৬, ৬, ৬, ৬, ৬…ঋষভ পন্থের দাদাগরি রঞ্জির বাইশ গজে, ৯৪.৪৭ স্ট্রাইক রেটে করলেন ৩০৮ রান !! 1

ভারতীয় টেস্ট দলের ইতিহাসে সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে হয়ত এখনই মহেন্দ্র সিং ধোনি’কে ছাপিয়ে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০১৮ সালে ইংল্যান্ডের মাঠে টেস্ট অভিষেক হয় তাঁর। কেরিয়ারের শুরু থেকেই কঠিন পরিস্থিতিতে বারবার জ্বলে উঠেছেন তিনি। ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন অপরাজিত ১৫৯, ২০২২-এ বার্মিংহ্যামে ১৪৬ করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। গাব্বাতে ২০২০ সালে তাঁর অপরাজিত ৮৯ রানের ইনিংসটিকে দেশের টেস্ট ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঋষভের (Rishabh Pant) ব্যাটেই সেবার ব্যাগি গ্রিনের শৌর্য্য ধুলোয় মিশিয়ে ব্রিসবেনের দুর্গ জয় করেছিলো ‘মেন ইন ব্লু।’ ৪৩ টেস্টে ইতিমধ্যেই ৬ শতক ও ১৫ অর্ধশতকের সৌজন্যে ২৯৪৮ রান করে ফেলেছেন ঋষভ। দীর্ঘতম ফর্ম্যাটে তিনি যে নজর কাড়বেন তা কেরিয়ারের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

Read More: বাসচালকের গুরুমন্ত্রে উইকেট হারান বিরাট কোহলি, ম্যাচ শেষে হিমাংশু করলেন বড় খোলাসা !!

দাপুটে ত্রিশতরান করেছিলেন ঋষভ পন্থ-

Rishabh Pant | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

লাল বলের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচটি ২০১৬ সালে খেলেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং করে রানের পাহাড় খাড়া করেছিলো মহারাষ্ট্র। তাদের অধিনায়ক স্বপ্নীল গুগালে একাই করেন অপরাজিত ৩৫১ রান। ঝড় তুলেছিলেন মিডল অর্ডার ব্যাটার অঙ্কিত বাওনে’ও। তাঁর ব্যাট থেকে আসে ২৫৮। দুজনের ম্যারাথন ইনিংসের সৌজন্যে ৬৩৫ রানের বিশাল বোঝা চেপেছিলো দিল্লীর কাঁধে। ব্যাট করতে নেমে সাত বারের চ্যাম্পিয়নরা ইনিংসের শুরুতেই বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছিলো। যথাক্রমে ২৪ ও ১৮ রান করে সাজঘরে ফেরেন দুই ওপেনার উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ও মোহিত শর্মা (Mohit Sharma)। খাদের কিনারে পৌঁছে যাওয়া দিল্লীর হয়ে এর পরে রুখে দাঁড়িয়েছিলেন বছর উনিশের ঋষভ পন্থ’ই। প্রায় একার কৃতিত্বে দলকে লড়াইতে ফেরান তিনি।

মহারাষ্ট্রের অভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যারাথন ইনিংসে মোট ৪২টি বাউন্ডারি হাঁকান তিনি। ৯ বার মারাঠি বোলারদের আছড়ে ফেলেন ওয়াংখেড়ের গ্যালারিতে। প্রতিপক্ষ অধিনায়কের ট্রিপল সেঞ্চুরির যেন জবাব দিয়েই একটি ত্রিশতরান করে বসেন তিনিও। মাত্র ৩২৬ বলে ৯৪.৪৭ স্ট্রাইক রেট-সহ ৩০৮ রান সেই ম্যাচে এসেছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাট থেকে। তিনি একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গেলেও বাকিদের থেকে বিশেষ সহায়তা যদিও পান নি। ধ্রুব শোরে (৭১), নীতিশ রাণা (৪৪) ও মিলিন্দ কুমার (৪৫) ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারনে নি কেউই। শেষমেশ দিল্লীর ইনিংস থামে ৫৯০ রানে। অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচটি। প্রথম ইনিংসের লিডের সুবাদে তিন পয়েন্ট পান স্বপ্নীল’রা। ঋষভদের (Rishabh Pant) ঝুলিতে আসে কেবল ১ পয়েন্ট।

দেখুন সেই ম্যাচের স্কোরকার্ড-

MAHA vs DEL | Image: Twitter
MAHA vs DEL | Image: Twitter

রঞ্জি প্রত্যাবর্তন সুখের হয় নি ঋষভের-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরের পর বোর্ডের নির্দেশে রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লীর জার্সিতে প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য দাগ কাটতে পারেন নি তিনি। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটার। ১০ বলে মাত্র ১ রান করে আউট হন ধর্মেন্দ্রসিং জাদেজার বলে। ক্যাচ তালুবন্দী করেন প্রেরক মাঁকড়। দ্বিতীয় ইনিংসেও বিশেষ সুবিধা করতে পারেন নি তিনি। ব্যাটিং অর্ডারে এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমেছিলেন তিনি। ২৬ বলে ১৭ রান করেই রবীন্দ্র জাদেজার বলে ধরা পড়েন শেল্ডন জ্যাকসনের হাতে। ঋষভের প্রত্যাবর্তন ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১০ উইকেট হারে দিল্লী। তিনি ব্যর্থ হলেও প্রতিপক্ষ দলের জার্সিতে সাফল্য পান তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুই ইনিংস মিলিয়ে মোট ১২ উইকেট নেন তিনি।

Also Read: MS ধোনি বা সৌরভ নন, এই অধিনায়কের ক্যাপ্টেনসি মনে ধরেছে ঋদ্ধিমান সাহা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *