CT 2025: আগামী ২০ তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম গ্রুপ ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ২৩ তারিখ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে তারা। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে এখন থেকেই কার্যত ফুটছে দুবাই। ২ মার্চ ভারতীয় দলের তৃতীয় ও অন্তিম গ্রুপ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো ‘মেন ইন ব্লু।’ দুই উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। কে অগ্রাধিকার পান তা জানতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দিকে তাকিয়ে ছিলো ক্রিকেটজনতা। নাগপুর, কটক ও আহমেদাবাদের তিনটি ম্যাচ থেকে স্পষ্ট যে এই মুহূর্তে কে এল রাহুলকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকলেও মাঠে নামার সম্ভাবনা বিশেষ নেই ঋষভ পন্থের।
Read More: CT 2025: প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশ, শামি-বরুণদের বাদ দিয়েই ছক সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!
কে এল রাহুলেই আস্থা রাখছে ভারত-
![CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ঋষভ পন্থের, উইকেটকিপিং বিকল্প বেছে নিলো টিম ইন্ডিয়া !! 2 KL Rahul | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/KL-Rahul-Batting.png)
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন কে এল রাহুল (KL Rahul)। অনভ্যস্ত ছয় নম্বরে তাঁকে ব্যাট করতে নামিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সাফল্য পান নি তিনি। নাগপুরে আউট হয়েছিলেন ২ রান করে আর কটকেও ১০-এর বেশী করতে পারেন নি কর্ণাটকের ক্রিকেটার। পরপর দুই ম্যাচের ব্যর্থতার পর তাঁকে সরানোর দাবী তুলছিলেন কেউ কেউ। রিজার্ভ বেঞ্চে থাকা ঋষভ পন্থকে (Rishabh Pant) দস্তানা হাতে স্টাম্পের পিছনে দাঁড়ানোর সুযোগ দেওয়ার পক্ষেও করছিলেন সওয়াল। কিন্তু আহমেদাবাদে তৃতীয় ম্যাচেও রাহুলের উপরেই আস্থা রাখে ‘মেন ইন ব্লু।’ ছয় থেকে ব্যাটিং অর্ডারেও তুলে আনা হয় এক ধাপ। পছন্দের পাঁচ নম্বরে নেমে ২৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে আস্থার দাম দেন রাহুল’ও। একই সঙ্গে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) একাদশেও নিশ্চিত করে নেন জায়গা।
কে এল রাহুল নাকি ঋষভ পন্থ-চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভাবনায় রয়েছেন কে? প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কোচ গম্ভীরও (Gautam Gambhir)। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রথম জনের পক্ষেই রায় দিয়েছেন। বলেন, “কে এল রাহুল আমাদের প্রথম পছন্দের উইকেটরক্ষক। এই মুহূর্তে এতটাই বলতে পারি। ঋষভ পন্থ নিশ্চয়ই সুযোগ পাবে। কিন্তু এখনও অবধি কে এল রাহুল ভারতের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন।” অর্থাৎ অপেক্ষা করা ছাড়া ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য আপাতত যে কোনো রাস্তা খোলা নেই তা দিনের আলোর মত পরিষ্কার। একদনের ক্রিকেটে ডান হাতি-বাম হাতি জুটি ব্যবহারের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত থেকে যে সরবেন না তিনি, তাও স্পষ্ট করেছেন গম্ভীর। ফলে ব্যাটিং অর্ডারে রাহুলকে (KL Rahul) যে আগামীতেও ওঠানামা করতে হতে পারে তা বলাই যায়।
বুমরাহ’র বদলি হর্ষিত, দলে বরুণ’ও-
![CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ঋষভ পন্থের, উইকেটকিপিং বিকল্প বেছে নিলো টিম ইন্ডিয়া !! 3 Jasprit Bumrah | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/10/bumrah.jpg)
আশঙ্কাই সত্যি হলো শেষমেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দল থেকে ছিটকেই গেলেন জসপ্রীত বুমরাহ। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে একটানা বিশ্রামে ছিলেন তারকা পেসার। খেলেন নি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ। দিনকয়েক আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা তাঁর চোটের অবস্থা খতিয়ে দেখেন। যোগাযোগ করা হয়েছিলো নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গেও। বুমরাহকে (Jasprit Bumrah) মাঠে ফেরার ব্যাপারে এখনই সবুজ সংকেত দিতে পারেন নি তাঁরা। তারকা পেসারের বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে হর্ষিত রাণা’কে। এছাড়াও যশস্বী জয়ওয়ালকে মূল স্কোয়াড থেকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। মহম্মদ সিরাজ, শিবম দুবের সাথে যশস্বী থাকছেন নন-ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে।