গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ আচমকাই দীর্ঘতম ফর্ম্যাট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী মাসে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। রোহিতের নামই ঘুরপাক খাচ্ছিলো সম্ভাব্য অধিনায়ক হিসেবে। কিন্তু হিটম্যান স্বয়ং আজ এক ইন্সটাগ্রাম স্টোরিতে জানিয়ে দিয়েছেন যে লাল বলের ফর্ম্যাটে কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চান না তিনি। ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরের বক্সিং ডে টেস্টটিই এক দশকব্যপী কেরিয়ারের অন্তিম টেস্ট হয়ে রইলো তাঁর। লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানালেও অদূর ভবিষ্যতে ওয়ান ডে ক্রিকেটে তাঁকে দেশের জার্সিতে যে দেখা যাবে তাও জানিয়েছেন রোহিত (Rohit Sharma)।
Read More: IPL 2025 KKR vs CSK Toss Report in Bengali: টসে জিতলো কলকাতা, চেন্নাইয়ের বিরুদ্ধে ট্রফি জয়ের নায়ককে ফেরালেন রাহানেরা !!
বর্ণময় টেস্ট কেরিয়ারে ইতি টানলেন রোহিত-

২০১০ সালে নাগপুরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেকের কথা ছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma)। কিন্তু ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে ঋদ্ধিমান সাহা’র (Wriddhiman Saha) সাথে সংঘর্ষে চোট পান তিনি। আর মাঠে নামা হয় নি তাঁর। লাল বলের ফর্ম্যাটে দেশের জার্সি গায়ে চাপানোর জন্য অপেক্ষা করতে হয় আরও তিনটে বছর। শেষমেশ ২০১৩ সালে শিকে ছেঁড়ে ভাগ্যে। ভারতের ২৮০তম টেস্ট ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত (Rohit Sharma)। অভিষেক টেস্টেই শতরান করে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন ইডেনের বাইশ গজে। মুম্বইতে কেরিয়ারের দ্বিতীয় টেস্টেও তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। লাল বলের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠতে বেশ কিছুটা সময় লেগেছিলো রোহিতের। ২০১৯ থেকে শুরু করেন ওপেনিং। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে।
২০১৩ থেকে ২০২৪-এই এগারো বছরে মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৪০.৫৭ গড়ে করেছেন ৪৩০১ রান। ১২টি শতরান ও ১৮টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। ২০২২ সালে বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর টেস্টেও অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় তাঁর হাতে। লাল বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে ২৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। জিতেছেন ১২টি, হেরেছেন ৯টি। অমীমাংসিত থেকেছে ৯টি ম্যাচ। ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। ট্রফির খুব কাছে পৌঁছেও সেবার ফিরতে হয়েছিলো খালি হাতেই। ২০২৪-এর ইংল্যান্ড সিরিজের পর থেকেই ফর্ম সমস্যায় ভুগছিলেন তিনি। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পান নি। চূড়ান্ত হতাশ করেছিলেন অস্ট্রেলিয়া সফরেও। তাই শেষমেশ সরে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন সদ্য ৩৮ পেরোনো তারকা।
দেখুন রোহিতের বিদায়বার্তা-
কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক?

২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (IND vs ENG)। বেন স্টোকসদের বিরুদ্ধেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের সূচনা করবে টিম ইন্ডিয়া। রোহিত সরে দাঁড়ানোয় অতি দ্রুত নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিসিআই-কে। অস্ট্রেলিয়া সিরিজে দু’টি টেস্টে খেলেন নি রোহিত (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্ব সামলেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু বোর্ড সূত্রে জানা গিয়েছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না তাঁকে। বরং ভাবনায় রয়েছে কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থ ও শুভমান গিলের (Shubman Gill) নাম। আপাতত দৌড়ে এগিয়ে শুভমানই। সংবাদসংস্থা এনডিটিভি’কে এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, “শুভমানের নাম ভেবেচিন্তে দেখা হচ্ছে পরবর্তী অধিনায়ক হিসেবে। নির্বাচকেরা পিছনে ফিরতে চান না বরং সামনের দিকে তাকাতে চান।”