rohit-is-battling-injury-in-ipl-2025

IPL 2025: এবারের আইপিএল (IPL) মরসুমের শুরুটা মোটেই ভালো করতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিলো তারা। হারতে হয়েছিলো চারটি ম্যাচে। গত বারের মত এবারও শেষ চারের টিকিট অধরাই থাকবে মুম্বইয়ের, মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু মরসুমের মাঝপথে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি। টানা ছয় ম্যাচ জেতার পর আপাতত তাদের পয়েন্ট সংখ্যা ১৪। প্লে-অফের যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মুম্বই। বাকি রয়েছে আরও ৪ ম্যাচ। তার মধ্যে দু’টিতে জিতলেই নিশ্চিত নক-আউট। সমর্থকেরা যখন ষষ্ঠ ট্রফির স্বপ্ন দেখা শুরু করেছেন তখন আচমকাই এক দুঃসংবাদ দিলেন কোচ জয়বর্ধনে। চোট রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma), জানালেন লঙ্কান প্রাক্তনী।

Read More: সৌরভ গাঙ্গুলির প্ল্যানে কাবু KKR, ক্যাপিটালস দলে যাচ্ছেন অন্দ্রে রাসেল !!

আহত রোহিত, জানালেন মাহেলা-

Rohit Sharma and Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Rohit Sharma and Suryakumar Yadav | IPL | Image: Getty Images

অষ্টাদশতম আইপিএলে (IPL) অধিকাংশ ম্যাচে ফিল্ডিং-এর সময় মাঠে থাকছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। কেবল ব্যাটিং-এর সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে তাঁকে। এই সিদ্ধান্তের পিছনে আলাদা কোনো স্ট্র্যাটেজি নেই, বরং বাধ্য হয়েই রোহিতকে ফিল্ডিং-এর সময় ডাগ-আউটে রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হেড কোচ মাহেলা জয়বর্ধনে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “প্রথম থেকে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর কোনো পরিকল্পনা ছিলো না আমাদের। কিছু ম্যাচে রোহিত ফিল্ডিং করেছে। দলে প্রত্যেকের দ্বৈত ভূমিকা রয়েছে। তবে কিছু খেলায় আমাদের এমন কাউকে প্রয়োজন ছিলো যে কিনা বাউন্ডারি অঞ্চলে দৌড়তে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই রোহিতের হাল্কা চোট আছে। আমরা চাইছি না ওকে বেশী দৌড়াদৌড়ি করাতে।”

ব্যাট হাতে প্রথম কয়েকটি ম্যাচে হতাশ করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এই মুহূর্তে দারুণ ছন্দে তিনি। শেষ চার ম্যাচে করেছেন তিনটি অর্ধশতক। ১০ ইনিংসে মোট রান পৌঁছেছে ২৯৩-এ। হিটম্যানের উপস্থিতি যে দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন জয়বর্ধনে। তিনি জানান, “রোহিত মাঠে থাকুক বা না থাকুক, ও সবসময় দলকে সাহায্য করে। ডাগ-আউটে বসেও ও সবসময় ম্যাচ নিয়েই ভাবছে। দলের বাকিদের সাথে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। আর আমাদের সব বোলিং বিকল্পর’ও মাঠে থাকা প্রয়োজন। সেই জন্যই রোহিতকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না।” যা আভাস দিলেন মুম্বইয়ের হেডস্যর তাতে স্পষ্ট যে মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও রোহিতকে খেলানো হবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই।

চোট নিয়েও IPL-এ? প্রশ্নবিদ্ধ রোহিত-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | IPL | Image: Getty Images

 

আন্তর্জাতিক ক্রিকেটকে যে অগ্রাধিকার দিতে হবে খেলোয়াড়দের, ইতিমধ্যে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। চোটের জন্য আইপিএলের (IPL) শুরু থেকে জসপ্রীত বুমরাহকে মাঠে নামার ছাড়পত্র দেয় নি বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA)। দীর্ঘ রিহ্যাবের পরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়েছেন পেস তারকা। রোহিতের ক্ষেত্রে কেন ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্ন উঠতে শুরু করেছে জয়বর্ধনের (Mahela Jayawardene) সাংবাদিক সম্মেলনের পর। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রতিপক্ষের দেশে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। অধিনায়কত্ব করার কথা রোহিত শর্মারই। গুরুত্বপূর্ণ বিদেশসফরের আগে চোট থাকা সত্ত্বেও কেন আইপিএল (IPL) খেলার ছাড়পত্র পেলেন হিটম্যান? বোর্ডের কাছে জবাবদিহি চাইছেন অনেকে।

Also Read: IPL 2025 MI vs GT Match Preview: গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের বদলা নেওয়ার ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *