rohit-kohli-odi-chapter-to-close-soon
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) । চলতি বছরের মে মাসে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আচমকাই টেস্ট থেকেও অবসর ঘোষণা করে দেন তাঁরা। শুধুমাত্র ওয়ান ডে’তেই ফোকাস করতে চান, জানিয়েছিলেন দু’জনেই। ২০২৭-এর বিশ্বকাপই যে লক্ষ্য তাঁদের, তা দিনের আলোর মত পরিষ্কার। কিন্তু দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া বা জিম্বাবুয়ের মাঠে খেলার সুযোগ আদৌ পাবেন দুই কিংবদন্তি তারকা? দেখা দিয়েছে প্রশ্ন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে টি-২০ বা টেস্ট দলের মত ওয়ান ডে স্কোয়াডকেও ঢেলে সাজাতে চাইছে বোর্ড। চল্লিশ ছুঁইছুঁই দুই তারকাকে বয়ে বেড়ানোর বদলে নতুনদেরই এখন নিয়মিত দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। ফলে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ‘অটোমেটিক চয়েজ’ তকমা হয়ত হারাতে পারেন দু’জনেই।

Read More: প্রত্যাবর্তন প্রশাসক সৌরভের, আগামী মাসেই রাজ্য ক্রিকেট সংস্থার দায়িত্বে ফিরছেন মহারাজ !!

রো-কো জুটি নিয়ে দ্বিধায় বোর্ড-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এই মুহূর্তে রোহিতের (Rohit Sharma) বয়স ৩৮, কোহলির (Virat Kohli) ৩৬। ২০২৭-এর বিশ্বকাপের সময় ৪০ পেরিয়ে যেতে পারে হিটম্যানের বয়স। বিরাটও ছুঁয়ে ফেলবেন ৩৮-এর গণ্ডি। বড় মঞ্চের জন্য তাঁরা ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় বোর্ডকর্তারা। উপযুক্ত ম্যাচ প্র্যাক্টিসের অভাবও ভাবাচ্ছে বিসিসিআই। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া ও নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে রয়েছে ভারতের। এছাড়া আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ ও জুলাইতে ইংল্যান্ড সিরিজ মিলিয়ে মোট ছয়টি ওয়ান ডে খেলবে ‘মেন ইন ব্লু।’ এত অল্প সংখ্যক ম্যাচ খেলে আদৌ বিশ্বকাপের মত টুর্নামেন্টের প্রস্তুতি সারতে পারবেন কোহলি ও রোহিত (Rohit Sharma) ? সেই প্রশ্নেও দ্বিধাগ্রস্ত বিসিসিআই। বদলে তরুণদের সুযোগ দিয়ে বিশ্বকাপের আগে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সাথে সড়গড় করে নেওয়া যায় কিনা তা নিয়ে চলছে ভাবনাচিন্তা।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “হ্যাঁ, বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমাদের হাতে বিশ্বকাপের জন্য আরও দুই বছর সময় রয়েছে (২০২৭-এর নভেম্বর)। (বিরাট) কোহলি ও রোহিত (শর্মা)- দু’জনেই ৪০-এর দ্বারপ্রান্তে পৌঁছে যাবে তখন। তাই বড় প্রতিযোগিতার জন্য আমাদের একটা স্পষ্ট পরিকল্পনা থাকা দরকার, কারণ আমরা ২০১১তে শেষবার (বিশ্বকাপ) জিতেছি। এই সময়ের মধ্যে আমাদের বেশ কয়েকজন তরুণকে পরখ করে দেখে নিতে হবে।” রোহিত (Rohit Sharma) ও কোহলি সরে দাঁড়ালে কারা হতে পারেন তাঁদের উত্তরসূরি? ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। ওপেনার হিসেবে হিটম্যানের শূন্যস্থান পূরণ করার দৌড়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন’রা। তিন নম্বরে বিরাটের (Virat Kohli) বদলি হিসেবে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। এছাড়া ঋষভ পন্থকেও খেলিয়ে দেখতে পারেন কোচ গৌতম গম্ভীর।

সরতে বাধ্য করা হবে না মহারথীদের-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

টি-২০তে সাফল্যের শৃঙ্গ জয়ের পর সরে দাঁড়িয়েছিলেন রোহিত (Rohit Sharma) ও কোহলি (Virat Kohli)। তুলনায় তাঁদের টেস্ট অবসর ছিলো বেশ আড়ম্বরহীন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাদা জার্সি খুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন দুই কিংবদন্তিই। ওয়ান ডে’তে সরাসরি তাঁদের ছেঁটে না ফেলে খানিক সময় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ারই পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর। PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “দেখুন কোহলি ও রোহিত সাদা বলের ক্রিকেটে (ভারতীয়) দলের ও খেলার প্রতি অনেক অবদান রেখেছেন। ওনারা প্রায় সবই অর্জন করেছেন। আমার মনে হয় না ওঁদের জোর করে সরিয়ে দেওয়া হবে। কিন্তু আগামী ওডিআই চক্র শুরুর আগে ওঁদের সাথে সৎ ও পেশাদার ভাবে কিছু আলোচনা তো হবেই। জানতে চাওয়া হবে শারীরিক ও মানসিক ভাবে ওনারা কোন অবস্থাতে রয়েছেন। পুরোটাই তার উপর নির্ভরশীল।”

Also Read: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *