ঘরের মাঠে গত বছর ওডিআই বিশ্বকাপ খুইয়েছে ভারতীয় দল। আইসিসি ট্রফি খরা কাটাতে আপাতত চলতি বছরের টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup 2024) পাখির চোখ করেছে তারা। প্রতিযোগিতা শুরুর কথা জুন মাসে। কিন্তু জানুয়ারি থেকেই প্রস্তুতি পর্ব শুরু করেছে দল। নতুন বছরের গোড়াতেই ছিলো আফগানিস্তান সিরিজ। যাবতীয় গেমপ্ল্যান, টিম কম্বিনেশন, পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবেই এই তিন ম্যাচের সিরিজকে ব্যবহার করলো ভারতীয় দল।
মোহালি ও ইন্দোরে টসে জিতে প্রথমে বোলিং করে সহজেই এসেছিলো জয়। গতকাল বেঙ্গালুরুতে চেনা পথ ছাড়লো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং বাছে তারা। আফগানদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলেও শেষমেশ জিতেই মাঠে ছাড়ে তারা।ফরিদ আহমেদের এক স্বপ্নের স্পেল ভারতকে শুরুতেই খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো গতকাল। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি ও সঞ্জু স্যামসনকে ফেরান তিনি। দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেন নি তিন জনের কেউই। প্রথম দুই ম্যাচ ভালো খেললেও তৃতীয় ম্যাচে ব্যর্থ শিবম দুবে। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন তিনি।
২২/৪ অবস্থা থেকে রোহিত শর্মা ও রিঙ্কু সিং-এর ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। রোহিতের (Rohit Sharma) ১২১* ও রিঙ্কুর (Rinku Singh) ৬৯*, তাদের পৌঁছে দেয় ২১২ রানে। ব্যাট হাতে গুলবদিন, মহম্মদ নবির সৌজন্যে ২১২তে পৌঁছায় আফগানিস্তান’ও। সুপার ওভারেও জয়ী-পরাজিত নির্ধারণ সম্ভব হয় নি প্রথমে। পরে দ্বিতীয় সুপার ওভার শেষে জেতে ভারত। আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) তারুণ্যেই জোর দেবে ভারত নাকি জায়গা হবে অভিজ্ঞতার’ও? এই প্রশ্ন ঘুরছিলো কয়েকদিন ধরে। খেলা শেষে রোহিত জানিয়ে দিলেন যে তিনি খেলবেন বিশ্বকাপ।
Read More: T20 World Cup 2024: বিশ্বকাপের দরজা বন্ধ রাহুল-ঈশান-পন্থের, এই খেলোয়াড় নেবেন জায়গা !!
খেলবেন রোহিত, অধিনায়কত্ব হারাচ্ছেন হার্দিক-
২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ক্রিকেট থেকে খানিক অব্যাহতি নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে ২০২৩ সাল জুড়ে টি-২০ খেলেছে ভারত। কিন্তু একটি ম্যাচেও দেখা যায় নি রোহিত’কে। অধিকাংশ সময়েই অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। পেস বোলিং অলরাউন্ডারকে সাদা বলের ফর্ম্যাটে আগামীর অধিনায়ক হিসেবে পরিণত করে তোলার ব্যাপারে পদক্ষেপ নিতে দেখা গিয়েছিলো বোর্ডকেও। অনেকেই ভেবেছিলেন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) নেতা হিসেবে যাবেন হার্দিকই। কিন্তু ২০২৪-এর গোড়াতেই বদল আসে চিত্রে। চোট পেয়ে আপাতত মাঠের বাইরে হার্দিক। জুনের বিশ্বকাপের আগে ফেরানো হয় রোহিতকেই (Rohit Sharma)। ফেরানো হয় অধিনায়কত্ব’ও।
আফগানিস্তানের বিরুদ্ধে মোহালি ও ইন্দোরের দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) আদৌ তাঁকে প্রয়োজন নেই ভারতের, বিশেষজ্ঞদের একাংশ এই দাবী তুলতে থাকেন। হার্দিক’ই হন অধিনায়ক, এমন দাবীও উঠতে থাকে। কিন্তু বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে ১২১*-এর ইনিংস খেলে নিন্দুকদের মুখ বন্ধ করলেন তিনি। ম্যাচ শেষে বলেন, “আমার কাছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপই সবচেয়ে বড়। এমন নয় যে আমি টি-২০ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিই না। কিন্তু ছোটোবেলা থেকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দেখে আসছি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নি। সামনে আমাদের সামনে আরও একটা সুযোগ। চেষ্টা করবো তার সদ্ব্যবহার করে বিশ্বকাপ জিততে।”
বেঙ্গালুরুতে সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত যেভাবে কথা বলেছেন, তাতে স্পষ্ট যে আগামী টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) তিনি খেলতে মুখিয়ে রয়েছেন। রোহিত দলে থাকলে তিনিই যে অধিনায়ক হবেন তা সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজে পরিষ্কার হয়েই গিয়েছে। ফলত হার্দিকের (Hardik Pandya) নেতা হওয়ার স্বপ্ন’ও আপাতত বিশ বাঁও জলে। তাঁর জায়গায় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে নজর কেড়েছেন শিবম দুবে (Shivam Dube)। গোড়ালির চোট সারিয়ে হার্দিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও তিনি যে সরাসরি একাদশে সুযোগ পাবেন, সেই নিশ্চয়তাও এখন দিতে পারছেন কেউই। আইপিএলে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফেরার পর রোহিতের হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়েছেন হার্দিক (Hardik Pandya)। আন্তর্জাতিক আঙিনায় দেখা গেলো উলটো ছবি। রোহিতের জমজমাট প্রত্যাবর্তনের ফলে গদি ছাড়তে হলো হার্দিককে।
দেখুন কি জানিয়েছেন রোহিত শর্মা-
Official – Rohit Sharma himself confirmed his participation in t20 World cup as captain .
2min silence for Hardik pandya and his gym videos 😭#INDvsAFG | #RohitSharma | #Hitmanpic.twitter.com/72oP8y3u4s
— Immy|| 🇮🇳 (@TotallyImro45) January 18, 2024