rohit-sharma-trolled-wearing-new-kit

দলের সঙ্গে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলের পাট চুকিয়ে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অনুশীলনে ব্যস্ত তিনি। আগামী ৭ থেকে ১১ জুন, ইংল্যান্ডের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। টেস্টের মহারণে জয় ছিনিয়ে নিয়ে প্রায় এক দশক পর ভারতকে আইসিসি ট্রফির স্বাদ এনে দিতে মরিয়া রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররা না থাকলেও জয়ের জন্য মরিয়া হয়েই ঝাঁপাবে ভারত। কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে মগজাস্ত্রে শান দিচ্ছেন অধিনায়ক রোহিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতে নামার আগে জার্সিতে নতুনত্ব আসছে ভারতের। ২০২০ সালে আমেরিকান বহুজাতিক সংস্থা নাইকি সরে যাওয়ার পর ভারতের কিট স্পন্সর হয়েছিলো MPL। তাদের সাথে ২০২৩ অবধি চুক্তি থাকলেও মাঝপথেই সরে যায় তারা। নয়া বছরের শুরু থেকে কিলার জিন্সের লোগো দেওয়া জার্সি পরছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। স্বল্পমেয়াদী সেই চুক্তি শেষে জার্মান বহুজাতিক সংস্থা অ্যাডিডাসের সাথে নয়া চুক্তি সই করেছে বিসিসিআই। ২০২৩ এর জুন থেকে ২০২৮ অবধি অ্যাডিডাসের জার্সিতেই দেখা যাবে ভারতকে। গত বৃহস্পতিবার তিন ফর্ম্যাটে ভারতের নয়া জার্সি সামনে এনেছে অ্যাডিডাস। তারই প্রচারের ফোটোশ্যুটে সমস্যার সম্মুখীন হলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Read more: WTC ফাইনালের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই তারকা ক্রিকেটার, দুঃখের হাওয়া ক্রিকেট মহলে !!

জার্সি বিভ্রাটে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে রোহিত-

Rohit Sharma | image: Twitter
Rohit Sharma | image: Twitter

গত বৃহস্পতিবার বিকেলে ভারতীয় দলের নয়া জার্সি সামনে এনেছে অ্যাডিডাস। জার্সি উদ্বোধনের প্রক্রিয়ায় ছিলো নতুনত্ব। সংস্থার তরফ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে জার্সি জনমানসের সামনে আনা হয়।  ভিডিও’তে ওয়াংখেড়ে স্টেডিয়ামের আকাশে ড্রোনের সাহায্যে তিনটি জার্সিকে উড়তে দেখা গিয়েছিলো। বাস্তবে নয়, হলোগ্রাম প্রযুক্তিতে নির্মান করা হয়েছিলো বিশাল সেই জার্সিগুলি। টেস্ট জার্সি অবশ্যই সাদা, তবে একদিনের সিরিজ ও টি-২০তে দুই ভিন্ন ধরনের নীল রঙ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে গাঢ় নীল রঙের জার্সিটি টি-২০’র। তাতে বেশ চমৎকার নকশাও করা হয়েছে। রয়েছে ভারতের জাতীয় পতাকার তিন রঙের ছোঁয়াও। এছাড়া হাল্কা নীল রঙের জার্সিটি একদিনের ম্যাচের জন্য। ইতিমধ্যেই সমর্থকদের বেশ পছন্দ হয়েছে এই জার্সি।

আপাতত টেস্ট জার্সিতেই মাঠে দেখা যাবে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নয়া জার্সিতে মাঠে নামতে চলেছেন তারা। তারই প্রচার সংক্রান্ত একটি ফোটোশ্যুটে ব্যস্ত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানেই জার্সিটি ছিলো রোহিতের পরনে। কিন্তু তা সত্ত্বেও তাঁর গোপনাঙ্গ খানিক দৃশ্যমান হয়ে পড়ে। বিষয়টি রোহিত বা নির্মাতা সংস্থা অ্যাডিডাসের নজর এড়ালেও নেটিজেনদের নজর এড়ায়নি। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তারা বিষয়টির দিকে ইঙ্গিত করে কটাক্ষে ভরান ভারত অধিনায়ককে। অনেকে প্রশ্ন তোলেন তাঁর ফিটনেস নিয়ে। মুম্বইকার রোহিতের ‘বড়াপাও’ প্রেম নিয়েও চলে কটাক্ষের ঝড়।

দেখে নিন ট্যুইটচিত্র-

https://twitter.com/hameedshaikmb/status/1664938084444803072?s=20

https://twitter.com/a_gaurav19/status/1664940729498730501?s=20

https://twitter.com/M_sugarmaddy/status/1664936893249896448?s=20

https://twitter.com/C552728/status/1664938907736367105?s=20

https://twitter.com/CricCrazyDK/status/1664936466927984640?s=20

https://twitter.com/omg_bro_wtf/status/1664937260532506624?s=20

https://twitter.com/ViratTilldeath/status/1664936338515435520?s=20

https://twitter.com/ThisIsDMBobby/status/1664936707567878144?s=20

https://twitter.com/rishiism_/status/1664935976672821248?s=20

https://twitter.com/Mostafiz541/status/1664964911842177024?s=20

Also Read: WTC ফাইনালের পরেই অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত শর্মা, তিন ফরম্যাটেই এই তরুণ খেলোয়াড় দেবেন নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *