লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক হিসেবে টানা চারটি টেস্ট হারলেন তিনি। এর মধ্যে তিনটিতে তাঁর দল হেরেছে ঘরের মাটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) সিরিজ খুইয়ে নিজেদের ১২ বছরের অপরাজিত তকমা হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশের কলঙ্ক গায়ে মেখেছে ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়ার মাঠেও চ্যালেঞ্জের মুখে রোহিত (Rohit Sharma) বাহিনী। অ্যাডিলেডে মাত্র তিন দিনের মধ্যেই স্বীকার করতে হয়েছে হার। ১০ উইকেটের ব্যবধানে এই পরাজয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দৌড় থেকেও প্রায় ছিটকে দিয়েছে ভারতকে। ব্যর্থতার জাঁতাকল থেকে আপাতত উদ্ধারের উপায় খুঁজছেন ভারতীয় অধিনায়ক।
Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খামখেয়ালীপনা শুরু করেছে পাকিস্তান, আইসিসিকে দিল এই নতুন শর্ত !!
টেস্ট দলে ফিরছেন সূর্যকুমার যাদব ?
সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মা’র (Rohit Sharma)। দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে তিনি দিনকয়েকের ছুটি নিয়েছিলেন ক্রিকেট থেকে। খেলেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। অ্যাডিলেডের একাদশে ফিরলেও রানের মুখ দেখতে পান নি টিম ইন্ডিয়ার অধিনায়ক। প্রথম ইনিংসে তিনি আউট হয়েছেন ৩ রান করে। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের স্যুইং উড়িয়ে দিয়েছে তাঁর অফস্টাম্পের বেল। প্রশ্ন উঠেছে রোহিতের (Rohit Sharma) নেতৃত্ব নিয়েও । আকাশ মেঘলা থাকা সত্ত্বেও গোলাপি বলের বিরুদ্ধে কেন তিনি প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন, কেনই বা নিজেকে ওপেনিং থেকে নামিয়ে নিয়ে গেলেন মিডল অর্ডারে তা নিয়ে অভিযোগের আঙুল উঠছে তাঁর দিকে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিটম্যান নাকি ঘুরে দাঁড়ানোর জন্য তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।
টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত (Rohit Sharma) সরে দাঁড়ানোয় সূর্যকুমার’ই (Suryakumar Yadav) পেয়েছেন ভারতের নেতৃত্ব। কুড়ি-বিশের খেলায় অপরিহার্য্য হলেও বাকি দুই ফর্ম্যাটে কিন্তু এখনও পায়ের তলার জমি খুঁজে পান নি মুম্বইয়ের ক্রিকেটার। ওডিআই-তে কখনও চার আবার কখনও পাঁচ নম্বরে খেলেছেন। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। টেস্ট ক্রিকেটেও দেখা গিয়েছে একই চিত্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিলো ২০২৩-এর বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT)। মাত্র ৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর থেকে বাদের খাতাতেই নাম ছিলো তাঁর। অ্যাডিলেডের ব্যাটিং ব্যর্থতা নতুন করে আলোচনায় এনে ফেলেছে তাঁকে। মিডল অর্ডারে নেমে দ্রুত রান তোলার জন্য সূর্যকে চেয়ে নাকি সওয়াল করছেন খোদ অধিনায়ক।
লাল বলের খেলায় সূর্যের পরিসংখ্যান-
একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। নাগপুরের জামথা স্টেডিয়ামে এক ইনিংসে ৯ রান করে উইকেট হারিয়েছিলেন নাথান লিয়ঁ’র বলে। আন্তর্জাতিক আঙিনায় লাল বলের ক্রিকেটে বিশেষ অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটের ময়দানে মোটেই অনভিজ্ঞ নন সূর্য (Suryakumar Yadav)। ২০১০ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিলো তাঁর। রঞ্জি, দলীপ, ইরানী কাপের মত টুর্নামেন্টে ৮৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ৪২.৮৪ গড়ে রয়েছে ৫৬৫৬ রান’ও। প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে ২৪ বার তিন অঙ্কের রানের গণ্ডী পেরিয়েছেন তিনি। অর্ধশতকের সংখ্যা ২৯। সূর্য নিজেও সম্প্রতি জানিয়েছেন যে তিনি চান দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলতে। টেস্ট প্রত্যাবর্তনের লক্ষ্য সামনে রেখে তিনি রঞ্জি ট্রফি, বুচি বাবু টুর্নামেন্টের মত প্রতিযোগিতাও খেলেছেন এই মরসুমে।