সময় বদলাতে যে বেশী সময় লাগে না, তা বোঝা যাচ্ছে রোহিত শর্মা’কে (Rohit Sharma) দেখেই। গত জুন মাসেই ভারতের অন্যতম সেরা অধিনায়কের তকমা পাচ্ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই এগারো বছর পর আইসিসি আয়োজিত টুর্নামেন্ট জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। সতেরো বছর পর রোহিতের ক্যাপ্টেন্সিতেই ভারত জিতেছিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। কিন্তু মাত্র ৫ মাসের ব্যবধানেই সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে অপ্রত্যাশিত পরাজয়ের পর ধিকিধিকি জ্বলছিলো রোহিত (Rohit Sharma) বিরোধী আগুনটা, কিন্তু দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর তা পরিণত হয়েছে দাবানলে। ২০১২ থেকে ঘরের মাঠে টেস্টে অপরাজিত ছিলো দল। ধোনি, কোহলির হাত ধরে তৈরি হয়েছিলো সেই অনন্য রেকর্ড। তা ধূলিসাৎ হয়েছে রোহিত শর্মা’র জমানায়।
Read More: “এদের তো পাকিস্তানও হারিয়ে দেবে ..”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই টিম ইন্ডিয়াকে খোঁচা ওয়াসিম আক্রমের !!
আত্মসমালোচনা রোহিতের গলায়-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর রোহিত শর্মা (Rohit Sharma) সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, “১২ বছরে একটা তো হতেই পারে।” কিন্তু ওয়াংখেড়েতে তৃতীয় ম্যাচেও হারের পর ততটা সপ্রতিভ দেখায় নি তাঁকে। বরং কন্ঠস্বরে যন্ত্রণার ছবিটা স্পষ্ট ছিলো। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় হতাশার কথা স্বীকার’ও করে নিতে দেখা যায় তাঁকে। সোজাসুজিই বলেন, “হ্যাঁ, অবশ্যই এই টেস্ট সিরিজ হার সহজ বিষয় নয়। হজম হচ্ছে না ঠিকই কিন্তু এটাকে মেনে আমাদের নিতেই হবে। আমাদের থেকে ওরা (নিউজিল্যান্ড) অনেক ভালো খেলেছে। এটা স্বীকার করে নেওয়া ছাড়া উপায় নেই। কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। সেগুলো কাজে আসে নি।”
নিজের পারফর্ম্যান্সেও তিনি যে অখুশি তা জানিয়েছেন রোহিত (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে বেঙ্গালুরুতে প্রথমে ব্যাটিং বা ওয়াংখেড়েতে র্যাঙ্ক টার্নারের মত ভুলে ভরা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট হাতে গোটা সিরিজে করেছেন কেবল ৯৩ রান। সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক জানান, “মানতে কোনো দ্বিধা নেই যে একজন অধিনায়ক ও একজন ব্যাটার হিসেবে আমি এই সিরিজে মোটেই সেরা ছন্দে ছিলাম না।” পুণে ম্যাচের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে ‘সমষ্টিগত ব্যর্থতার’ ফলশ্রুতি এই পরাজয়। গতকাল মুম্বইতেও একই কথা বললেন তিনি। ইতিবাচক দিক হিসেবে একমাত্র ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের (Shubman Gill) পারফর্ম্যান্সের কথা উল্লেখ করেন তিনি।
সরতে পারেন রোহিত শর্মা-
রোহিত (Rohit Sharma) গতকাল জানিয়েছেন যে ‘বেশীদূর এগিয়ে ভাবতে চান না তিনি’ কিন্তু লাল বলের ফর্ম্যাটে তাঁর আসন যে নড়বড়ে তা সম্ভবত অনুধাবন করতে পারছেন তিনি। সূত্রের খবর যে নিউজিল্যান্ড সিরিজের পারফর্ম্যান্স পর্যালোচনা করে দেখতে চলেছে বিসিসিআই। বর্ডার-গাওস্কর ট্রফির কথা ভেবে চটজলদি সিদ্ধান্ত নিচ্ছেন না জয় শাহ’রা। কিন্তু কোহলি, রোহিত, অশ্বিন, জাদেজাদের মত সিনিয়ররা আপাতত মোটেই সুবিধাজনক পরিস্থিতিতে নেই। তাঁদের মধ্যে অন্তত দু’জনকে অজি সিরিজের পরেই সরিয়ে দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারথ্ টেস্টে ব্যক্তিগত কারণে খেলছেন না রোহিত। নেতৃত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। খুব দ্রুত তাঁর হাতেই পাকাপাকি ভাবে তুলে দেওয়া হতে পারে দায়িত্ব। ৩৮ পেরোনো রোহিত (Rohit Sharma) দায়িত্ব বা জায়গা হারানো অবধি অপেক্ষা না করে সরাসরি সরেই দাঁড়াতে পারেন দিনকয়েকের মধ্যে।