rishabh-to-succeed-rohit-as-captain, gambhir
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মাঠে দাঁড়িয়ে সেদিন অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি’ও (Virat Kohli)। তাঁর পথে হেঁটেই সেদিন সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, “এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ভারতীয় দলে নিজের কেরিয়ার আমি শুরু করেছিলাম, এই ফর্ম্যাট দিয়েই। আমি এটা (টি-২০ বিশ্বকাপ) চেয়েছিলাম। এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে।” রোহিত সরে দাঁড়ানোয় কুড়ি-বিশের খেলায় নতুন নেতা বেছে নিতে হয়েছে ভারতকে। হার্দিক পান্ডিয়াকে দৌড়ে পিছনে ফেলেছেন সূর্যকুমার যাদব। তাঁকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার।

Read More: দলে শামিল হতেই দুঃখের পাহাড় ভেঙে পড়ল দ্রাবিড় পুত্র সুমিতের উপর, বিশ্বকাপ থেকে যাচ্ছেন ছিটকে !!

বাকি দুই ফর্ম্যাটে খেলছেন রোহিত-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও এখনই ব্যাট তুলে রাখছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছেন যে অবসরের ভাবনা এখনই ভাবছেন না তিনি। বরং অপেক্ষা করতে চান আরও কিছু বছর। টেস্ট ও একদিনের ম্যাচে অংশ নেবেন। আইপিএল (IPL) খেলবেন? প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী হিটম্যান জানান, “১০০ শতাংশ।” আপাতত তাঁর ফোকাসে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC)। টি-২০ বিশ্বকাপ জয়ের আগে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। জানিয়েছিলেন, “বার্বাডোজের মাঠে রোহিত শর্মা’র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ট্রফি জিতে পতাকা পুঁতে দেবে।”, হয়েছেও তেমনটাই। সেই জয় শাহ’ই পরিষ্কার করে দিয়েছেন যে আগামী বছরের দুটি আইসিসি টুর্নামেন্টেও রোহিতকেই দেখা যাবে দলকে নেতৃত্ব দিতে।

নতুন অধিনায়কের কথা ভাবতে হবে বোর্ড’কে-

Rohit Sharma and Arshdeep Singh | Image: Getty Images
Rohit Sharma and Arshdeep Singh | Image: Getty Images

এই মুহূর্তে ৩৭ বছর বয়স রোহিত শর্মা’র (Rohit Sharma)। আগামী ওডিআই বিশ্বকাপের সময় তা দাঁড়াবে ৪০। তিনি আদৌ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া বা জিম্বাবুয়ের মাটিতে ব্যাট হাতে নামবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। সন্দিহান বিসিসিআই কর্তারাও। তাই মনে করা হচ্ছে ২০২৫-এর দুই বড় টুর্নামেন্ট মিটে গেলেই টেস্ট ও ওডিআই ফর্ম্যাটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে বলা হবে রোহিত শর্মা’কে (Rohit Sharma)। বিশ্বকাপের আগে অন্তত দুই বছর দায়িত্ব সামলানোর সুযোগ করে দেওয়া হবে নয়া অধিনায়ককে। যাতে পরিবেশ, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা যে চলছে তা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। শ্রীলঙ্কা সফরের আগে যে সাংবাদিক সম্মেলন হয়েছিলো, সেখানে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

ঋষভ পন্থের হাতে দেওয়া হতে পারে দায়িত্ব-

Rishabh Pant | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

২০০৭ সালে এক উইকেটরক্ষকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়ে ফাটকা খেলেছিলো বিসিসিআই। কার্যকরী হয়েছিলো সেই সিদ্ধান্ত। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে দৌড় শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। পরে তাঁর হাত ধরেই এসেছিলো ওডিআই বিশ্বকাপ (ICC World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy)। ২০২৫-এও উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) উপরেই ভরসা করতে পারে দল, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দিল্লী রাজ্য দল ও দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন তিনি। স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সামলেছেন ভারতীয় দলের অধিনায়কত্ব’ও।

দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সতীর্থদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার দক্ষতা ঋষভ’কে (Rishabh Pant) পরবর্তী অধিনায়ক হিসেবে আদর্শ প্রার্থী করে তুলেছে। শুভমান গিল, জসপ্রীত বুমরাহ’রা দৌড়ে থাকলেও ঋষভ’ই যোগ্যতম বলে মনে করছেন প্রাক্তনীরাও। ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ’কে অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছেন কিংবদন্তি সুনীল গাওস্কর’ও (Sunil GavaskaR)। তিনি জানান “মনসুর আলি খান পতৌদি’কে অল্পবয়সে নেতা করা হয়েছিলো, অনেক সাফল্যও পেয়েছিলেন তিনি। তেমনই তরুণ ঋষভও দেশকে অনেক সাফল্য এনে দিতে পারেন।”

Also Read: জয় শাহ ICC-তে যেতেই দূরত্ব কমছে BCCI-PCB’র, আইপিএলে খেলবেন বাবর আজম-সহ এই পাক খেলোয়াড়’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *