চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) ঘিরে ভারত-পাক দ্বন্দ্ব চরমে উঠেছিলো মাসখানেক আগে। পড়শি দেশ আয়োজনের দায়িত্ব পাওয়ায় আপত্তি তুলেছিলো বিসিসিআই। পাকিস্তানের মাটিতে নিরাপদ নয় ভারতীয় ক্রিকেটাররা, সুর চড়িয়ে জানিয়েছিলো ভারতীয় বোর্ড। পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে রাজী হয় নি কেন্দ্রীয় সরকার’ও। টিম ইন্ডিয়ার (Team India) তরফে সওয়াল করা হয় হাইব্রিড মডেলের পক্ষে। কিন্তু কিছুতেই ম্যাচ হাতছাড়া করতে রাজী ছিলো না পিসিবি। উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির দড়ি-টানাটানিতে উত্তপ্ত হয়েছিলো পরিস্থিতি। একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলো গোটা টুর্নামেন্টেরই ভবিষ্যৎ। দীর্ঘ আলাপ-আলোচনা শেষে অবশ্য মিলেছে সমাধানসূত্র। শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে রাজী হয়েছে পাকিস্তান। ‘মেন ইন ব্লু’ নিজেদের ম্যাচগুলি খেলবেন দুবাইতে।
Read More: নিয়তির পরিহাস ! ‘বাতিল’ রাহানের নেতৃত্বেই রঞ্জি খেলবেন রোহিত, জানিয়ে দিলেন MCA কর্তা !!
পাকিস্তান যেতে পারেন রোহিত শর্মা-
২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বড়সড় নৈতিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বিসিসিআই-এর দাবী মেনে তাদের ম্যাচগুলি পাকিস্তান থেকে দুবাইতে সরাতে বাধ্য হয়েছে আইসিসি। ভারতকে বাদ দিয়ে প্রতিযোগিতা আয়োজিত হোক, আবেদন করেছিলো পিসিবি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলো তারা। কিন্তু মুহূর্তেই খারিজ হয়ে গিয়েছে এই আবেদন। ২০২৩-এর এশিয়া কাপ (Asia Cup) যেমন হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিলো, তেমন ভাবেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025)। ফেব্রুয়ারির ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ-এ’তে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ভারতীয় দল। ২৩ তারিখ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আর মার্চ মাসের ২ তারিখ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।
ম্যাচ খেলতে ভারতীয় দল’কে যে পাকিস্তানে যেতে হবে না তা এতদিনে জেনে গিয়েছেন ক্রিকেটজনতা। কিন্তু বিসিসিআই-এর আপত্তি সত্ত্বেও অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) যেতে হতে পারে প্রতিবেশী দেশে। সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। প্রত্যেকটি আইসিসি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের নিয়ে একটি ফোটোশ্যুট করার প্রথা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক দেশ পাকিস্তানেই সেই ফোটোশ্যুটটি হওয়ার কথা এবার। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে সেখানে যেতে হতে পারে রোহিতকে (Rohit Sharma)। তবে ভারত-পাক (IND vs PAK) সংঘাত এড়াতে যদি এই ফোটোশ্যুটটি দুবাইতে সরিয়ে আনা হয় অথবা বাতিল করা হয়, সেক্ষেত্রে আর ওয়াঘা সীমান্ত পেরোতে হবে না রোহিতকে।
পাকিস্তানে গিয়েছিলেন বিনি-শুক্ল-
২০২৩ সালে এশিয়া কাপ (Asia Cup) আয়োজনের কথা ছিলো পাকিস্তানের। কিন্তু বিসিসিআই বেঁকে বসায় দেখা গিয়েছিলো অচলাবস্থা। শেষমেশ হাইব্রিড মডেলেই সিলমোহর দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। ৪টি মাত্র ম্যাচ আয়োজিত হয়েচিলো পাকিস্তানে। ভারতের সব ক’টি ম্যাচ এবং সম্পূর্ণ নক-আউট পর্ব সরে গিয়েছিলো দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সেবারও সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠান’টি আয়োজন করেছিলো পিসিবি। তাদের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে সামিল হতে পড়শি দেশে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny) ও সহ-সভাপতি রাজীব শুক্ল। দেশে ফিরে ইতিবাচক মন্তব্য করেছিলেন দু’জনেই। “পিসিবির আতিথ্য ভালো লেগেছে, ক্রিকেটই পারে দুই দেশের সম্পর্কের জটিলতা মেটাতে।” বলেছিলেন শুক্ল (Rajeev Shukla)। “আমাদের রাজার হালে রাখা হয়েছিলো। দুর্দান্ত সময় কাটালাম। খুব ভালো অভিজ্ঞতা।” জানিয়েছিলেন রজার বিনি।