২০২২-এর ডিসেম্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লী থেকে রুরকিতে ফেরার পথে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেট তারকার গাড়ি। সঙ্গে সঙ্গে উলটে যায় তা। লেগে যায় আগুন’ও। কোনোক্রমে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছিলেন তিনি। মুখে, পিঠে, পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিলো। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। অস্ত্রোপচার, রিহ্যাবের জন্য প্রায় ১৪ মাস জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছিলো ঋষভকে। সেই সময় তাঁর অভাব অনুভব করেছে টিম ইন্ডিয়া (Team India)। বিশেষ করে টেস্ট দলে তাঁর শূন্যতা ঢাকতে সমস্যায় পড়েছে ভারত। কখনও ঈশান কিষণ, কখনও কে এস ভরত সুযোগ পেয়েছেন দস্তানা হাতে। কিন্তু ঋষভের (Rishabh Pant) জুতোয় পা গলানো সম্ভব হয় নি তাঁদের পক্ষে। প্রায় দেড় বছর পন্থের প্রত্যাবর্তনের পথ চেয়ে সময় কাটিয়েছেন সমর্থকেরা।
Read More: IND vs AUS 4th Test: “রোহিত ভুল করেছে…” ওপেনিং বিতর্কে রাহুলের পাশেই মঞ্জরেকর, দুষলেন ভারত অধিনায়ককে !!
দলে ফিরলেও ছন্দ ফিরে পান নি পন্থ-
১৪ মাসের বিরতির পর অবশেষে চলতি বছরের এপ্রিলে মাঠে ফেরেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচ খেলেন আইপিএলের আঙিনায়। এরপর টি-২০ বিশ্বকাপেও দাপিয়ে খেলেন তিনি। পছন্দের ফর্ম্যাট অর্থাৎ টেস্টে ঋষভের প্রত্যাবর্তন ঘটে সেপ্টেম্বর মাসে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নজর কেড়েছিলেন। চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের ষষ্ঠ শতরানটি করেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে করেন ৯৯, মুম্বইতেও দুই ইনিংসে করেন যথাক্রমে ৬০ ও ৬৪। চেনা ঋষভকে ফিরে পাওয়ার আনন্দে মেতেছিলেন অনুরাগীরা। কিন্তু উলটো ছবি চোখে পড়ে বিদেশের বাইশ গজে ভারতীয় উইকেটরক্ষক ব্যাট হাতে নামতেই। চোট লাগার আগে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাঠে নিয়মিতগবড় রান করেছেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের পর যেন বদলে গিয়েছে পরিস্থিতি।
২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) জয়ের অন্যতম নায়ক ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গাব্বাতে তাঁর অবিশ্বাস্য ৮৯* রানের ইনিংসটি জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেটের লোককথায়। কিন্তু এবারের অজি সফরে যেন দেখা মিলেছে এক অচেনা ঋষভের (Rishabh Pant)। অতি আক্রমণাত্মক হতে গিয়ে বারবার ভুল করে বসছেন তিনি। পার্থ-এ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ৩৭ ও ১। অ্যাডিলেডে করেন ২১ ও ২৮। পছন্দের গাব্বাতে এবার ৯ রানে ফিরতে হয়েছে সাজঘরে। আর আজ মেলবোর্নেও কঠিন সময় ভুল শট খেলে সাজঘরে ফিরলেন ২৮ রান করেই। বোল্যান্ডকে (Scott Boland) র্যাম্প শট মারতে গিয়ে যেভাবে ডিপ থার্ড ম্যানে ধরা পড়লেন তাতে বেশ বিরক্ত গাওস্করের মত কিংবদন্তি। ঋষভকে, “স্টুপিড” বলতেও পিছপা হন নি তিনি।
দেখুন গাওস্করের আক্রমণ-
বাদ পড়তে পারেন ঋষভ পন্থ-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে আরও একটি ম্যাচ পাবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সিডনিতেও যদি রানের মুখ না দেখেন তাহলে আপাতত তাঁকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়াও হতে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। ব্যাট হাতে ভালো ফর্মে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। পার্থ-এ ৭৭, গাব্বায় ৮৪ করেছেন। তাঁর কাঁধেই চাপানো হতে পারে উইকেটরক্ষার বাড়তি দায়িত্ব। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত উইকেটরক্ষক হিসেবে খেলেন কর্ণাটকের ক্রিকেটার। টেস্টেও দস্তানা হাতে তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিদেশের পেস ও বাউন্স সহায়ক উইকেটে কিপিং-এ সমস্যা হবে না তাঁর। রাহুল কিপিং করলে বাড়তি একজন অলরাউন্ডার বা বোলারও খেলাতে পারে ভারত। ঘরের মাঠের স্পিন সহায়ক উইকেটের জন্য কোচ গম্ভীরের বাজি হতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। স্বল্প সুযোগে টেস্টের আসরে নজর কেড়েছেন উত্তরপ্রদেশের তরুণ’ও।