২০২৪-এ টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বছর ঘুরতে না ঘুরতেই তিনি বিদায় নিয়েছেন টেস্ট থেকেও। গত মে মাসের ৭ তারিখ হঠাৎ’ই একটি ইন্সটাগ্রাম স্টোরি মারফত লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত অনুরাগীদের জানিয়ে দেন তিনি। টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে ক্যাপশনে রোহিত লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সর্বোচ্চ সম্মানের। এত বছর ধরে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ।” তবে এখনও যে ওয়ান ডে’তে দেশের প্রতিনিধিত্ব করতে চান তা বিদায়বার্তায় স্পষ্ট করেছিলেন তিনি। ২০২৭-এর বিশ্বকাপকে ফোকাসে রেখে এগোতে চেয়েছিলেন রোহিত। কিন্তু ৩৮ পেরোনো তারকাকে আরও দুই বছর খেলার সুযোগ বোর্ড দেবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
Read More: এশিয়া কাপ নিয়ে আশার আলো, চূড়ান্ত বৈঠকে BCCI’এর উপস্থিতি নিয়ে তৈরি হলো জটিলতা !!
ওয়ান ডে’তে অনিশ্চিত রোহিত শর্মা-

টেস্টে রোহিতের (Rohit Sharma) সরে দাঁড়ানোর নেপথ্যে অফ-ফর্ম। গোটা ২০২৪ জুড়ে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিলো হিটম্যানের ব্যাটে। বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। রানের মুখ দেখেন নি অস্ট্রেলিয়া সফরেও। ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নে মোট ৫ ইনিংসে রোহিত (Rohit Sharma) করেছিলেন ৩১। গড় ছিলো ৬.২০। কোনো ভারতীয় টপ-অর্ডার ব্যাটারের ক্ষেত্রে যা অস্ট্রেলিয়া সফরের ইতিহাসে সর্বনিম্ন। এরপর সিডনিতে সিরিজের শেষ ম্যাচ থেকে বাধ্য হয়েই নিজেকে সরিয়ে নেন রোহিত। “অবসর নিচ্ছি না,” সেই সময় স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে অবস্থান বদলান তিনি। সাদা জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তই নেই মুম্বইয়ের তারকা। সেই সিদ্ধান্তের নেপথ্যে বোর্ড ও কোচ গৌতম গম্ভীরের ভূমিকাও রয়েছে বলে মত বিশেষজ্ঞমহলের। নতুন রক্ত আমদানি করতে চাইছিলেন তাঁরা।
এবার টেস্টের মত ওয়ান ডে’তেও রোহিতের (Rohit Sharma) জন্য ‘পারফর্ম অর পেরিশ’ নীতি নিতে চলেছে বোর্ড। অগস্টের বাংলাদেশ সফর ভেস্তে যাওয়ার পর শ্রীলঙ্কার সাথে সম্ভাব্য সিরিজ নিয়ে আলোচনা চালাচ্ছে বিসিসিআই। যদি সবুজ সংকেত মেলে তাহলে দ্বীপরাষ্ট্রেই মাঠে ফিরতে চলেছেন রোহিত। এই সিরিজ ‘ডু অর ডাই’ হতে পারে তাঁর জন্য। যদি রান না পান সেক্ষেত্রে দলে তিনি অটোমেটিক চয়েজ থাকবেন না বলেই হিটম্যানকে জানিয়ে দিয়েছে বোর্ড। খোয়াতে পারেন নেতৃত্ব’ও। অধিনায়কত্ব হাতছাড়া হলে তিনি যে আর কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চান না তা কোচ গৌতম গম্ভীরকে নাকি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রোহিত (Rohit Sharma), খবর সংবাদমাধ্যম সূত্রে। সেক্ষেত্রে ২০২৭-এর বিশ্বকাপের আগেই নতুন অধিনায়কের হাতে ওয়ান ডে স্কোয়াডের ভার তুলে দিতে হবে বিসিসিআই-কে। রোহিতের উত্তরসূরি কে হবেন তা নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তাও শুরু করেছে তারা।
নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে বোর্ড-

গত বছর রোহিতের টি-২০ অবসরের পর কুড়ি-বিশের ফর্ম্যাটে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিলো সূর্যকুমার যাদব’কে। সম্প্রতি তিনি টেস্ট থেকে অবসর গ্রহণ করায় লাল বলের ক্রিকেটে নেতৃত্বভার বিসিসিআই সঁপে দিয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। রোহিত পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালে কে নেতৃত্ব ভার পান সেদিকে নজর রয়েছে ক্রিকেটজনতার। বোর্ড সূত্রে খবর যে আপাতত দৌড়ে রয়েছেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। শুভমানকে সম্ভাব্য নেতা হিসেবে আগেই চিহ্নিত করেছিলো বিসিসিআই। গত বছরই সাদা বলের দুই ফর্ম্যাটে সহ-অধিনায়ক করা হয়েছিলো তাঁকে। গত দুই বছরে অধিনায়ক হিসেবে আইপিএলের আঙিনায় শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সাফল্য দৌড়ে জায়গা করে দিয়েছে তাঁকেও। তবে কোচ গম্ভীরের প্রথম পছন্দ এখনও শুভমান বলেই জানাচ্ছেন বিসিসিআই কর্তারা। শিকে ছিঁড়তে পারে তাঁরই ভাগ্যে।