“গোপনীয়তার কোনো দাম নেই…” রোহিত শর্মার নিশানায় স্টার স্পোর্টস, ক্ষোভে ফেটে পড়লেন ভারত অধিনায়ক !! 1

মাঠের মধ্যে সতীর্থদের উদ্দেশ্যে নানা সময় রোহিত শর্মাকে (Rohit Sharma) নানা সময় শোনা যায় চেঁচিয়ে সতীর্থদের কোনো না কোনো নির্দেশ দিতে। অধিকাংশ সময়েই স্টাম্প মাইকে ধরা পড়ে সেই সব কথাবার্তা। সাধারণ দর্শকেরা উপভোগও করেন ভারত অধিনায়কের বিভিন্ন উক্তি। আগে তাঁর জন্মদিনে রোহিতের (Rohit Sharma) কয়েকটি জনপ্রিয় স্টাম্প মাইক কথোপকথন নিয়ে কমিক্‌স বানিয়ে পোস্ট করেছিলো খোদ তাঁর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সই (MI)। ক্রিকেটজনতা উপভোগ করলেও মাঝেমধ্যে মাঠে বলা নানান বক্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়ে তিনি যে বিব্রত বোধ করেন তা নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রোহিত।

দিনকয়েক আগে যখন মাঠের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি, তখন তাঁকে নিশানা করে স্টার স্পোর্টসের ক্যামেরা। রোহিত শর্মা (Rohit Sharma) ক্যামেরাম্যানকে অনুরোধ করেছিলেন ভিডিও রেকর্ড না করতে, কিন্তু শেষমেশ ভাইরাল হয় সেই ভিডিও’ও। এতেই চটেছেন রোহিত। আজ এক দীর্ঘ ট্যুইট করে তিনি হতাশা, বিরক্তি ব্যক্ত করেছেন তিনি। লেখেন, “ক্রিকেটারদের জীবনে অনধিকার প্রবেশের মাত্রা এতটাই বেড়েছে যে ক্যামেরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপে আমরা আমাদের সতীর্থ, কাছের মানুষদের সাথে কি কথা বলছি অনুশীলন বা ম্যাচ ডে’তে কি আলোচনা করছি তা রেকর্ড করছে…”

Read More: “এখন আমরা এক দলে…” IPL মিটতেই ‘সন্ধি’ শ্বশুর-জামাইয়ের, জানালেন কে এল রাহুল !!

স্টার স্পোর্টসের বিরুদ্ধে সোচ্চার রোহিত-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

বক্তব্যের দ্বিতীয় অনুচ্ছেদে রোহিত (Rohit Sharma) সরাসরি দুষেছেন স্টার স্পোর্টসকে। স্পষ্ট জানান, “…আমি স্টার স্পোর্টসকে আমার বক্তব্য রেকর্ড করতে বারণ করা সত্ত্বেও সেটা করা হয়। একই সাথে সেটা সম্প্রচারও করা হয়। যেটা গোপনীয়তা ভঙ্গ করা। এক্সক্লুসিভ খবর জোগাড় করা, (সোশ্যাল মিডিয়া’র) ভিউ ও এনগেজমেন্টের জন্য এই সকল কার্যকলাপ একদিন ক্রিকেট, সমর্থক ও ক্রিকেটারদের মধ্যেকার বিশ্বাসটাই ভেঙে দেবে।” একা রোহিত  (Rohit Sharma) নন, এর আগেও ব্যক্তিগত জীবনে মিডিয়ার উঁকিঝুঁকি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সন্তান অকায়ের জন্মের সময় তিনিও সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিলেন তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষা করার জন্য।

ভারত অধিনায়কের কড়া ট্যুইটবার্তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যমের নজরদারি আদতে ক্ষতিকারক বলেছেন অনেকেই। তাঁর সমর্থন করেছেন রোহিতকে (Rohit Sharma)। ‘দিনের শেষে উনিও একজন মানুষ। গোপনীয়তার প্রয়োজনীয়তা ওনারও আছে’ লিখেছেন এক ভক্ত। ‘স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্য সাধুবাদ’ বক্তব্য আরও একজন। অনেকেই অন্যান্য ক্রিকেটারদের সাথে ঘটে যাওয়া অন্যান্য বিতর্ক টেনে এনেও আক্রমণ করেছেন সংবাদমাধ্যম’কে। সব মিলিয়ে নেটজনতার চোখে আপাতত ভিলেন স্টার স্পোর্টস। তাদের তরফ থেকে এখনও কোনো সরকারী বার্তা দেওয়া হয় নি।

দেখে নিন রোহিতের ট্যুইট-

Also Read: IPL 2024: “উচিৎ ছিলো আরও নম্র হওয়া…” ধোনিকে অসম্মান RCB ক্রিকেটারদের, ক্ষোভে ফুঁসে উঠলেন মাইকেল ভন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *