এক খবর ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে, রোহিতকে আবারও মুম্বইয়ের জার্সি গায়ে নামতে দেখা যাবে। বেশ কয়েকদিন ধরে রোহিত শর্মার ট্রেড নিয়ে সমাজ মাধ্যমে বেশ গুঞ্জন উঠেছিল। রোহিতকে নাকি কিনতে রাজি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের মতন দল গুলি। তবে, রোহিতকে ছাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। আসন্ন আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে, তবে এবারও তাকে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের নিচে খেলতে দেখতে পাওয়া যাবে। আর সেখানেই শুরু হয়েছে কটাক্ষ। একজন লিখেছেন, “এবার রোহিতকে হার্দিকের সামনে ‘জি স্যার, জি স্যার’ করতে হবে।”

Read More: ভাগ্য খুলছে রিঙ্কু সিংয়ের, বিরাট কোহলিকে সরিয়ে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে নিচ্ছে এন্ট্রি !!

মুম্বইয়েই থাকছেন রোহিত

rohit-sharma-might-retire-from-ipl
Rohit Sharma | Image: Twitter

যদিও, ভক্তদের এই প্রতিক্রিয়া যে শুধু মজা নয়, তার মধ্যে রয়েছে এক ধরনের ক্ষোভও। কারণ রোহিতের হাত ধরে মুম্বই যেভাবে সাফল্যের শিখরে উঠেছিল, আর সেই রোহিতকেই কিনা দলের কোনো পদে রাখা হয়নি। এমনকি গতবার এক সাক্ষাৎকারে রোহিত স্পষ্ট করে দিয়েছিলেন যে তাকে লিডারশিপ গ্রুপেও রাখা হয়নি। অবশ্য ক্রিকেটের মাঠে সম্পর্ক সব সময় সহজ নয়। অধিনায়ক বদল হওয়া নতুন কিছু নয়। তবুও এখানে আবেগটা একটু অন্যরকম। শচীন টেন্ডুলকারের পর এই ফ্রাঞ্চাইজিকে সবথেকে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন রোহিত শর্মাই (Rohit Sharma)। রোহিত শর্মা যেভাবে ভারতীয় ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, তাতে তাঁকে কারও অধীনে খেলতে হবে- এই বিষয়টা মানতে পারছে না ক্রিকেট ভক্তরা। ২০২৩ মৌসুমে মুম্বই ইন্ডিয়ান্সের সফল ব্যাটসম্যান ছিলেন রোহিত এমনকি গত মৌসুমে রোহিত ছিলেন দলের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান।

Read Also: “হুঁকো সেজে দিতাম না বলে,…” ধোনির ইশারাতেই থমকে গিয়েছিলো কেরিয়ার, বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *