Rohit Sharma: সমাপ্ত হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৪। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল দ্বিতীয় খেতাব জয়লাভ করলেও এখনো পর্যন্ত বাংলাদেশের ভক্তরা ভারতীয়দের এই জয় মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে নানাভাবেই তারা ভারতীয় দলের এই জয়ের উপরে প্রশ্ন তুলছেন। প্রসঙ্গত, ম্যাচের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রথম বলে ডেভিড মিলারের হাঁকানো শটটি প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। তবে সূর্যকুমার (Suryakumar Yadav) তার স্নায়ু সচেতন রেখে দুরন্ত একটি ক্যাচ ধরেন।
তবুও বাংলাদেশ ভক্তদের কাছে এটি চিটিং বাযে মনে করে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে ভারতীয় দলকে নিয়ে ব্যাঙ্গ করতে শুরু করে দিয়েছে। নানান রকম এডিটের মাধ্যমে তারা ভারতীয় দলকে দোষী সাব্যস্ত করেছে। এই মুহূর্তে বাংলাদেশী ভক্তদের নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) বাংলাদেশী ভক্তদের নিয়ে পুরানো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। এখানে তিনি বলেছেন বাংলাদেশী ভক্তরা কখনোই ভারতীয় দলকে সমর্থন করেন না।
Rohit Sharma:দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভুরিভোজ, প্লেয়ারদের দেওয়া হবে সংবর্ধনা !!
বাংলাদেশকে নিয়ে অকপট রোহিত
লকডাউন চলাকালীন, তামিম ইকবালের সাথে একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা (Rohit Sharma) বাংলাদেশী ভক্তদের নিয়ে আলোচনা করছিলেন। ভারতে বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশী সমর্থকদের নিয়ে দেওয়া সাক্ষাৎকার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। প্রথমে তামিম রোহিতকে বলেন, “২০১৫ সালের বিশ্বকাপে আপনি আমাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে আবার আমাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন এবং ২০১৯ সালে আবার একবার আপনি আমাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। তবে এই সেঞ্চুরি পিছনে আমার অবদান টাই অনেক। আমি আপনার ক্যাচ ফেলে দিয়েছিলাম এরপর বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এটি আমার কাছে একটি কাল রাতের মতন।”
তামিমের কথাটি শুনে রোহিত শর্মা একটু হেসে তাকে জবাব দিয়েছিলেন, “আপনি ঠিকই বলছেন প্লেয়াররা সব সময় চায় তাদের সেরা প্রদর্শন দেখাতে, কিন্তু এগুলো খেলার অঙ্গ। তবে এটা ঠিক যে খারাপ খেললে বিভিন্ন রকম কথা শুনতে হয়, শুধু মিডিয়া থেকে নয়, মানুষজন বিভিন্ন রকম মতামত দিয়ে থাকেন। তবে আমি মনে করি ভক্তরা আমাদেরকে অনেকভাবেই সাপোর্ট করেন। আমরা যেখানেই খেলি না কেন ভারতীয় দলের ভক্তদের খুঁজে পাই। তবে বাংলাদেশ হল এমন একটি জায়গা যেখানে আমরা কোনদিনই কোন সাপোর্ট পাই না, কারণ বাংলাদেশ ক্রিকেটের প্রতি খুবই সচেতন। তারা ক্রিকেটকে খুব ভালোবাসে।” এরপর রোহিতের সঙ্গে একমত হয়ে তামিম বলেন, “আপনি ঠিক বলছেন বাংলাদেশের জনগণ আমাদেরকে খুবই সাপোর্ট করেন এবং আমাদেরকে ব্যাক করেন।“