গত মার্চ মাসে ভারতের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর আইপিএলে দেখা গিয়েছে তাঁদের। তবে জুনের গোড়াতেই শেষ হয়েছিলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও। তার পর ক্রিকেট থেকে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন দুই মহাতারকাই। টি-২০ থেকে তাঁর অবসর নিয়েছিলেন ২০২৪য়েই। মে মাসে মাত্র পাঁচ দিনের ব্যবধানে টেস্ট থেকেও সরে দাঁড়ানোয় ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলা হয় নি তাঁদের। ঠিক ছিলো অগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজে কামব্যাক করবেন রোহিত (Rohit Sharma) এবং কোহলি। কিন্তু কূটনৈতিক কারণে সেই বৈঠক ভেস্তে যাওয়ায় পিছিয়েছে তাঁদের প্রত্যাবর্তন। সব ঠিকঠাক থাকলে অক্টোবরের অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে তাঁদের। তারই প্রস্তুতি হিসেবে দিনকয়েকের মধ্যেই মাঠে নেমে পড়ছেন তাঁরা। সেপ্টেম্বরেই ভারতীয় যুব দলের হয়ে খেলতে পারেন তাঁরা।
Read More: নেতার আসনে ক্ষণস্থায়ী শ্রেয়স আইয়ার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে KL রাহুল সামলাবেন দায়িত্ব !!
ভারত-এ’র হয়ে খেলবেন দুই তারকা-

২০২৩-এ ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় নি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’দের (Rohit Sharma)। আহমেদাবাদের মাঠে ফাইনালে মুখ থুবড়ে পড়েছিলো ‘মেন ইন ব্লু’র অশ্বমেধের ঘোড়া। বাজিমাত করে গিয়েছিলো প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সেই ক্ষত ২০২৭-এ ভুলতে চান দুই কিংবদন্তিই। সেই কারণেই টি-২০ ও টেস্ট থেকে সরে দাঁড়ালেও ওয়ান ডে’তে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু আদৌ বিশ্বকাপে তাঁদের দেখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। রোহিত (Rohit Sharma) বা কোহলির দক্ষতা নিয়ে সংশয় না থাকলেও প্রশ্ন থাকছে তাঁদের বয়স নিয়ে। ৩৮ পেরিয়েছেন হিটম্যান। বিরাটও ৩৬ ছোঁবেন আগামী নভেম্বরে। দুই বছর পর বিশ্বকাপ খেলার মত ফিটনেস ধরে রাখতে পারবেন তাঁরা? চিন্তায় নির্বাচকেরা।
টি-২০ ও টেস্ট খেলছেন না কোহলি (Virat Kohli) ও রোহিত (Rohit Sharma)। আগামী দেড় বছরে ভারত ওয়ান ডে খেলবে মাত্র ২৪টি। বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতার জন্য এত কম ম্যাচ প্র্যাক্টিস যথেষ্ট নয় বলে মনে করছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। দুই মহারথীকে নিয়মিত ক্রিকেটের মধ্যে রাখার জন্য তাই নতুন পরিকল্পনা নিচ্ছে তারা। ঘরোয়া ক্রিকেট ও যুব দলের হয়েও মাঠে নামার নির্দেশ দেওয়া হচ্ছে তাঁদের। চলতি মাসের ১৬ ও ২৩ তারিখ থেকে লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে দু’টি বেসরকারী টেস্ট রয়েছে ভারত-এ (India-A vs Australia-A) দলের। তারপর ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর কানপুরে রয়েছে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর মিলেছে যে গ্রিনফিল্ড স্টেডিয়ামে ঐ তিনটি ম্যাচে ভারত-এ’র জার্সিতে দেখা যাবে রো-কো জুটিকে।
ফিটনেসে চমক দিলেন রোহিত-কোহলি-

বয়স বাড়লেও তাঁদের শারীরিক দক্ষতায় এখনও পর্যন্ত মরচে ধরে নি তার প্রমাণ দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। গত সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দেন হিটম্যান। বহুচর্চিত ব্রঙ্কো টেস্ট দিতে হয় নি তাঁকে। তবে ইয়ো ইয়ো টেস্টে সহজেই পাস করে গিয়েছেন তিনি। বেশ কয়েক কেজি ওজন ঝরিয়ে যে মাঠে ফিরতে চলেছেন তিনি, তার প্রমাণ মিলেছে রোহিতের সাম্প্রতিক ছবিগুলি থেকে। ভারতে নেই বিরাট (Virat Kohli)। পরিবারের সঙ্গে তিনি আপাতত লন্ডনে। সেখানেই ফিটনেস পরীক্ষা দিয়েছেন তিনিও। পাস করতে সমস্যা হয় নি ব্যাটিং তারকাদের। গোটা প্রক্রিয়াটাই হয়েছে বিসিসিআই কর্তাদের পর্যবেক্ষণে। ভারতীয় ক্রিকেটে তারকা সংস্কৃতি শেষ করার চেষ্টা করছে বোর্ড। সেখানে বিরাটকে লন্ডনে কেন ফিটনেস পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হলো তা নিয়ে অবশ্য তৈরি হয়েছে বিতর্ক।