IPL 2025: আইপিএলের মেগা নিলামের মধ্যে দিয়ে অসংখ্য নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাদের নিয়ে বর্তমানে নতুন করে একাদশ তৈরি করছে ফ্রাঞ্চাইজিগুলি। তবে অনেকে ক্রিকেটারকে আশা নিয়ে দলে ধরে রাখলেও চলমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলের বোঝা হয়ে উঠেছেন তারা। মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এখনও পর্যন্ত এই বছর একটিও ম্যাচে জয় তুলে নিতে পারিনি। ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে তাকে নিয়ে বিরম্বনায় পড়েছেন দলের কর্মকর্তারা।
Read More: IPL 2025: স্টার্ককে ছেঁটে মস্ত ভুল করেছে কলকাতা, খেসারত দিতে হচ্ছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের’ !!
দলের বোঝা হয়ে উঠেছেন রোহিত শর্মা-

এই বছর আইপিএলে এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে রোহিত শর্মা (Rohit Sharma) ওপেনিং করতে নেমে শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। খলিল আহমেদের (Khali Ahmed)l দুরন্ত বলে শিবম দুবের (Shivam Dube) হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন এই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচে সমর্থকরা অনেক আশা নিয়ে রোহিতের (Rohit Sharma) দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু তিনি গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষেও বড়ো রান করতে ব্যর্থ হন। ৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন রোহিত। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও দলকে ৫ বার ট্রফি এনে দেওয়া প্রাক্তন অধিনায়ককে একাদশের বাইরে করে দিতে পারছেন না মুম্বাই কর্মকর্তারা। ফলে রোহিত বর্তমানে দলের বোঝা হয়ে উঠেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ব্যাট হাতে বড়ো ইনিংস গড়তে গিয়েও উইকেট হারালেন রোহিত শর্মা। শুরুতে সাবধানে ব্যাটিং করলেও ষষ্ঠ ওভারের আন্দ্রে রাসেলের বলে ধরা দেন তিনি। হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে ১২ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন রোহিত।
ধারাবাহিকভাবে ব্যর্থ মুম্বাই ইন্ডিয়ান্স-

গত বছর হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নতুন অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগদান করেন। কিন্তু দলকে সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই বছর আইপিএলেও পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ৪ উইকেটে চেপক স্টেডিয়ামে হারের সম্মুখীন হয় এই দলটি। এরপর গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ১৯৭ রান তাড়া করতে নেমে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।