ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিভাবান ক্রিকেটারদের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে জাতীয় দলের জায়গা করে নেওয়া এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা বজায় রাখা সহজ বিষয় নয়। সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা তরুণ প্রজন্মের পথ প্রদর্শক হয়ে উঠেছেন। ফলে দলের মধ্যে এখনও তাদের দাপট সমানভাবে অব্যাহত রয়েছে। এর মধ্যেই অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজের আগে একদিনের অধিনায়কের পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলে ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার হিটম্যানের স্পষ্ট বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
নেতৃত্ব থেকে সরালেন রোহিত-

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর অধিনায়ক হিসেবে রোহিত শর্মা আইসিসির (ICC) ট্রফি ভারতের হাতে তুলে দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার মতো অধিনায়ক ভারত তথা বিশ্বে কম রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই কারণে তাকে সামনে রেখে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য দল সাজাচ্ছে বিসিসিআই (BCCI) বলে ভক্তদের মনে করেছিলেন। কিন্তু সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে জাতীয় নির্বাচকরা শুভমান গিলকে (Shubman Gill) নতুন একদিনের অধিনায়ক হিসেবে বেছে নিয়ে চমক দিয়েছে।
রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই বছর চ্যাম্পিয়ন ট্রফি জয় করে ভারতীয় দল। ফলে বহু সমর্থক হিটম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। এর আগে এই তারকা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গিলকেই লাল বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। এই তরুণ তারকা এখনও পর্যন্ত ৫৫ টি ওডিআই ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন।
ফিরে আসার ডাক দিলেন রোহিত-

রোহিত শর্মাকে (Rohit Sharma) বিভিন্ন সময় একাধিক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক থাকার পর তাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে আসা হয়েছিল। বর্তমানেও টালমাটাল পরিস্থিতির মধ্যে সংবাদমাধ্যমে হিটম্যানকে নিয়ে নানারকম আলোচনা চলছে। এবার তার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সমস্ত বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন বলে স্পষ্ট বার্তা সামনে উঠে এল।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে রোহিত বলছেন, “কে একজন মাইক নিয়ে বসে আছেন, পেন নিয়ে বা লেপটপে যা কিছু লিখছেন তাতে আমার জীবন পরিবর্তন হবে না। কেউ সিদ্ধান্ত নিতে পারে না আমি কবে খেলব, আমি অধিনায়ক থাকবো কিনা, আমি অবসর নেব কিনা। আমি এত বছর ধরে ক্রিকেট খেলেছি ফলে আমার বিষয়ে নিজে সিদ্ধান্ত নেব।” ফলে মনে মনে করা হচ্ছে এখনই অবসর নেবেন না রোহিত। শুভমান গিল (Shubman Gill) ব্যর্থ হলে ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে তার আবার অধিনায়ক হিসেবে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।