ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুটি টি-২০ ম্যাচে হেরে বেশ বেকায়দায় তারা। তবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নেই দলের সঙ্গে। টেস্ট ও একদিনের ম্যাচ খেলে টিম ইন্ডিয়াকে আপাতত বিদায় জানিয়েছেন তিনি। নীল জার্সিতে ফের হিটম্যানকে দেখা যাবে অগস্টের শেষে। এশিয়া কাপে (Asia Cup 2023) ফের দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি। শুধু উইন্ডিজ সফর নয়, গোটা ২০২৩ মরসুম জুড়েই আন্তর্জাতিক টি-২০তে দেখা যায় নি রোহিতকে (Rohit Sharma)। সাথে ভারতীয় দলের আরেক তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) খেলেন নি কুড়ি-বিশের ক্রিকেট। দুই দীর্ঘতর ফর্ম্যাটেই সীমাবদ্ধ থেকেছেন তাঁরা।
২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারত ছিটকে যাওয়ার পরেই এক নয়া পন্থা অবলম্বন করেছিলো বিসিসিআই। রাতারাতি কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলে কেবল মাত্র তরুণ মুখদের সুযোগ দেওয়া হয়েছিলো। অধিনায়ক করা হয়েছিলো হার্দিক পান্ডিয়াকে। গত বছরের নভেম্বরে যখন প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল নিয়ে নামেন হার্দিক (Hardik Pandya), তখন অধিকাংশ বিশেষজ্ঞই একে সাময়িক পন্থা বলে মনে করেছিলেন, কিন্তু এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সিরিজেও রোহিত-কোহলিকে বাইরে রেখেছে বোর্ড। এমনকি উইন্ডিজ বা আয়ারল্যান্ডেও দলে নেই তাঁরা। তবে কি কুড়ি-বিশের ক্রিকেটের দুই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে চিরতরে বাদ দিয়ে দিলেন জয় শাহ’রা? উঠছিলো প্রশ্ন। লম্বা সময়ের মৌনতা ভেঙে অবশেষে গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন রোহিত (Rohit Sharma) স্বয়ং।
Read More: IPL 2024: নতুন মরশুমের আগে দাবার চাল দিল সানরাইজার্স হায়দ্রাবাদ, এই কিংবদন্তিকে করলো দলের হেড কোচ !!
ওয়ার্কলোড সামলাতেই বাদ টি-২০, বলছেন রোহিত-

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। একদিনের সিরিজে দলে থাকলেও কেবল মাত্র একটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। তারপর দলকে বিদায় জানিয়ে উড়ে গিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে। সেখানেই এক অনুষ্ঠানে জাতীয় দলের হয়ে তাঁর টি-২০ ভবিষ্যত নিয়ে মুখ খুলতে দেখা গেলো রোহিত’কে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসসে প্রকাশিত খবর অনুযায়ী রোহিত (Rohit Sharma) জানিয়েছেন বর্তমানে ক্রিকেট দুনিয়ার ঠাসা ক্রীড়াসূচির কারণে তিন ফর্ম্যাটেই খেলা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজেকে তরতাজা রাখতেই টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া সামনে রয়েছে এশিয়া কাপ এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ। ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অব্যাহতি নেওয়ার সেটাও বড় কারণ বলে স্বীকার করেছেন হিটম্যান।
রোহিত (Rohit Sharma) জানান, “এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিলো যে এই বছরটা ৫০ ওভারের বিশ্বকাপের। সব খেলোয়াড়ের পক্ষে সবকটি ফর্ম্যাটে খেলা সম্ভবপর নয়। আমরা ঠাসা ক্রীড়াসূচির দিকে তাকিয়ে কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিলাম। আমিও রয়েছি সেই ক্রিকেটারদের দলে।” তবে বিশ্বকাপ মিটলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি এবং বিরাট কোহলি (Virat Kohli) কি ফিরবেন? এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় নি রোহিতের কাছ থেকে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। উইন্ডিজ সফর চলাকালীন কুড়ি-বিশের বিশ্বকাপের কথাও যে তাঁদের মাথায় ঘুরছে তা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে সেই পরিকল্পনায় রোহিত-বিরাটের স্থান হবে কিনা তার উত্তর আপাতত সময়ের গর্ভে।