“অন্য কেউ ঠিক করবে না…” বিস্ফোরক রোহিত, অবসর প্রসঙ্গে গম্ভীরকে খোঁচা ভারত অধিনায়কের !! 1

সিডনিতে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট। গতকাল খেলা শুরুর আগে টিম ইন্ডিয়ার নীল ব্লেজার গায়ে টস করতে রোহিত শর্মা (Rohit Sharma) নয়, নামেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে পার্‌থ-এ প্রথম টেস্টের সময় দেশে ছিলেন রোহিত। নামতে পারেন নি মাঠে। পঞ্চম ম্যাচটি থেকেও তাঁর সরে দাঁড়ানোর কারণ কি? উঠতে থাকে প্রশ্ন। বিসিসিআই-এর তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয় যে অধিনায়ক স্বদিচ্ছায় সরে দাঁড়িয়েছেন। ওপেনিং স্লট ছেড়ে দিয়েছেন কে এল রাহুল’কে। কিন্তু আদৌ কি সত্যি সেই কথা? নাকি কোচ বা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন রোহিত? ধোঁয়াশা কাটে নি গতকাল। টিম ম্যানেজমেন্টকে দুষেছিলেন সঞ্জয় মঞ্জরেকরের মত প্রাক্তনী। ‘ভুল সিদ্ধান্ত’ বলেছিলেন নভজ্যোত সিং সিধু। আজ জটিলতা কাটাতে আসরে নামেন রোহিত স্বয়ং।

Read More: ভাঙন চাহাল-ধনশ্রী সম্পর্কে, ডিভোর্সের পথে সেলিব্রিটি জুটি !!

অবসর নিচ্ছেন না রোহিত শর্মা-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। গড় ৬.২০। ২০২৪-এ টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ২৫-এর নীচে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি শতরান ছাড়া লাল বলের ফর্ম্যাটে কোনো উল্লেখযোগ্য ইনিংসও খেলেন নি তিনি। ক্রিকেটমহলের একটা বড় অংশ তাঁর অবসরের দাবীতে সরব হয়েছিলো। ৩৮-এর রোহিতের (Rohit Sharma) এই মুহূর্তে টেস্ট জার্সিতে জাতীয় দল’কে নতুন করে কিছু দেওয়ার নেই। ফলে তাঁকে ছাড়াই আগামীর ভাবনা শুরু করুক বিসিসিআই, সওয়াল করেছিলেন অনেকেই। রোহিত নিজে অবশ্য সহমত নন। এখনও সাদা জার্সিতে মাঠে নামতে মুখিয়ে তিনি। স্পষ্ট করেছেন আজ স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে। অবসর অন্যের মন্তব্যে প্রভাবিত হয়ে নয়, বরং নিতে চান নিজের মর্জিতে।

আজ সিডনিতে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন তিনি। ফাঁস করেছেন ভবিষ্যত পরিকল্পনাও। সমালোচকদের একহাত নিয়ে বলেন, “মাইক, ল্যাপটপ বা পেন হাতে বসে কে কি বললো বা লিখলো তাতে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। আমরা দীর্ঘ সময় খেলেছি। ওনারা স্থির করতে পারেন না কে কখন খেলবে, কে কখন বাইরে বসবে, কে অধিনায়ক হবে।” এরপর একেবারেই রোহিতসুলভ ভঙ্গিতে তিনি বলেন, “আমার যথেষ্ট বোধবুদ্ধি রয়েছে। দুই বাচ্চার বাবা আমি। একটু-আধটু বুদ্ধি তো রয়েছেই।” তাঁর ‘সততা’র জন্য রোহিতকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন সঞ্চালক যতীন সপ্রু। হেসে ক্রিকেট তারকা বলেন, “আরে এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। অবসর নিই নি এখনও।” 

কোচের সাথে কথোপকথন ফাঁস রোহিতের-

Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images
Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

ম্যাচ শুরুর আগের দিন সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন একা গৌতম গম্ভীর। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিলো সিডনিতে রোহিত (Rohit Sharma) আদৌ খেলবেন কিনা। হেঁয়ালি জিইয়ে রেখে হেড কোচ বলেন, “ম্যাচের দিক সকালে পিচ দেখে প্রথম এগারো নির্বাচন করা হবে।” রোহিতের সাথে সংঘাত রয়েছে গম্ভীরের? সাংবাদিক সম্মেলন সেই প্রশ্ন তুলে দিয়ে গিয়েছিলো। আজ স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোচ-ক্যাপ্টেন দ্বন্দ্ব নিয়ে যে জল্পনা ছিলো, তাও মেটান রোহিত। বলেন, “আমি কোচ ও নির্বাচকদের একটা সহজ কথাই বলেছিলাম যে আমার ব্যাটে রান আসছে না। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যাঁরা ফর্মে আছে তাঁদেরই খেলা উচিৎ। এভাবে ছন্দহীনতায় ভুগতে থাকা খেলোয়াড়দের দল বয়ে বেড়াতে পারে না। কোচ ও নির্বাচকদের আমার পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, ‘তুমি এতদিন ধরে খেলছো। কি করা উচিৎ সেটা তুমিই ভালো বুঝবে’।”  

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার-

Also Read: “আজব সিদ্ধান্ত…” রোহিতের ‘অপমানে’ রুষ্ট নভজ্যোত সিং সিধু, একহাত নিলেন টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *