চলতি আইপিএলে (IPL 2025) রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে মুম্বাই দলের শুরুটা ভালো না হলেও টানা ছয় ম্যাচ জিতে আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০০ রানে জয় পেয়েছে মুম্বাই। যার জেরে মুম্বাইয়ের রান রেট আকাশ ছুঁয়েছে। তবে আবারও একবার অবৈধভাবে সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের উপর। বুধবার রাজস্থান বনাম মুম্বাই ম্যাচে একটি ফুটেজকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপরেই উঠল অবৈধ সুবিধা পাওয়ার অভিযোগ।
বাড়তি সুবিধা পেলেন রোহিত শর্মা

গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপেনিং জুটি শতরানের গন্ডি পেরিয়ে যায়। তবে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতে হতো রোহিত শর্মাকে। মুম্বই দলের রান তখন ৯ এবং ব্যক্তিগতভাবে রোহিত শর্মা (Rohit Sharma) ৭ রানে ব্যাটিং করছেন ঠিক তখন আফগান পেসার ফাহজাল হক ফারুকির বলে এলবিডব্লিউ বোল্ড হয়েছিলেন রোহিত। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন প্রাক্তন মুম্বাই অধিনায়ক। তবে এই রিভিউকে ঘিরেই তৈরি হয় সমালোচনা। আসলে রোহিত হয়তো নিজেও ভেবে নিয়েছিলেন তিনি আউট হয়ে গিয়েছেন। যে কারণে রিভিউ নষ্ট না করার সিদ্ধান্ত প্রায় নিয়ে নিয়েছিলেন তিনি, তবে শেষ মুহূর্তে তিনি রিভিউর দাবি জানান।
Read More: IPL 2025: রাজস্থানের হার KKR’এর জন্য কাল, প্লে অফের রাস্তা হলো বন্ধ !!
আর প্রকাশ্যে আসা ফুটেছে দেখা যায় রিভিউ নেওয়ার জন্য যে নির্ধারিত ১৫ সেকেন্ড সময় দেখানো হয় তা অতিক্রম হওয়ার পরেই রিভিউ নিয়েছিলেন রোহিত শর্মা। আর সেটি ধরা পড়েছিল টেলিভিশনে দেখানো রিভিউ টাইমারে। রিভিউ নেওয়ার নিয়ম অনুযায়ী অন ফিল্ড আম্পায়ারের কোন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য খেলোয়াড়কে নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে সেই রিভিউর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হয়। তবে রোহিত যখন রিভিউর জন্য আবেদন করেছিলেন তখন টাইমারে শূন্য হয়ে গিয়েছিল। এক ঝলকে মনে হয়েছিল রোহিতের এই রিভিউর আবেদনটি হয়তো মান্নতা দেবেন না আম্পায়াররা।
মুম্বাই ইন্ডিয়ান্সের উপর উঠলো অভিযোগ

তবে শেষ মুহূর্তে নেওয়ার রোহিতের রিভিউর আবেদনের সাই দেন অনফিল্ড আম্পায়ার রিভিউ নিয়ে দেখা যায় ফারুকির করা বলটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং হয়। যে কারণে রোহিত বড় জীবন দান পান। আর তারপরেই ৫৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন হিটম্যান। নেটিজেনদের দাবি, রোহিতকে যেভাবে ডিআরএস নেওয়ার সুযোগ দেওয়া হল সেটা অবৈধ। আম্বানিদের দল হওয়ার কারণেই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে মুম্বইয়ের বিরুদ্ধে এই প্রথম নয় আগেও বেশ কয়েকবার মুম্বাই ইন্ডিয়ান্সের উপর এধরণের অভিযোগ উঠেছিল।