rishi-dhawan-announces-retirement

গতকাল বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট। এক দশক পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুই বার টেস্ট সিরিজ জেতার পর এইবার হারতে হয়েছে ৩-১ ফলে। দলগঠনে গলদ, স্ট্র্যাটেজি নির্মাণে ভুল থেকে রোহিত-কোহলিদের (Virat Kohli) ব্যর্থতা-পরাজয়ের ময়নাতদন্তে উঠে আসছে একের পর এক কারণ। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। নিজেদের ভুলচুল যদি সামলে উঠতে না পারে ‘মেন ইন ব্লু,’ সেখানেও যে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে দল’কে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত বিশেষজ্ঞমহল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হার ও তাঁর ফলাফল কি হতে পারে সে নিয়ে যখন চর্চায় ব্যস্ত ক্রিকেটজনতা, তখন খানিক চুপিসারেই বড়সড় সিদ্ধান্ত নিলেন দেশীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ ঋষি ধাওয়ান। ওয়ান ডে ও টি-২০’কে বিদায় জানালেন মাত্র ৩৪ বছর বয়সেই।

Read More: টিম ইন্ডিয়ার BGT হারে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার, ট্রফি থেকে সরিয়ে নিলেন নিজের নাম !!

সীমিত ওভারকে বিদায় জানালেন ঋষি-

Rishi Dhawan | ক্রিকেট | Image: Getty Images
Rishi Dhawan | Image: Getty Images

সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেন তারকা অলরাউন্ডার ঋষি ধাওয়ান (Rishi Dhawan)। ২০২৪-২৫ মরসুমের বিজয় হাজারে ট্রফি (BGT) খেলেই সীমিত ওভারের কেরিয়ারে দাঁড়ি টানলেন তিনি। হিমাচল প্রদেশের তারকা শেষ ম্যাচটি খেলেন অন্ধ্রপ্রদেশের হয়ে। অপরাজিত ৪৫ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। বল হাতেও কেরিয়ারের শেষ ম্যাচে মাত্র ৩৪ রান খরচ করে তুলে নিয়েছেন ২ উইকেট। তাঁর দল নক-আউট পর্বে পা রাখতে না পারায় গ্রুপ পর্বের শেষেই সরে দাঁড়ালেন ঋষি (Rishi Dhawan)। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি দীর্ঘ এবং আবেগঘন পোস্ট লিখে অবসরের সিদ্ধান্ত অনুরাগীদের জানিয়েছেন তিনি। বিদায়বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড, সতীর্থ, সমর্থকদের প্রাণভরা ভালোবাসা ও ধন্যবাদ জানাতে ভোলেন নি তিনি। দুই দশকের কেরিয়ারে আক্ষেপ নেই কোনো, জানিয়েছেন তাও।

“খুবই সাধারণ একটা জায়গা থেকে উঠে এসে সর্বোচ্চ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান পেয়েছি আমি। আমি কৃতজ্ঞ। ক্রিকেট আমার প্যাশন। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার রসদ যুগিয়ে এসেছে তা। আমি আমার সমস্ত কোচ, মেন্টর, সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। শুধু আমার ক্রিকেট কেরিয়ার নয়, আমাকে একজন মানুষ হিসেবে গড়ে তুলতেও তাঁরা যথেষ্ট অবদান রেখেছেন। আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরাই আমার কাছে এই খেলার রক্ত এবং আত্মা। এবং সবশেষে আমি ধন্যবাদ জানাবো আমার পরিবারকে। তাঁদের সদর্থক ভূমিকা ছাড়া আমি নিজের স্বপ্নকে ছুঁতে পারতাম না।” কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতেও তিনি যে মুখিয়ে রয়েছেন তা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতে ভোলেন নি ঋষি ধাওয়ান।

দেখে নিন তাঁর পোস্ট’টি-

ঋষি ধাওয়ানের কেরিয়ার পরিসংখ্যান-

Rishi Dhawan | Image: Getty Images
Rishi Dhawan | Image: Getty Images

অস্ট্রেলিয়াতে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিলো ঋষি ধাওয়ানের (Rishi Dhawan)। ২০১৬ সালে ৩টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ১২ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। ঐ একই বছরে আন্তর্জাতিক টি-২০তেও সুযোগ পেয়েছিলেন তিনি। ১টি ম্যাচে ১ রান করার পাশাপাশি নেন ১টি উইকেট। আন্তর্জাতিক আঙিনায় বিশেষ সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম তিনি। হিমাচল প্রদেশের তারকা খেলেছেন ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ। ৬টি শতরান ও ৩৮টি অর্ধশতক-সহ তাঁর মোট রান সংখ্যা ৪৮২৪। উইকেট সংখ্যা ৩৫৩। লিস্ট-এ ক্রিকেটে ২৯০৬ রান করেছেন, নিয়েছেন ১৮৬ উইকেট। ১টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে তাঁর। টি-২০তে ১৩৫ ম্যাচে সংগ্রহ ১৭৪০ রান ও ১১৮ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে জিতেছেন আইপিএল। খেলেছেন পাঞ্জাব কিংসের হয়েও।

Also Read: TOP 3: তিন ক্রিকেটার বর্ডার-গাওস্কর ট্রফিতে যাঁদের অভাব অনুভব করেছে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *