বিরাট কোহলির স্বপ্ন পূরণ করছে রোহিত শর্মা, RCB তে শামিল হয়ে জেতাবেন প্রথম ট্রফি !! 1

আইপিএলের ১৭ বছরের ইতিহাসে ট্রফি জয় সম্ভব হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে আগমন ঘটেছিল বিরাট কোহলির। ভারতীয় অনূর্ধ্ব দলের অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে ঠাঁই পেয়েছিলেন বিরাট। ১৭ বছর কেটে গেলেও ট্রফির দেখা পাননি বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে প্রথম মৌসুম থেকেই খেলে আসছেন বিরাট।

এমনকি আইপিএল ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন তিনি। এত ভাল প্রদর্শন দেখিয়েও দলের হয়ে ট্রফি জয় করতে ব্যর্থ হয়েছেন বিরাট। তবে এবার বিরাটের স্বপ্ন পূরণ করতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের কিংবদন্তি তারকা রোহিত শর্মা বিরাটকে প্রথম আইপিএল ট্রফি জেতাবেন এমনটাই মত নেটিজেনদের।

RCB দলে যোগ দেবেন রোহিত

Rohit Sharma,ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

বিরাট আগামী মৌসুমেও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের হয়ে খেলবেন। তবে অন্যদিকে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, রোহিত শর্মা আগামী মৌসুমে আবার অধিনায়কত্ব করতে চাইছেন। তাই মুম্বাই ফ্রাঞ্চাইজি বাধ্য হয়েই রোহিতকে রিলিজ করবে, আর আইপিএল নিলামে রোহিত উঠলেই তার জন্য টাকার বৃষ্টি করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মাকে কিনতে চলেছে RCB ফ্রাঞ্চাইজি। আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত, তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার শিরোপা জয় করেছে। এমনকি কিছুদিন আগেই তার নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ টি-টোয়েন্টির খেতাব জয় করেছে। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে তার আত্মপ্রকাশ ঘটাতে পারেন।

বিরাটের হাতে উঠবে শিরোপা

Virat Kohli, Ipl 2024, rcb
Virat Kohli | Image: Getty Images

রোহিতকে দলে সামিল করলে তার হাতেই দলের অধিনায়কত্ব তুলে দেবে RCB টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতন খেতাব জয় করেছেন। এবার তাদের পালা একসাথে আইপিএল শিরোপা জয় করার। দুই কিংবদন্তি খেলোয়াড়কে একই সাথে খেলতে দেখতে চাইছেন ভক্তরা। মাত্র ৮ বছরের মধ্যেই পাঁচটি আইপিএল খেতাব জয় করেছিলেন রোহিত শর্মা। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে সাফল্যের শিখরে পৌঁছেছিল তার নেতৃত্বেই। তবে আগামী মৌসুমে হিটম্যানকে ছাড়াই মাঠে নামবে মুম্বাই।

অন্যদিকে রোহিত শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক পদ পেলে ব্যাঙ্গালুরু দলের ভক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের ঘরে প্রথম আইপিএল খেতাবও আসতে পারে। আইপিএলের ময়দানে বিরাট কোহলি ২৫২ টি ম্যাচ খেলে ৩৮.৬৭ গড়ে ও ১৩১.৯৭ স্ট্রাইক রেটে ৮০০৪ রান বানিয়েছেন পাশাপাশি আইপিএল ইতিহাসের আটটি শতরান এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে রোহিত শর্মার কথা বলতে গেলে ২৫৭ টি ম্যাচ খেলেছেন রোহিত। ২৯.৭২ গড়ে ৬৬২৮ রান বানিয়েছেন তিনি। তার ব্যাট থেকে দুইবার শতরান দেখতে পাওয়া গিয়েছে আইপিএলের মঞ্চে।

Read Also: IPL 2025: বাদ পড়ছেন KL রাহুল, আগামী মরসুমে লক্ষ্ণৌর দায়িত্ব সামলাবেন এই RCB অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *