বর্তমান সময়ে নানা কারণে প্রশ্নের মুখে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ হারের পরেই তাঁর গেম রিডিং, স্ট্র্যাটেজি নির্মাণ আতসকাঁচের তলায় এসেছিলো। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের কেনিংটন ওভালে ২০৯ রানের ব্যবধানে হারের পর সমালোচনার লকগেট খুলেছিলো আবারও। দল গঠন থেকে আবহাওয়া-পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা-সব দিক থেকেই রোহিতের ভারতকে বিশেষ নম্বর দিতে পারেন নি বিশেষজ্ঞরা। উঠেছিলো তাঁকে সরিয়ে দেওয়ার দাবী। গতকাল দুর্বল উইন্ডিজের বিরুদ্ধে অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ভারত হেরে বসায় আরও চাপে রোহিত শর্মা। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। শোনা যাচ্ছে নিজের কেরিয়ার দীর্ঘায়িত করতে অভিজ্ঞ শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দল থেকে ছেঁটে ফেলেছেন তিনি।
Read More: WI vs IND: “সবার উপরে দল…” বার্বাডোজে ‘ওয়াটার বয়’ বিরাট কোহলির প্রশংসায় নেটদুনিয়া !!
অন্যায়ের শিকার হয়েছেন শিখর ধাওয়ান-
২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিলো শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। এরপর ছেঁটে ফেলা হয় তাঁকে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে মাত্র কয়েকটি ম্যাচের ব্যর্থতাই কাল হয়ে দাঁড়ায় তাঁর সামনে। ওপেনার হিসেবে আচমকাই জাতীয় দলে আসন টলে যায় তাঁর। পরিসংখ্যান বলছে ২০২২ সালে ২২টি একদিনের ম্যাচে ৩৪.৪০ ব্যাটিং গড়ে ৬৮৮ রান করেছেন ধাওয়ান। রয়েছেন ৬টি অর্ধশতকও। তার আগের দুই বছর অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালে ধাওয়ানের ব্যাটিং গড় যথাক্রমে ৫৮.০০ এবং ৫৯.৫০। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থতার পর পরিসংখ্যানের কথা মাথায় রাখে নি টিম ম্যানেজমেন্ট। সরাসরি বাইরের রাস্তা দেখানো হয়েছে বাঁ-হাতি ব্যাটারকে।
ওপেনার হিসেবে ভারতীয় ক্রিকেটে দ্বিতীয় সফলতম জুটি রোহিত শর্মা (Rohit Sharma) এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কিন্তু বর্তমান ভারত অধিনায়ক রোহিত, গত এক দশকের ওপেনিং পার্টনার শিখরকে ছেঁটে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করেন নি। শিখরের বদলে শুভমান গিলকে জায়গা দিয়েছেন ইনিংসের শুরুতে। অপর প্রান্তে ফর্ম বিশেষ ভালো না থাকা সত্ত্বেও ব্যাট হাতে নিজের জায়গা অবশ্য হারান নি রোহিত। বরং শুভমানের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের মত তরুণদের সুযোগ দিয়ে শিখরকে (Shikhar Dhawan) অবসরের দিকে ঠেলে দিচ্ছেন তিনি। আইপিএলে ভালো পারফর্ম করার পর শোনা গিয়েছিলো এশিয়ান গেমসের দলে ফিরবেন শিখর। কিন্তু তাঁকে বাদ দিয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
শিখর ধাওয়ানের পরিসংখ্যান-
ভারতের জার্সিতে ৩৪টি টেস্ট খেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কেরিয়ারের প্রথম ইনিংসে ১৮৭ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ৫৮ ইনিংসে ৪০.৬১ গড়ে শিখরের সংগ্রহ ২৩১৫ রান। লাল বলের ফর্ম্যাটে ৭টি শতরান এবং ৫টি অর্ধশতরান করেছেন তিনি। টেস্ট কেরিয়ারে ১৯০ তাঁর এক ইনিংসে সর্বোচ্চ রান।
এছাড়া একদিনের ক্রিকেটে গত দশকে ভারতের অন্যতম সেরা ব্যাটার শিখর (Shikhar Dhawan)। বিশেষ করে আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলিতে বারবার তাঁরকে জ্বলে উঠতে দেখা গিয়েছে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ব্যাটারের পুরষ্কার পেয়েছিলেন তিনি। ১৬৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৬৪ ইনিংসে করেছেন ৬৭৯৩ রান। ব্যাটিং গড় ৪৪.১১। চমকপ্রদ শিখরের স্ট্রাইক রেটও। ৯১.৩৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশতক রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে সবচেয়ে বেশী ওডিআই শতরান করার নিরিখে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেই রয়েছেন শিখর।
টি-২০ ক্রিকেটেও লম্বা সময় দেশের প্রতিনিধিত্ব করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ৬৮টি ম্যাচ খেলেছেন তিনি। ৬৬ ইনিংসে তাঁর সংগ্রহ ১৭৫৯ রান। ব্যাটিং গড় ২৭.৯২। এবং স্ট্রাইক রেট ১২৬.৩৬। তিনি ১১টি অর্ধ-শতক করেছেন কুড়ি-বিশের ক্রিকেটে দেশের জার্সিতে। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর ৯২। আইপিএলে ২১৭ ম্যাচে ৬৬১৬ রান করেছেন শিখর। রয়েছে ২টি শতরান এবং ৫০টি অর্ধশতরা।