আগামী আইপিএলে KKR'এ আসছেন রোহিত শর্মা, অধিনায়ক করে ফিরিয়ে দেওয়া হবে হারানো সম্মান !! 1

আইপিএলের (IPL 2025) ইতিহাসে অসংখ্য তারকা ক্রিকেটারদের উত্থান আন্তর্জাতিক ক্রিকেটকেও প্রভাবিত করেছেন। এই টুর্নামেন্টের মঞ্চে অধিনায়ক হিসাবে ধারাবাহিকভাবে সফলতা পাওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলের নেতৃত্বে আসেন। তিনি ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2025) ট্রফি এনে দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়কের পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই এবার ২০২৬ আইপিএলের আগেই রোহিতের দল পরিবর্তনের জল্পনা সামনে এলো।

Read More: এশিয়া কাপের আগেই মাথায় হাত BCCI-এর, টিমের সাথে দুবাই যাওয়া হচ্ছে না গিল-বুমরাহ সহ এই ক্রিকেটারদের !!

KKR’এ রোহিত শর্মা-

Rohit Sharma,ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

হিটম্যানের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এখনও পর্যন্ত আইপিএলে ৫ বার ট্রফি জয় করেছে। কিন্তু ২০২৪ মরসুমে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আবারও এই দলে ফিরিয়ে আনা হলে রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়কের পদ থেকে সরে যান। দলের চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জল্পনা তৈরি হয়েছিল। ফলে অনেক সমর্থক বিষয়টি মেনে নিতে পারেননি। তারা ম্যাচ চলাকালীন হার্দিকের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন। এর মধ্যেই এবার ট্রেডের মাধ্যমে রোহিতের কলকাতা নাইট রাইডার্সে (KKR) আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে নাইট বাহিনীদের সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার (Abhishek Nayar) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার সঙ্গে হিটম্যানের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। দুজনে একসাথে মুম্বাইয়ের হয়ে এক সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ক্রিকেট মাঠের বাইরেও দুজনের বন্ধুত্বের সম্পর্ক মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে। সূত্র অনুযায়ী অভিষেকের পরামর্শেই রোহিত শর্মা (Rohit Sharma) মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। আগামী মরসুমে নাইট রাইডার্সে (KKR) যোগ দিতে পারেন বলে খবর সামনে এসেছে।

নেতৃত্ব পাবেন‌ রোহিত-

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

কলকাতা গত বছর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) তত্বাবধানে সমর্থকদের রীতিমতো হতাশ করে তারা। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারিনি কেকেআর (KKR)। আন্দ্রে রাসেল (Andre Russell) থেকে অভিজ্ঞ সুনীল নারিন (Sunil Narine) সকলেই ধারাবাহিকভাবে ব্যর্থ হন। ফলে বর্তমানে দলের জন্য নতুন অধিনায়ক খুঁজেছেন কর্মকর্তারা।

সূত্র অনুযায়ী রোহিত শর্মা (Rohit Sharma) কলকাতায় যোগ দিলে তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন। তবে বর্তমানে রোহিত শর্মাকে (Rohit Sharma) নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস (RR), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং দিল্লি ক্যাপিটালসের (DC) মতো দল‌ও মুম্বাই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। উল্লেখ্য এই বছর আইপিএলে ১৫ ম্যাচে ৪ টি অর্ধশতরানের সঙ্গে মোট ৪১৮ রান সংগ্রহ করেছিলেন রোহিত।

Read Also: চোট পেয়ে ছিটকে গেলেন পাঞ্জাব কিংস তারকা, এশিয়া কাপের আগে আশঙ্কায় ক্রিকেটমহল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *