টেস্ট ক্রিকেটে কেরিয়ারের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে প্রশ্নের মুখে তিনি। দেশের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজ হেরেছে তাঁর নেতৃত্বাধীন ভারত। শুধু হার নয় ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হতে হয়েছে হোয়াইটওয়াশও। নিউজিল্যান্ড সিরিজের লজ্জা সামলে ওঠার আগেই অস্ট্রেলিয়া সফরে গিয়েও পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। গোদের উপর বিষফোঁড়ার মত দেখা দিয়েছে অফ ফর্ম। ব্যাট হাতে ২০২৪ সালে রোহিত (Rohit Sharma) ১৪ টেস্টে করেছেন মাত্র ৬১৯ রান। গড় ছিলো ২৫-এর নীচে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংসও খেলতে পারে নি। অস্ট্রেলিয়া সফরে ৫ ইনিংসে ৬.২০ গড়ে করেছেন মাত্র ৩১ রান। ব্যর্থতার অন্ধকারে ডুবে থাকা অধিনায়ক আর কতদিন সাদা জার্সি গায়ে চাপাবেন তা নিয়ে সন্দিহান অনেকেই।
Read More: “দেখব ক’জন রঞ্জি খেলে…” টিম ইন্ডিয়ার তারকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গাওস্কর, কড়া হতে নির্দেশ গম্ভীরকে !!
টেস্ট ভবিষ্যৎ নিয়ে অকপট রোহিত-
সিডনিতেই কি লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)? আচমকা তিনি সরে দাঁড়ানোয় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলে। ম্যাচ চলাকালীনই অবশ্য জটিলতা দূর করেছেন তিনি। সাক্ষাৎকারে জানান, “ফর্ম আজ খারাপ আছে। দুই মাস বা পাঁচ মাস পর যে ভালো হবে না তার কোনো নিশ্চয়তা নেই।” হিটম্যানের সাফ মন্তব্য “…মাইক, ল্যাপটপ বা পেন হাতে বসে কে কি বললো বা লিখলো তাতে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। আমরা দীর্ঘ সময় খেলেছি। ওনারা স্থির করতে পারেন না কে কখন খেলবে, কে কখন বাইরে বসবে, কে অধিনায়ক হবে।” খানিক মজা করেই বলেন, “আরে বুদ্ধিশুদ্ধি আমার যথেষ্ট রয়েছে। দুই বাচ্চার বাবা আমি। জানি কখন করতে কি করতে হয়।” সাজঘরে ফেরার আগে বলেন, “এই ম্যাচ থেকে সরেছি। অবসর নিই নি।”
এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক পদে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) যে দু’টি ম্যাচে রোহিত (Rohit Sharma) খেলেন নি সেখানে নেতৃত্ব’ও দিয়েছেন তিনি। তবে আগামীতে তাঁর হাতেই যে স্থায়ী অধিনায়কত্ব যাবে সে বিষয়ে নিশ্চিত নন রোহিত। স্টার স্পোর্টসের তরফে প্রশ্ন রাখা হয়েছিলো যে উত্তরসূরি হিসেবে কাকে দেখছেন তিনি। উত্তরে হিটম্যান জানান, “কে ভারতকে নেতৃত্ব দিতে পারে তা এখনি বলে দেওয়া বেশ কঠিন। বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তবে আমি চাই ওরা বুঝুক পদটার গুরুত্ব, তাৎপর্য ঠিক কতটা। ওদের অধিনায়কত্ব অর্জন করতে দিন। আমি, বিরাট কোহলি, এম এস ধোনি বা বুমরাহ-আমাদের থালায় সাজিয়ে কেউ নেতৃত্ব দেয় নি। আমরা অর্জন করেছি। সেটা। ওদেরও তেমনই লড়াই করে ছিনিয়ে নিতে দিন।”
রোহিত কি খেলবেন? বল BCCI-এর কোর্টে-
রোহিত শর্মা (Rohit Sharma) নিজে জানিয়ে দিয়েছেন যে টেস্ট থেকে এই মুহূর্তে অবসর নেওয়ার আকাঙ্ক্ষা নেই তাঁর। কিন্তু তাঁকে নিয়ে বিসিসিআই কি অবস্থান নেয় সেদিকে নজর ক্রিকেটদুনিয়ার। সিডনি টেস্টের ঠিক আগে সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে নির্বাচক প্রধান অজিত আগরকারের সাথে আলোচনায় বসেছেন রোহিত (Rohit Sharma)। ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপ ফাইনাল অবধি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচটিতে ৬ উইকেটে হারার ফলে লর্ডসের দ্বৈরথে নামার যোগ্যতাই অর্জন করতে পারে নি ভারত। জুনের শেষে ইংল্যান্ড সফর দিয়ে লাল বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটানোর কথা ‘মেন ইন ব্লু’র। হেডিংলেতে নীল ব্লেজার গায়ে রোহিত (Rohit Sharma) আদৌ টস করতে নামার সুযোগ পান কিনা সে বিষয়ে নিশ্চিত নয় বিশেষজ্ঞমহল।
Also Read: ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা, BGT হারের পরেই অবসরে তারকা অলরাউন্ডার !!