অধিনায়ক হিসেবে এই কাজ করে আবারও সকলের হৃদয় কেড়ে নিলেন রোহিত শর্মা 1

গত ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ষষ্ঠবারের জন্য ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্সের। কার্যত দাপটের সাথেই তারা হারিয়েছিল টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি ক্যাপিটালসকে। এর আগে লিগ পর্যায়ের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ১০ উইকেটে পর্যদুস্ত হওয়ার পর নিজেদের প্রমাণ করতে মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স, আর সেই কাজ একেবারে ভালো ভাবেই করেছে দিল্লি ক্যাপিটালসকে পর্যদুস্ত করে।

অধিনায়ক হিসেবে এই কাজ করে আবারও সকলের হৃদয় কেড়ে নিলেন রোহিত শর্মা 2

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অনেকেই রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করেছিলেন। ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা, সকলেই মনে করেছেন, অত্যন্ত ভালো বোলিং পরিবর্তন করেছেন হিটম্যান, যার জেরে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা কখনই দাপট দেখাতে পারেননি। আর সেই মত দিল্লি ক্যাপিটালসকে একেবারে চেপে ধরেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। তবে সেই ম্যাচে মুম্বইয়ের একজন বোলারই বেশ অনেক মার খেয়ে গিয়েছিলেন, আর তিনি হলেন রাহুল চাহার। তরুণ এই লেগস্পিনারকে একেবারে টার্গেট করে মেরেছিলেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। সেই ম্যাচে শেষ অবধি ৬৫ রান করে আউট হন স্টোইনিস, আর তার পরেই দিল্লির আশা শেষ হয়ে যায়।

Mumbai Indians: IPL 2020: Pitch was helping spinners, says Mumbai Indians' Rahul  Chahar | Cricket News - Times of India

এবারের আইপিএল এ অন্যতম খারাপ পারফর্মেন্স করে বসেন মুম্বইয়ের এই তরুণ লেগস্পিনার। এমন অবস্থা হয়েছিল যে, দলের গুরুত্বপূর্ণ স্পিনার হয়েও তিনি কেবল মাত্র দুই ওভারই করতে পেরেছিলেন। নিজের দুই ওভারে ৩৫ রান দিয়ে বসেছিলেন চাহার। এই অবস্থায় যে কোনও বোলারের মানসিকতা ভেঙে পড়ে যাওয়ার কথা, আর তেমনই হয়েছিল রাহুল চাহারের। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স দলে সবসময় মানসিকতা শক্ত রাখতে হয়, আর সেই কারণে অধিনায়ক রোহিত শর্মা এমন একটি কাজ করলেন, যা মোহিত করেছে সকলকে।

IPL 2019, MI vs KKR: Mumbai Indians leg spinner Rahul Chahar looks up to  Imran Tahir for guidance - India News , Firstpost

সাধারণত কোনও ম্যাচের ইনিংসের পর বোলিং দলের যে খেলোয়াড় সবথেকে ভালো পারফর্ম করেন, তিনিই সাধারণত দলকে নেতৃত্ব দিয়ে প্রতিপক্ষ দলের সাথে করমর্দের জন্য এগিয়ে যান, এটাই ক্রিকেটের রীতি। কিন্তু সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা সেই রীতি একেবারে ভেঙে দেন। প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ, নিজের চার ওভারে ১৪ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। স্বভাবতই জসপ্রীত বুমরাহেরই দলকে নেতৃত্ব দেওয়ার কথা প্রতিপক্ষ দলের সাথে করমর্দন করার জন্য। কিন্তু তা না করে মানসিকতায় ভেঙে পড়া রাহুল চাহারকে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেন রোহিত, যাতে তিনি আবারও হাসিখুশি হয়ে যান।

আর রোহিতের এই কার্যকলাপে অত্যন্ত খুশি হন দর্শক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। প্রত্যেকেই রোহিতের প্রশংসা করেন নিজের দলের বোলারের পাশে দাঁড়ানোর জন্য। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই সিদ্ধান্তকে নিয়ে বেশ হৃদয় ছোঁয়া পোস্ট করেন। এরপর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালস কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *