ভাঙা মন নিয়েই MI’তে থাকছেন রোহিত শর্মা, ফাইনাল হলো কোটি টাকার ডিল !! 1

শুধু মুম্বাই ইন্ডিয়ান্স নয় বরং আইপিএল ইতিহাসের দলের সর্বকালের সেরা অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বলাই বাহুল্য রোহিত শর্মা ছাড়া মুম্বাই দল শিরোপা জয় করতে এখনও পর্যন্ত সক্ষম হয়ে ওঠেনি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ১১ বছর নেতৃত্ব দিয়েছেন, তারই মধ্যে পাঁচ পাঁচটি শিরোপা জয় করেছেন তিনি। তাছাড়া ছয় বছর ধরে বাঁকি অধিনায়করা শিরোপা জয় করতে পারেননি মুম্বাই ফ্রাঞ্চাইজি।

আইপিএলের সফল অধিনায়ক হলেন রোহিত

Rohit Sharma,ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

গত মৌসুমে রোহিত শর্মার (Rohit Sharma) বদলে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। রোহিত শর্মাকে মুম্বই দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভক্তরা মুম্বাই দলে হিটম্যানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিল। রোহিত ২০১১ সালে মুম্বাই দলে যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন রোহিত এমনকি ২০০৯ সালের আইপিএলে সেরা তরুণ খেলোয়াড় হয়ে নির্বাচিত হয়েছিলেন হিটম্যান রোহিত শর্মা।

Read More: পাকিস্তানের হারে ফায়দা ভারতের, WTC ফাইনালে এই দল হবে প্রতিপক্ষ !!

এরপর নিজের ঘরোয়া দলের ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ আসে রোহিতের কাছে। ২০১৩ সালের মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দিচ্ছিলেন কিংবদন্তি অজি তারকা রিকি পন্টিং (Ricky Ponting) কিন্তু সিজিনের মাঝেই তিনি চোট পেয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে (Rohit Sharma) দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি রোহিতকে। ওই বছরেই রোহিতের নেতৃত্বে প্রথম শিরোপা জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স।

MI’তেই থাকছেন রোহিত

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

এরপর ২০১৫, ২০১৭ এবং ২০১৯ ও ২০২০ সালের আইপিএল শিরোপা জয় করে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাফল্যের শিকরে পৌঁছে দেন তিনি। যদিও মুম্বাই দলের এই পারফরম্যান্স বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের পক্ষেও প্লে অফসে পৌঁছানো মুশকিল হয়ে উঠেছে। আসন্ন আইপিএলে রোহিত শর্মাকে ধরে রাখতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এমনকি প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মুম্বাই দলে আরও কয়েকটি সিজন খেলবেন কিনা তা নিয়ে দ্বিমনায় রয়েছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেই তার ক্যারিয়ার শেষ করতে চাইছেন। তাই এটা স্পষ্ট যে আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে।

Read Also: Rohit Sharma: ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা, মুখ্য নির্বাচক করলেন কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *