বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় দলের দুই স্তম্ভ। গত দেড় দশকেরও বেশী সময় ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে নিয়মিত সেবা করে চলেছেন দুজনেই। গড়েছেন রানের পাহাড়, ভেঙেছেন একের পর এক রেকর্ড। একই সাথে সাফল্য ও ব্যর্থতা ভাগাভাগি করে নিয়েছেন দুজনে। সামলেছেন ভারতীয় টপ অর্ডারের ভারত। দীর্ঘ সময় আইসিসি’র ওডিআই র্যাঙ্কিং-এ শীর্ষে ছিলেন কোহলি, দুই নম্বরে জায়গা করে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে ক্রিকেটে একসাথে ব্যাট করে প্রায় ৬০ গড়ে তারা ভারতকে ৯৩ ইনিংসে উপহার দিয়েছেন ৫২৫৯ রান।
২০২৩-এর সদ্যসমাপ্ত বিশ্বকাপেও ভারতের ভরসা হতে দেখা গিয়েছিলো এই দুই অভিজ্ঞ তারকাকেই। কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এসেছে ৭৬৫ রান, রোহিত করেছেন ৫৯৭। পাওয়ার-প্লে ধুন্ধুমার ব্যাটিং করে ইনিংসের ভিত গড়েছেন রোহিত । মিডল অর্ডারকে সামলেছেন বিরাট। দুই ক্রিকেট নক্ষত্রের সমর্থকদের মধ্যে কে সেরা তাই নিয়ে প্রায়শই চলে দ্বন্দ্ব। তবে রোহিত ও কোহলির মধ্যে ইগোর লড়াই এর আগে কখনও চোখে পড়ে নি। তবে সম্প্রতি এক ভাইরাল স্ক্রিনশট ঘিরে ঘনিয়েছে রহস্য। তবে কি প্রকাশ্যেই কাদা ছোঁড়াছুঁড়িতে মত্ত হলেন দুজনে? উঠছে প্রশ্ন।
Read More: “ও একদম ঠিক দিকেই এগোচ্ছে…”রোহিত শর্মা’র প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়না !!
ভাইরাল ট্যুইটার স্ক্রিনশট, উদ্বেল সমাজমাধ্যম-
২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির (Virat Kohli) জায়গা হলেও সুযোগ পান নি রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩-এর টুর্নামেন্টের আগে প্রাক্তন নির্বাচক রাজা বেঙ্কটের সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিলো যে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) আপত্তিতেই রোহিতকে রাখা হয় নি স্কোয়াডে। তাঁর পরিবর্তে পীয়ূষ চাওলাকে চেয়েছিলেন ধোনি। অধিনায়কের দাবী মেনে নেন নির্বাচকেরা। কেরিয়ারে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ওডিআই বিশ্বকাপই অধরা রয়ে গিয়েছে রোহিতের (Rohit Sharma)। বিতর্কিত স্ক্রিনশটে রয়েছে সেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কথাই। রোহিত ২০১১-এর ৮ অগস্ট নাকি লিখেছিলেন, “আমি যদি বিরাট কোহলির জায়গায় বিশ্বকাপ ফাইনাল খেলতাম, তাহলে সহজেই শতরান করতাম।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ের ফাইনালে ৩৫ রান করেছিলেন কোহলি (Virat Kohli) । রোহিতের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ থেকে বছর ১৩ আগে নাকি তিনি ট্যুইটারে (বর্তমানে এক্স) লিখেছিলেন, “ভাই এত স্বপ্ন দেখো না। কারণ ফলাফলে দেখবে ডাগ-আউটে এক ডজন কলা হাতে বসে তুমি আমায় ঝুড়ি ঝুড়ি রান করতে দেখছো। বড়াপাও খেয়ে ঘুমিয়ে পড়।” এই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের অনেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন করেছিলেন। অনেকে ১৩ বছরের পুরনো ট্যুইট ঘেঁটেও দেখেছেন। তাঁরা নিশ্চিত এটি আদৌ সত্যি নয়। কেউ বিকৃত ছবি ব্যবহার করে ভারতীয় দলের দুই নক্ষত্রের সম্পর্কে ভুয়ো তথ্য প্রচার করতে চাইছেন। একে বিশ্বাস না করার আবেদন রাখা হয়েছে তাঁদের তরফ থেকে।
দেখুন সেই ভাইরাল স্ক্রিনশট-
বারবার একে অপরের পাশে দাঁড়িয়েছেন রোহিত-কোহলি-
মিডিয়ায় দুই মহাতারকার সংঘাত নিয়ে বছরের পর বছর আলোচনা চললেও বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) প্রকাশ্যে সবসময়েই একে অপরের পাশে দাঁড়িয়েছেন। অফ ফর্ম, খারাপ সময়ে একে অপরের ঢাল হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে দুজনকে। ২০২১-এর টি-২০ বিশ্বকাপ চলাকালীন ছন্দে ছিলেন না রোহিত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেছিলেন ০। এরপর সাংবাদিক সম্মেলনে কোহলিকে প্রশ্ন করা হয়েছিলো তিনি রোহিতকে রিজার্ভ বেঞ্চে রেখে ঈশান কিষণ’কে প্রথম একাদশে সুযোগ দেওয়ার কথা ভাবছেন কিনা? প্রশ্নকর্তা সাংবাদিককে কটাক্ষে বিঁধে কোহলি জানান, “আমি আপনাকে জিজ্ঞেস করছি? আপনি কি আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিত শর্মাকে বাদ দেবেন? আগে থেকে জানাবেন আপনারা বিতর্ক চান কিনা, আমি সেই বুঝে উত্তর দেব। অবিশ্বাস্য।”
পক্ষান্তরে অধিনায়ক হওয়ার পর বারবার রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়াতে। বেসরকারী চ্যানেলের স্টিং অপারেশনে বেশ কিছু বেফাঁস মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। তিনিও জানান ২০১৯-এর শেষ থেকে ২০২২-এর এশিয়া কাপ অবধি যখন অফ ফর্ম চলছিলো বিরাটের, তিনি সবসময় পাশে পেয়েছেন রোহিত’কে। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মধ্যেকার সুসম্পর্ক স্পষ্ট হয়েছে সম্প্রতি সন্তান জন্মের জন্য কোহলি (Virat Kohli) গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়ানোয়। দলের অভিজ্ঞ সদস্যকে না পেয়ে রুষ্ট হন নি রোহিত। বরং স্পষ্ট বলেছেন পরিবার সব কিছুর আগে। বিরাটের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তাঁর।