অভিষেক বা বুমরাহ নন, রোহিতের চোখে এই ২ খেলোয়াড় হলেন T20 বিশ্বকাপের তুরুপের তাস !! 1

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে একেরপর এক চর্চা শুরু হয়েছে। ভারতকে জিততে হলে এবারের বিশ্বকাপে ঘরের মাঠে ইতিহাস রচনা করতে হবে। বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা অনুঘটক হতে পারেন কারা? বিশ্বজয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এমন দু’টো নাম বেছে নিয়েছেন যারা হতে পারেন ভারতীয় দলের তুরুপের তাস। তবে, রোহিতের বাছাই করা খেলোয়াড় নন – অভিষেক শর্মা বা জসপ্রীত বুমরাহের মধ্যে কেউ। আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করতে চলেছে স্কাই বাহিনী।

বিশ্বকাপের দুই তুরুপের তাসকে বেছে নিলেন রোহিত

অভিষেক বা বুমরাহ নন, রোহিতের চোখে এই ২ খেলোয়াড় হলেন T20 বিশ্বকাপের তুরুপের তাস !! 2
Rohit Sharma | Image: Twitter

রোহিত শর্মা অর্ষদীপ সিং এবং হার্দিক পান্ডিয়াকে বেশ ভরসা দেখাচ্ছেন। রোহিতের মতে, পাওয়ারপ্লে আর ডেথ ওভার-দু’ক্ষেত্রেই অর্ষদীপ সিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। রোহিত মন্তব্য করে বলেছেন, “বুমরাহ আর অর্ষদীপ দু’জন পেসার টিমে থাকা সত্যি বড় শক্তি। ওরা দু’জনেই ক্রমাগত উইকেটকে আক্রমণ করতে থাকে। অর্ষদীপ নতুন বলে সুইং পাবে আর উইকেট নিতেও পারে। অর্ষদীপ নতুন বলের পাশাপশি পুরানো বলেও বেশ কার্যকর হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লে আর ডেথ ওভার দুটোই গুরুত্বপূর্ণ। আর সেই দু’টো সময়ই অর্ষদীপ ভয়ঙ্কর।” সম্প্রচার সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার বলে দিয়েছেন রোহিত। যাঁর নেতৃত্বে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। রোহিত আরও বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দারুণ বোলিং করেছিল অর্ষদীপ। ডি কক কেও আউট করেছিল। এরপর উনিশতম ওভারে এসে দুই না তিন রান দেয়। এগুলোই ম্যাচের পার্থক্য এনে দেয়।

Read More: বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ঈশান কিষাণ, মাথায় হাত ভারতীয় দলের !!

বিশ্বকাপের আগে মুখ খুললেন রোহিত শর্মা

Rohit sharma, রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

হার্দিককে নিয়ে মন্তব্য করে রোহিত বলেন, “হার্দিকের ক্ষমতা নিয়ে বলার নেই কিছু। হার্দিকও এবারের তুরুপের তাস। ওর জন্য জায়গাটা (ব্যাটিং পজিশন) খুব কঠিন, কখনও ভালো জায়গায় ব্যাটিং আসবে আবার কখনও কঠিন জায়গায় সুযোগ আসবে।” পাশাপশি, রোহিত সম্প্রতি তার সাক্ষাতে জানিয়েছেন, স্পিন বিভাগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া টিম ম্যানেজমেন্টের কাছে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিতের মতে, ভারতের সবচেয়ে বড় শক্তি – স্পিন বোলিং। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল—এই তিন স্পিনারই আলাদা আলাদা দিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কিন্তু টি-টোয়েন্টির বাস্তবতায় সবার জন্য একাদশে জায়গা করা সহজ নয়। তিন স্পিনার খেলালে পেস আক্রমণে কার্যত একা পড়বেন জসপ্রীত বুমরাহ। হার্দিক পাণ্ডিয়া ও শিভম দুবে তখন অতিরিক্ত বোলিং অপশন হিসেবে থাকবেন। ফেব্রুয়ারি-মার্চে সন্ধ্যার ম্যাচগুলিতে শিশির স্পিনারদের সবচেয়ে বড় শত্রু। গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে মুম্বাই, দিল্লি, কলম্বো ও আহমেদাবাদে—যেখানে শিশিরের প্রভাব কম-বেশি থাকবেই। রোহিতের অনুমান, ভারতের প্রায় ৯০ শতাংশ ম্যাচেই শিশির খেলার রং বদলে দিতে পারে।

Read Also: “অন্ধের মতন ব্যাট চালানো কাজ না…” চতুর্থ ম্যাচে গোল্ডেন ডাক অভিষেক শর্মার, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *