হারানো সম্মান ফিরে পাচ্ছেন রোহিত শর্মা, MI দলের ক্যাপ্টেন হিসাবে নিচ্ছেন এন্ট্রি !! 1

Rohit Sharma: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, প্রকাশ্যে আসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশ দলের রিটেনশন তালিকা। গত মৌসুমে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স চর্চার বিষয় বস্তু হয়ে উঠেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচটি শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি শিরোপা জয় করেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মৌসুমে মুম্বই দলের পারফর্মেন্স ছিল অত্যন্ত জঘন্য। টি-টোয়েন্টি ফরম্যাটের তারকা ক্রিকেটারদের গঠিত এই দলের পারফর্মেন্স ছিল খুবই সাধারণ যার জন্যই টুর্নামেন্ট শেষে একদম শেষ স্থানে সমাপ্ত হয়েছিল মুম্বই দলের যাত্রা।

হার্দিককে অধিনায়ক বানিয়ে পস্তাতে হয়েছে মুম্বাইকে

ipl-sachin-rohit-want-hardik-to-leave, kkr
Hardik Pandya | Image: Getty Images

প্রসঙ্গত গত মৌসুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে এন্ট্রি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জানা গিয়েছিল ক্যাপ্টেন্সির লোভে গুজরাত শিবির ছেড়ে মুম্বই দলে এসেছিলেন হার্দিক। ২০২২ সালের মেগা নিলামে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ছেড়ে বড় ভুল করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। যে কারণে গত মৌসুমে ভুল শুধরে নিয়েছিল মুম্বই শিবির, ২০২২ সালের আইপিএলে গুজরাত টাইটান্স দলের অধিনায়ক বানানো হয়েছিল হার্দিককে আর তার অধীনে প্রথম মৌসুমে ট্রফির স্বাদ পেয়েছিল আইপিএলের নব উদ্ভাবন গুজরাত টাইটান্স দল। তবে গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নিজের প্রদর্শন ও তার অধিনায়কত্ব ছিল খুবই নিম্নমানের।

Read More: Rohit Sharma: নিলামে নাম দিচ্ছেন রোহিত শর্মা, ফ্রাঞ্চাইজিরা করবে ব্যাঙ্ক ব্যালান্স করবে শূন্য !!

২০২২ সালের পর দ্বিতীয়বার টেবিলের একদম শেষের স্থানে সমাপ্ত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাম্পেন। তবে আসন্ন মৌসুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রধান কোচের পরিবর্তন করা হয়েছে এবং বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সাথে দলে শামিল করা হয়েছে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ পরেশ মামব্রেকে। পাশাপশি, আজ বিকেলে যে রিটেনশন তালিকা প্রকাশ্যে আসবে সেই তালিকা অনুযায়ী রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তিলক ভার্মা (Tilak Varma) ও নমন ধীরকে (Naman Dheer) ধরে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিতকে দায়িত্ব দিতে চায় টিম ম্যানেজমেন্ট

Rohit Sharma, ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

তবে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) আবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া যাবে। ভারতীয় দলের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিতকে নিয়ে জল্পনা বেশ বেড়ে গিয়েছে। মুম্বাই দলের নতুন কোচ মহেলা জয়বর্ধনে মুম্বাই দলের কোচ হিসাবে পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিতকে আবার চাইছেন।

Read More: লখনৌ ছাড়লেন KL রাহুল, ১৮ কোটির অফার করলেন প্রত্যাখ্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *