বিশ্বকাপের ম্যাচে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে আজ বিশ্বকাপের সেমিফাইনালের বড় ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড, গ্রুপ স্টেজে দুর্দান্ত খেলে ভারতীয় দল পৌঁছিয়েছে সেমিফাইনালে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিলাজদের বিরুদ্ধে জয়লাভ করে পাকিস্তান দল পৌঁছিয়েছে ফাইনালে, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ভারতীয় দল অন্যদিকে আফগানিস্তান কে হারিয়ে নিজেদের বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ইংল্যান্ড দল। বিশ্বকাপের মহা মঞ্চে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জস বাটলার।
বিশ্বকাপের বড় ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা
দ্বিতীয় ওভারেই ৫ বলে ৫ রান বানিয়ে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে পৌঁছে যান লোকেশ রাহুল, অন্যদিকে তার সতীর্থ রোহিত শর্মা ব্যাটে বলে সংঘর্ষ করতে বারবার ব্যর্থ হয়েছেন, ভালো শট খেললেও গ্যাপ খুঁজে পাচ্ছিলেন না রোহিত, বারবার চেষ্টা চালাচ্ছিলেন বড় শট খেলে বিপক্ষ দলকে বিপদে ফেলতে কিন্তু তিনি করতে তা ব্যর্থ হচ্ছিলেন। স্যাম কুরানের বলে একবার সুযোগ এসেছিল কিন্তু ক্যাচ ফেলে দিয়েছিলেন ব্রুক, তখন মনে হচ্ছিল আজকে রোহিত শর্মা লম্বা ইনিংস খেলতে পারেন, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হলেন, রোহিত মাত্র ৪ টি চার মেরে ২৮ বলে ২৬ রান করে ক্রিস জর্ডানের শিকার হন। রোহিত আউট হতেই টুইটারে ট্রোলের সম্মুখীন হন হিটম্যান।
দেখেনিন টুইট
Indian fans to rohit sharma #INDvsENG #Rohitsharma pic.twitter.com/CCnmMn5t6s
— Rohit Yadav (@Its_RohitY) November 10, 2022
I don't understand what he was doing, wasted balls and then got out #rohitsharma 🤡#INDvsENG pic.twitter.com/VXRtvmIOv2
— Akshat (@AkshatOM10) November 10, 2022
He should retire from T20s after this WC
— Ankit Sehrawat (@AnkitSehrawat22) November 10, 2022
Bavuma of India
or
Kane Williamson of India pic.twitter.com/RQEDHwdx89— Opening Batsman (@InformationUniv) November 10, 2022
Cricket Lovers talking about K L Rahul's performance 👇🤦♂️#INDvsENG #T20WorldCup #RohitSharma pic.twitter.com/dh95n2EfRP
— देशी छोरा (@Deshi_Indian01) November 10, 2022