কয়েক মাস আগেই আইসিসির চেয়ারম্যান হয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দেখা পরিবর্তন, সচিবের পদে দেখা যেতে পারে নতুন এক মুখকে। বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে সচিবকে নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের মনসদে বসতে চলেছেন বর্ষীয়ান নেতা অরুণ জেটলির পুত্র রোহন জেটলি। ক্রিকেট প্রশাসনে তার যাত্রা শুরু হয়েছিল প্রায় ৪ বছর আগে। তিনি দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ডিডিসিএ অনেক সংস্কারমূলক কাজ করেছে। সংবাদমাধ্যমের একটা বড় অংশ মনে করছে যে পরবর্তী সচিব হতে চলেছেন তিনি। তবে জানা গিয়েছে তিনি নাকি বিসিসিআইয়ের সচিবের পদে বসতে চাইছেন না।
BCCI’এর সচিব হচ্ছেন না রোহান জেটলি
সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব না হয়ে রোহান আগামী মাসে দিল্লি দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত হতে চলা ‘সভাপতি’ নির্বাচনে তিনি অংশ নিতে চলেছেন। যে কারণে তিনি দেশের ক্রিকেট বোর্ডের সচিব হতে রাজি নন আপাতত। যেহেতু তিনি বোর্ডের সচিবের পদে বসতে রাজি নন তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ কর্তাদের নতুন কাউকে এই পদে বসার জন্য খুঁজতে হবে। বর্তমানে বিসিসিআইয়ের (BCCI) সচিব পদে বসে রয়েছেন জয় শাহ। তবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছেন তিনি। চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয় শাহের (Jay Shah)। বিশ্ব ক্রিকেটের মনসদে আগামী মাসের পহেলা দিন থেকে বসতে চলেছেন জয়।
Read More: নিলামের আগেই বড় সিদ্ধান্ত প্রীতি জিন্টার, ঋষভ পন্থের জন্য করতে চলেছেন কোটি টাকার বৃষ্টি !!
নতুন সচিব খুঁজতে হবে BCCI কে
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, জয় শাহের প্রস্থানের ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে যদি রোহান জেটলিকে এন্ট্রি নিতে না দেখা যায় তাহলে এই পদে বসতে পারেন সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদা স্নেহাশিস গাঙ্গুলি (Snehasish Ganguly)। সূত্রের খবর, বর্তমান ক্রিকেট এসোসিয়েশন বেঙ্গলের (CAB) প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির কাছে প্রস্তাব এসেছে। আসলে, বিসিসিআই জানিয়েছে যে জয় শাহের জায়গায় কে এই দায়িত্ব সামলাবেন সে বিষয়ে এখনও পর্যন্ত সচিব পদের জন্য কারও নাম ঠিক করা হয়নি। অর্থাৎ রোহন জেটলির নাম এখনও ঠিক হয়নি এবং এমন পরিস্থিতিতে কে হতে চলেছেন বিসিসিআই-এর সেক্রেটারি, সেটাই দেখার বিষয়।